আমরা বাঙালিরা আসলে গুনির কদর করতে জানি না
লিখেছেন লিখেছেন ওবায়েদ উল্লাহ সোহেল ২২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৩৮:১৪ বিকাল
ড্রেসিং রুমে কে কিভাবে বসবে,কি গায়ে দিবে সেটা একান্তই
প্লেয়ারের নিজস্ব ব্যাপার।কারন তারাও
আমাদের মত মানুষ,রোবট না।একটা প্লেয়ার
অনাকাংখিত ভাবে আউট হলে এমনিতেই মুড
অফ থাকে। ক্যামেরাম্যানে বারবার
ড্রেসিং রুমের দিকে ক্যামেরা ঘুরানোর
দরকারটা কী? তিন-তিনবার সাকিবের
তোয়ালে গায়ে দেয়া অবস্থায়
বসে থাকাটা জায়ান্ট
স্ক্রিনে শো করেছিলো ক্যামেরাম্যান।এ
টার কারনেই বিরূপ
প্রতিক্রিয়া করেছিলো সাকিব।
আমি এতে তার কোনো দোষ দেখছিনা।
আমরা বাঙালিরা আসলে গুনির কদর
করতে জানি না।কেউ একজন পপুলার
হলে আমরা তার পিছনে লেগে যাই।এই
কারনেই আমাদের জাতির এই দুরাবস্থা।
বিষয়: বিবিধ
১১৮২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন