“ক্রিকেটপ্রেমী আমরা তিনজন”
লিখেছেন লিখেছেন শারমিন হক ০৭ মার্চ, ২০১৪, ১২:৪২:৫০ দুপুর
আমি মেহেরিন এবং রিফাত তিনজনই ক্রিকেট খেলা দেখতে খুব পছন্দকরি।আমি অবশ্য খেলা ততটা ভাল বুঝি না বাট মেহেরিন আছে বলে ওর সাথে সাথে সায় দেই।সময়টা ২০০৬ খেলা হচ্ছে।রিফাত সাপোর্ট করে পাকিস্তানকে ;মেহেরিন ইন্ডিয়াকে আমি তেমন একটা বুঝি না।যেহেতু মেহেরিন ইন্ডিয়ার সাপোর্টার আমিও ওর সাথে তাই হয়ে গেলাম।কিন্তু মনে মনে কেন যেন পাকিস্তানকে ভালো লাগত।কিন্তু ,বিষয়টা ওদেরকেত বুঝতে দেই নি
যাক ২০০৭ এর বিশ্বকাপে খেলা বুঝতে শিখলাম।তখন থেকে পছন্দনীয় দলের মধ্যে ১ নম্বর বাংলাদেশ,২ পাকিস্তান,৩ সাউথ আফ্রিকা।এমন একটা অবস্থা হল আমি ভারতকে একেবারেই সহ্য করতে পারতাম না।
আমার সেজ বোন ভারতপ্রেমী।ওর সাথে একবার খুব রাগারাগি হয় একপর্যায় আমি ওকে অনেক মেরেছিলাম।বড় ভাইয়া দু’জনকে শান্ত করল।
মেহেরিনের পরিবার বি এন পির সাপোর্টার অন্যথায় রিফাতের পরিবার অন্ধ আওয়ামিপ্রেমী বলা যায়।দেখতাম প্রায়ই রিফাতের সাথে মেহেরিনের খেলা নিয়ে ঝগড়া বাজত।আমিও তখন মেহেরিনের হয়ে কথা বলতাম।এক্ষেত্রে দেখা যায় রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে তাঁদের ক্রিকেট পছন্দ করার কোন সংযোগ নেই।আমার পছন্দ করা অনেকটা মুসলিম হিসেবে কেন যেন বারবার চলে আসে।
পাকিস্তান ১৯৭১ এ আমাদের বাংলাদেশকে যথেষ্ট শোষণ করছে বাট এতে ক্রিকেটারদের কোন হাত নেই।তাছাড়া আমার মতে,পাকিস্তান বাংলাদেশের ক্রিকেট দলকে অনেক সম্মান করে।কিছুদিন আগে ভারত যখন আমাদের বাংলাদেশের টেস্ট ক্রিকেট কেড়ে নিল তখন পাকিস্তান এর বিরোধিতা করেছে।পাকিস্তান বাংলাদেশের স্বাধীনতা দিতে চায় নি ;ভারত বাংলাদেশকে স্বাধীনতা অর্জনে সাহায্য করেছে বটে,কিন্তু,বন্ধুবেশী ভারত পাকিস্তানের থেকে বাংলাদেশকে অধিকমাত্রায় শোষণ করে যাচ্ছে।
বিষয়: বিবিধ
১০১২ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন