আমরা বাঙালিরা আসলে গুনির কদর করতে জানি না

লিখেছেন লিখেছেন ওবায়েদ উল্লাহ সোহেল ২২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৩৮:১৪ বিকাল

ড্রেসিং রুমে কে কিভাবে বসবে,কি গায়ে দিবে সেটা একান্তই

প্লেয়ারের নিজস্ব ব্যাপার।কারন তারাও

আমাদের মত মানুষ,রোবট না।একটা প্লেয়ার

অনাকাংখিত ভাবে আউট হলে এমনিতেই মুড

অফ থাকে। ক্যামেরাম্যানে বারবার

ড্রেসিং রুমের দিকে ক্যামেরা ঘুরানোর

দরকারটা কী? তিন-তিনবার সাকিবের

তোয়ালে গায়ে দেয়া অবস্থায়

বসে থাকাটা জায়ান্ট

স্ক্রিনে শো করেছিলো ক্যামেরাম্যান।এ

টার কারনেই বিরূপ

প্রতিক্রিয়া করেছিলো সাকিব।

আমি এতে তার কোনো দোষ দেখছিনা।

আমরা বাঙালিরা আসলে গুনির কদর

করতে জানি না।কেউ একজন পপুলার

হলে আমরা তার পিছনে লেগে যাই।এই

কারনেই আমাদের জাতির এই দুরাবস্থা।

বিষয়: বিবিধ

১১৮২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180775
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তাই বলে এরকম আচরন ?
180819
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২১
হতভাগা লিখেছেন : সাকিবের শাস্তি হয়েছে । আশা করি সে শুধরে যাবে - ইনশা আল্লাহ ।
180878
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমি আপনার সাথে একমত। মাঠের বাইরে থেকে অনেক কিছুই মনে হয়। কিন্তু একজন খেলোয়াড় শারিরিক ও মানসিক প্রচুর চাপের মুখে থাকে। বিশেষ করে ড্রেসিং রুমে বিশ্রামরত খেলোয়াড়দের এভাবে বিরক্ত করা অনুচিত। আমাদের টেলিভিশন সংশ্লিষ্টরা এর জন্য দায়ি। অনেক সময় দেখা যায় তথাকথিত টিভি সাংবাদিক রা কারো উপর আছড়ে পড়ে অশালিন ভাষায় প্রশ্ন করছেন। এটিও এই ধরনের বাড়াবাড়ি।
198905
২৭ মার্চ ২০১৪ রাত ০৮:০১
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আপনার সাথে একমত
240581
০১ জুলাই ২০১৪ দুপুর ০৩:২৮

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File