এই প্রথম নিজের কম্পিউটারে এবং নিজ ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করছি।

লিখেছেন লিখেছেন আহমদ মুসা ৩০ জানুয়ারি, ২০১৪, ১২:৫০:২৪ রাত

আসসলামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ

কেমন আছেন আপনারা? ভাল আছেন তো সবাই?

আমি একটি কম্পিউটার কিনলাম। আজ রাত বারটার পরে অনেক্ষণ চেষ্টার পর ইন্টারনেট সংযোগ সচল করতে পেরেছি। ইনশায়াল্লাহ আজ থেকে রাত্রেও অনলাইনে কিছূ না কিছু পড়াশুণা এবং টুকটাক লেখালেখি করার আশা করছি।

আজকের প্রথম লেখা হিসেবে নতুন কোন বিষয়ে কিছু লেখার আগ্রহ থাকলেও রাত অনেক গভীর হয়েছে এবং কালকে যথা সময়ে কর্মস্থলে উপস্থিত থাকার আশায় বেশিক্ষণ রাত জেগে থাকা ঠিক হবে না ভাবছি। এছাড়া কম্পিউটারের কী বোর্ডের কয়েকটি কী ভালভাবে রেসপন্স করছে না। তবে অন্যন্যা পার্টসগুলো মোটামোটি ভালই মনে হচ্ছে।

বাংলায় আমি বিজয় ফরমেটে টাইপ করতে অভ্যস্থ। কিন্তু এই কম্পিউটারে বিজয়ের ইউনিকোড সাপোর্টেবল ভার্ষণ ইন্স্টল করা নেই। তাই টাইপ করতে কিছুটা অস্থায়ী ঝামেলা অনুভব করছি।

ঘরে কম্পিউটার আনার পর থেকে আমার মেয়েগুলো দারুণ আনন্দিত। সারাদিন কম্পিউটার চালানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছে কখন আমি অফিস থেকে ফিরছি। কিন্তু আমি অফিস থেকে বাড়ীতে ফিরতে রাত নয়টা বেজে যায়। এরিমধ্যে আমার মেয়েরা ঘুমিয়ে পড়েছে। হয়তো কাল সকালেও কম্পিউটার চালানোর সুযোগ পাবে না। কারণ সকালে মাদ্রাসায় যাওয়ার তাগেদা এবং সময় সল্পতা প্রধান কারণ। ইনশায়াল্লাহ আগামী কাল সন্ধ্যার পূর্বেই বাড়ীতে ফেরার ইচ্ছা করছি।

তখন পরিবারের সবাইকে নিয়ে কম্পিউটার চালাবো। আমার আম্মাজান বিভিন্ন আলেম ওলামা ও ইসলামী ব্যক্তিত্বদের ওয়াজ নসীহত শুনতে আগ্রহী। দেখা যাক আম্মার সেই আগ্রহটাও পূরণ করা যায় কিনা।

বিষয়: বিবিধ

১৬৮৩ বার পঠিত, ৬৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

169957
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০১:০৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার আম্মার আশা পূরণ হুক দুয়া করি
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:০৪
123863
আহমদ মুসা লিখেছেন : দোয়া করবেন কম্পিউটারটি যেন ভাল কাজে ব্যবহার করতে পারি। পাপের কাজে নয়, বরং পূন্যের কাজে ব্যবহার করার দাওফীক যেন দেয় মহান আল্লাহ তায়ালা।
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৫
124017
প্রিন্সিপাল লিখেছেন : আমীন
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৬
124018
প্রিন্সিপাল লিখেছেন : আমীন।
আল্লাহ তায়ালা সেই তাওফীক দান করুন।
170045
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:০৫
আফরোজা হাসান লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামীন আপনাদের সবার উত্তম ইচ্ছাগুলো কবুল করে নিন। আমীন।
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৩৫
123851
আওণ রাহ'বার লিখেছেন : আমিন
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:০৭
123864
আহমদ মুসা লিখেছেন : দোয়া করবেন কম্পিউটারটি যেন ভাল কাজে ব্যবহার করতে পারি। এই যন্ত্রটি যেন হয় আমাদের জ্ঞান আহরণের উৎস। পাপের কাজে নয়, বরং পূন্যের কাজে ব্যবহার করার দাওফীক যেন দেয় মহান আল্লাহ তায়ালা।
170050
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:১১
ভিশু লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম!
মহান আল্লাহ আপনাদের আমাদের নেক বাসনাগুলো পূরণ করুন! আমীন!!
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৩৫
123852
আওণ রাহ'বার লিখেছেন : আমিন
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:০৮
123865
আহমদ মুসা লিখেছেন : দোয়া করবেন কম্পিউটারটি যেন ভাল কাজে ব্যবহার করতে পারি। এই যন্ত্রটি যেন হয় আমাদের জ্ঞান আহরণের উৎস। পাপের কাজে নয়, বরং পূন্যের কাজে ব্যবহার করার দাওফীক যেন দেয় মহান আল্লাহ তায়ালা।
170080
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আলহামদুলিল্লাহ।
কোথা থেকে কিনলেন? ভাবি নিশ্চই খুব খুশি হয়েছেন কারন এখন থেকে তারাতারি বাড়ি ফিরবেন। নেট কানেকশন সমস্যা কেন? নতুন কি-বোর্ড এর কি গুলি অনেক সময় একটু শক্ত থাকে। তবে প্রত্যোকটা তি ২০-২৫ বার চাপার পরও যদি সহজ না হয় তা হলে সমস্যা থাকতে পারে।
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:০২
123862
আহমদ মুসা লিখেছেন : আপনি ভূলে গেলেন নাকি? এই তো সেদিন না একটা ছোট ব্লগে এ নিয়ে লিখেছিলাম। আপনিও তো সেখানে কমেন্ট করেছিলেন। পুরাতন কম্পিউটার আর নতুন বৌ নিয়ে কি যেন বলেছিলেন। সেই কম্পিউটারটিই খরিদ করেছি। তবে দীর্ঘদিন ধরে কী কোর্ডটি অযত্নে অবহেলায় নষ্টই বলা যায়। অনেক কী ভালভাবে ফাংশন করছে না। মনে হয় প্রিন্টারটাও নষ্ট হতে পারে। অবশ্য এখনো চেক করার সুযোগ হয়নি। কারণ ওখানে কার্টিজ নেই।
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৮
124118
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কি বোর্ড চেঞ্জ করাই ভাল হবে। পুরান কম্পিউটারে কিন্তু ঝামেলা বেশিই থাকবে।
170094
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৪:৩০
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনার নেক আসাগুলো পুরন হোক। আমীন।
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:০৯
123866
আহমদ মুসা লিখেছেন : আপনার দোয়ায় আমিও সহমত পোষণ করছি। দোয়া করবেন কম্পিউটারটি যেন ভাল কাজে ব্যবহার করতে পারি। এই যন্ত্রটি যেন হয় আমাদের জ্ঞান আহরণের উৎস। পাপের কাজে নয়, বরং পূন্যের কাজে ব্যবহার করার দাওফীক যেন দেয় মহান আল্লাহ তায়ালা।
170099
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:২৮
জবলুল হক লিখেছেন : আল্লাহ রাব্বুল আলামীন আপনাদের সবার উত্তম ইচ্ছাগুলো কবুল করে নিন। আমীন।
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৩৬
123853
আওণ রাহ'বার লিখেছেন : আমিন
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:১০
123867
আহমদ মুসা লিখেছেন : দোয়া করবেন কম্পিউটারটি যেন ভাল কাজে ব্যবহার করতে পারি। পাপের কাজে নয়, বরং পূন্যের কাজে ব্যবহার করার দাওফীক যেন দেয় মহান আল্লাহ তায়ালা।
170113
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:২৭
রেহনুমা বিনত আনিস লিখেছেন : অভিনন্দন আপনাকে! Thumbs Up Thumbs Up Thumbs Up
এই যন্ত্রটিকে ঘিরে বাসার সবার আশা আকাংক্ষা পূরণ হোক, এটি দীর্ঘকাল সবাইকে সার্ভিস দিক। Praying Praying Praying
শুভেচ্ছা রইল Rose Rose Rose
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:১৫
123869
আহমদ মুসা লিখেছেন : মাশায়াল্লাহ! অনেকদিন পর মেডামকে পাওয়া গেল আমার ব্লগ পাতায়। আমিও চাই এটি দীর্ঘকাল সার্ভিস দিয়ে আমার প্রয়োজনীয় চাহিদা মিটাতে সক্ষম থাকুক।
দোয়া করবেন কম্পিউটারটি যেন ভাল কাজে ব্যবহার করতে পারি। পাপের কাজে নয়, বরং পূন্যের কাজে ব্যবহার করার দাওফীক যেন দেয় মহান আল্লাহ তায়ালা।
শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি ব্লগ লিখেছিলাম। সম্ভব হলে আমার সেই ব্লগ পাতায় একবার ঘুরে আসার আমন্ত্রণ রইল মেডামের প্রতি।
170118
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৪০
ফাতিমা মারিয়াম লিখেছেন : ওয়াআলাইকুম আসসালাম। মহান আল্লাহ আপনাদের শখ পূরন করে দিয়েছেন। মহান প্রভুর প্রতি শুকরিয়া Praying Praying Praying
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:২৮
123873
আহমদ মুসা লিখেছেন : সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া তো অবশ্যই। আমি কম্পিউটার নিয়েছি শখ পূরণ করার জন্য নয়। যুগের বাস্তবতায় একান্ত প্রয়োজন মিটানোর জন্যই কম্পিউটার কেনা। আমার মনে হয় প্রত্যেক শখ পূরণ করাও উচিত না। কারণ শখের সাথে আবেগ জড়িত থাকে। কোন বিষয়ে বিবেগের চেয়ে আবেগ প্রাধান্য পেলে তখন বুঝাই মুশকিল হয়ে যায় আসলে আমি যা কিছু করছি তা বাস্তবতার নিরিখে কতটুকু সঠিক বা গ্রহণযোগ্য?
আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য। দোয়া করবেন কম্পিউটারটি যেন ভাল কাজে ব্যবহার করতে পারি। পাপের কাজে নয়, বরং পূন্যের কাজে ব্যবহার করার দাওফীক যেন দেয় মহান আল্লাহ তায়ালা।
170121
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৪৯
শেখের পোলা লিখেছেন : আপনার আশা পূরণ হোক৷
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৩২
123875
আহমদ মুসা লিখেছেন : আপনার আশায় আমিও আশাহ্নিত হচ্ছি। দোয়া করবেন আমার এই যন্ত্রটি যেন ভাল কাজে ব্যবহার করা নিশ্চিত করতে পারি।পাপের কাজে নয়, বরং পূন্যের কাজে ব্যবহার করার দাওফীক যেন দেয় মহান আল্লাহ তায়ালা।
১০
170125
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:০৩
ইশতিয়াক আহমেদ লিখেছেন : অভিনন্দন আপনাকে।
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৪৯
123887
আহমদ মুসা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। দোয়া করবেন কম্পিউটারটি যেন ভাল কাজে ব্যবহার করতে পারি। পাপের কাজে নয়, বরং পূন্যের কাজে ব্যবহার করার দাওফীক যেন দেয় মহান আল্লাহ তায়ালা।
১১
170129
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:১৫
আওণ রাহ'বার লিখেছেন : শুনে বেশ ভালো লাগ্লো ভাই। Good Luck Good Luck Good Luck Happy Good Luck Happy
আমারটা নষ্ট হয়ে গেছে Sad Crying Sad Crying
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৩৭
123877
আহমদ মুসা লিখেছেন : আপনারকে অনেক অনেক ধন্যবাদ। নিজের ব্যবহারের জিনিস নষ্ট হওয়াটা খুবই বেদনার বিষয়। বর্তমান গ্লোবালাইজেশনের এই যুগে একজন সচেতন মানুষের পক্ষে তথ্যপ্রযুক্তির আওতার বাইরে থাকাও উচিত মনে হয় না।
আপনার পিসি নষ্ট! তাহলে এখন নিশ্চয়ই লেপ্টপ ব্যবহার করছেন?
১২
170147
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:২৫
ইমরান ভাই লিখেছেন : ভাইরে কি যে একটা জিনিস ঘড়ে ঢুকালেন তা পরে বুঝবেন। আমি এর উপকার অস্বীকার করছি না। তবে পরিবারের উপর এর প্রভাব পরবে।

যেমান, সকালে উঠে আপনি যাবেন অফিসে সকাল ধরলাম ৮ টা থেকে আপনার অফিস। আপনি বললেন আপনার বাসায় ফিরতে সময় হয় রাত ৯ টা। এর অর্থ ১৩ ঘন্টা অফিস। আর বাকী ১১ ঘন্টা। রাত ৯ টায় বাসায় গিয়ে নিজের কিছু কাজ, খাবার খাওয়া, সবার সাথে কথাবলা,তার পরে ঘুমানো সব মিলিয়ে পাবেন সর্বচ্চ ৩ ঘন্টা।
এখন কম্পিউটারকে সময় দিবেন যখন তখন আপনার পরিবার আপনার থেকে যে সময় পাওয়ার হকদার তার কিছুটা ঘাটতি হবে।
(যেমনটা আমারো হয়)

অবশ্যই এর উপকারও আছে। তবে একটু সাবধান থাকবেন।
আপনার জন্য শুভকামনা।
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৩৭
123854
আওণ রাহ'বার লিখেছেন : মিয়া আপনার কোন কাম নাই।
আসতে না আসতেই ভয় দেখাচ্ছেন ২টা দিন যাক নারে ভাই।
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৪৮
123884
আহমদ মুসা লিখেছেন : আপনার অবজার্ভেশনটা ও মূল্যায়নটা আমিও বুঝার চেষ্টা করছি। আগে অফিস আওয়ারের পরেও ঘন্টার পর ঘন্টা অফিসে বসে থাকতাম ইন্টারনেট নিয়ে। এখন হয়তো পরিবারের সবাইকে নিয়েই কিছুটা সময় কম্পিউটার এবং অন্যন্যা পারিবারিক ব্যাপারে শেয়ার করতে পারবো।
আপনার পরামর্শ অবশ্যই আমি মনে রাখবো। দোয়া করবেন কম্পিউটারটি যেন ভাল কাজে ব্যবহার করতে পারি। পাপের কাজে নয়, বরং পূন্যের কাজে ব্যবহার করার দাওফীক যেন দেয় মহান আল্লাহ তায়ালা।
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২১
124086
ইমরান ভাই লিখেছেন : রাহবার,
ভাই..
প্রথমত: তুমি যদি দেখো আমার লেখার শেষে তাহলে দেখবে আমি লিখেছি "আপনার জন্য শুভকামনা"

দ্বীতিয়ত: আমি যে সমস্যার কথা বলেছি তা বোঝার বা অনুধাবন করার মত সময় তোমার এখন আসে নাই। ইনশাআল্লাহ একদিন আসবে তখন নিশ্চই আমার কথা স্বরন পরবে আশাকরি।

তৃতিয়ত: তুমি লিখেছ "মিয়া আপনার কোন কাম নাই" এরখম ভাষা ব্যাবহারের দারা স্বভাবত বোঝা যায় তুমি আমার উপর রেগে আছো। আমার নাম ধরে ডাকলেই খুশি হবো।
আর আমি ইলিয়াসি তাবলীগ জামাতের বিভিন্ন বিষয় নিয়ে লিখি সেই জন্য যাদি তোমার রাগ থাকে তাহলে আমার কিছু করার নাই।
তবে মুসলিম ভাই হিসেবে রাগ থাকলে আমি আমার অজানা ভুলের জন্য তোমার কাছে ভুল শিকার করছি।
আমি তোমাকে মুসলিম ভাই হিসেবে পছন্দ করি/ভালোবাসি। আমি তোমাকে কেন, তাবলীগ জামাতের কাউকে ঘৃনা করি না। তবে তাদের যে সকল কাজ কোরআন ও সুন্নার বহিভূত সেই কাজের বিরধীতা করি।

আশাকরি আমার ভিউ তোমার কাছে স্পস্ট।

আমি মানুষ ভুল করতেই পারি। কোরাআন ও সহিহ হাদিস দিয়ে ভুল ধরিয়ে দিলে অবশ্যই তা গ্রহন করবো।


আল্লাহ তোমার মঙ্গল করুন। আমিন।
৩১ জানুয়ারি ২০১৪ রাত ১০:৪৬
124846
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ওগো আমার প্রিয় ইমরান দাদা Tongue Love Struck
১/ আমি যে মাঝে মাঝে তুমাকে "দাদা" ডাকি, তা কি তুমি মাইন্ড করো?

২/ তোমার (রাহ'বার এর উদ্দেশ্যে করা)প্রতিমন্তব্য দেখে মনে হচ্ছে তুমি নিজেই রেগে আছো আমার কাজিনের উপর।

৩/ নাকি আমিও রেগে আছি তোমাদের দু'জনের উপ্রে At Wits' End At Wits' End এরকম সবার সামনে বক বক করতেছো যে এজন্য?

৪/ আসলে আমি কিছ্ছুই বুঝতেছি না তোমরা এসব কী শুরু করছো, ঝগড়া তগড়া Don't Tell Anyone
০২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩১
125749
ইমরান ভাই লিখেছেন : হারি, তোমার উত্তর

১. না Big Grin
২. না Big Grin
৩. হ্যা Big Grin
৪. না Big Grin

মুসলিম সবাই ভাই ভাই,
ইখতিলাফ থাকবে তাই,
কোরআন সহিহ হাদিস মেনে ভাই,
মতো পার্থক্য ভুলে যাই।
Big GrinBig GrinBig GrinBig GrinBig GrinBig Grin
নোরাগ নোমনখারাপ জাস্ট
Big GrinBig GrinBig GrinBig GrinBig GrinBig Grin
১৩
170151
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৪৫
বিদ্যালো১ লিখেছেন : Shuvo kamona roilo . . .
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৪৯
123886
আহমদ মুসা লিখেছেন : দোয়া করবেন কম্পিউটারটি যেন ভাল কাজে ব্যবহার করতে পারি। পাপের কাজে নয়, বরং পূন্যের কাজে ব্যবহার করার দাওফীক যেন দেয় মহান আল্লাহ তায়ালা।
১৪
170166
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৩২
অজানা পথিক লিখেছেন : ওয়ালাইকুম সালাম
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৫১
123889
আহমদ মুসা লিখেছেন : ওরাহমাতুল্লাহী ওবারকাতুহু ওয়ামাগফিরাতুহু।
১৫
170172
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৪২
জাগো মানুস জাগো লিখেছেন : congrats..brother which internet service provider you use ? which is cheap but good service ?
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৫৭
123894
আহমদ মুসা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ। আপাততে আমার একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার কাজিনের দীর্ঘদিন ধরে অব্যবহৃত সিটিসেল আল্ট্রা জুম মডেম ব্যবহার করছি। না তেমন সমস্যা ছিল না। আসলে আমি মডেমটিতে পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্স করার অনেক্ষণ পরেও মডেমের সিমটিতে টাকা প্রাপ্তি স্বীকার মেসেজ না আসার কারণেই একটিভেট করতে দেরী হয়েছিল।
১৬
170180
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৪৯
আব্দুল গাফফার লিখেছেন : খুশির খবর , জেনে ভাল লাগলো Good Luck
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৫৮
123899
আহমদ মুসা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ। আসলেই আমি নিজে যতটুকু না খুশি হয়েছি তার চেয়েও হাজার গুন বেশী খুশী হয়েছে আমার মেয়েগুলো।
১৭
170190
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৫৮
দ্য স্লেভ লিখেছেন : usa ashar age akta deshtom r 2ta laptop friend der diye slam. apnar ato joruri janle dewar moto aro silo... tobe jontro jemon jibon k sohoj korese,jotil o korese niyontron hin howar karone. password set koren. noile apnar bachchara beshi beshi game khele somoy nosto korbe.
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১১:০৫
123909
আহমদ মুসা লিখেছেন : এই মুহুর্তে আপনার কাছ থেকে আমার নেয়ার মত একটি জিনিসই আছে। বলতে পারেন সেটি অধিকার হিসেবে দাবী করতে পারি। বলেন তো দেখি সেই জিনিসটি কি?
একজন মু’মিন আরেকজন মু’মিনের কাছ থেকে উত্তম দোয়াই প্রত্যাশা করে। আমি শুধু প্রত্যাশা নয় বরং তা দাবীই করছি আপনার কাছ থেকে।
আর হ্যাঁ আপনার পরামর্শ অবশ্যই আমি খেয়াল রাখবো।
৩০ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৮
124461
দ্য স্লেভ লিখেছেন : ইয়া আল্লাহ আপনি এই বান্দাকে আপনার পথে থাকার তাওফিক দান করুন ! তার পরিবার পরিজনের উপর রহমত বর্ষণ করুন ! তাকে সুস্থ্য রাখুন ! জালিম শাসকের রোষানল থেকে হেফাজত করুন ! পৃথিবীর সকল কল্যান দান করুন এবং তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন !আমিন !!!
১৮
170193
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১১:০৪
মোহাম্মদ লোকমান লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামীন আপনাদের সবার উত্তম ইচ্ছাগুলো পূর্ণ করে দিন।

আপনার আনন্দের সাথে আমিও আনন্দিত।

আগামী কয়েক দিনেরে মধ্যে দেশে আসছি, দেখা হবে ইনশা আল্লাহ।
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১১:১১
123915
আহমদ মুসা লিখেছেন : শুকরান যাযাকাল্লাহু খাইরান। আপনার দোয়া যেন মহান আল্লাহ তায়ালা কবুল করেন। জি, সেদিন বাহার ভাইয়ের মূখে শুনেছিলাম আপনি দেশে আসছেন খুব শীঘ্রই। আপনার দেশে আসার পথ যেন সহজ এবং নিরাপদ করে দেন মহান আল্লাহর কাছে সেই দোয়াই করছি।
১৯
170204
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১১:২৩
আবু আশফাক লিখেছেন : আপনার সাথে সাথে আল্লাহ অন্যান্যদেরও আশাগুলো পূর্ণ করে দিন। আমিন
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৫
123927
আহমদ মুসা লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার দোয়ায় আমিও আর্জি পেশ করছি আল্লাহর কাছে।
২০
170212
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৩৩
জাগো মানুস জাগো লিখেছেন : thanks brother....i try to use my laptop in home with the warid or banglalink nokia pc suit mobile but service is too poor but i paid 345 tk per month.
Can you pls suggest with the same amount which service is best.
jazakallah.
৩০ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৪
123926
আহমদ মুসা লিখেছেন : সম্ভবত যারা মোবাইলকে মডেম হিসেবে ব্যবহার করে তাদের ক্ষেত্রে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে সফটওয়ারের কোন বাগ থাকতে পারে। আমি অবশ্য এ ব্যাপারে শিউর নই। আপনি সম্ভব হলে ৩জি সিম ব্যবহার করে দেখতে পারেন। এয়ারটেল সিম মোবাইলে ব্যবহার করে ভাল স্পীট পাওয়ার অভিজ্ঞা পেয়েছি আমি। গতকাল প্রথমদিন হিসেবে তো বেশ ভালই স্পীট এনজয় করেছি। সম্ভব হলে আপনিও একবার ট্রাই করে দেখতে পারেন সিটিসেল আল্ট্রা জুম ব্যবহার করে।
২১
170236
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১৩
সিকদারর লিখেছেন : ঘরে নতুন অতিথি এসেছে মিষ্টি খাওয়াবেন কবে ? নতুন অতিথি নাম কি ?
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:২১
123965
আহমদ মুসা লিখেছেন : পুরাতন কম্পিউটার খরিদ করেছি। অবশ্য আমার ও আমাদের পরিবারের জন্য এটি নতুন বা পুরাতন কোন বিবেচ্য বিষয় নয়। কোন রকমে একটি কম্পিউটার কিনতে পেরেছে এটাই কম কিসে? ঠিক আছে আপনাকে মিষ্টি খাওয়ার দাওয়াত রইল। কখন আসবেন বলেন?
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:২৭
123974
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আরে মিয়া আপনের না ডায়াবেটিস! ফ্রি পাইলে দেখি বাঙ্গালী চুনাকেও দৈ মনে করে খেয়ে ফেলবে!!! যত সব গ্যাঞ্জাম আর কি।
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৪
123999
সিকদারর লিখেছেন : আল্লাহ অশেষ রহমতে আমার ডায়বেটিস নাই । তবুও খাওয়া দাওয়া একটু হিসাব করে খাই । তবে মিষ্টি পাইলে চরিত্রটা একটু .....।Happy Happy Happy
২২
170242
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১৭
হতভাগা লিখেছেন : Laptop এর জামানায় Desktop !

পিএইচডি করার পর আবার অনার্সে ঢোকা
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:২৯
123976
আহমদ মুসা লিখেছেন : ফ্রি তো আর কোথাও পাওয়া গেল না।
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫০
124010
হতভাগা লিখেছেন : বাঙ্গালী .........
৩১ জানুয়ারি ২০১৪ রাত ১১:২৮
124856
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor আহমদ মুসা লিখেছেন : ফ্রি তো আর কোথাও পাওয়া গেল না।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৩
126150
আহমদ মুসা লিখেছেন : বাঙ্গালী বলেই তো আমরা এতো কাঙ্গাল.....
২৩
170271
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:০১
ইসতিয়াক লিখেছেন : আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। আমীন
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৭
124077
আহমদ মুসা লিখেছেন : আপনাকে ধন্যবাদ পড়ে মন্তব্যে করার। দোয়া করবেন কম্পিউটারটা যেন ভাল কাজে ব্যবহার করতে পারি। মন্দ কাজ যেন আমার কম্পিউটার দিয়ে কখনো কেউ করতে না পারে।
২৪
171084
৩১ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩১
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : তাহলে এটা এক পয়সাও খরচ না করেই অর্জন করলেন? পিলাচ পিলাচ আপনারে আর ডেস্কটপরে Big Grin
০৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩২
126149
আহমদ মুসা লিখেছেন : ভাই মোটেও না। নগদ দশ হাজার টাকা বিক্রেতার পকেটে ভরে দেয়ার পরই কম্পিউটারটি আমাকে হস্তান্তর করেছে। দশ হাজার টাকা তো দিলাম বিক্রেতাকে। আরো এক হাজার টাকার মত বার্তি খরচ হলো স্পিকার, কী কোর্ড কিনতে গিয়ে।
২৫
185755
০২ মার্চ ২০১৪ রাত ১০:৫৭
হাসান৫৩ লিখেছেন : মুসা ভাইয়ের প্রোফাইল পিকচার কি আপনার ছেলের?
০২ মার্চ ২০১৪ রাত ১১:২২
137613
আহমদ মুসা লিখেছেন : না, ওটা আমার বড় মেয়ের বয়স যখন দু'বছর তখনকার ছবি।
বিস্তারিত জানতে আগ্রহ থাকলে নিচের ব্লগ দুটিতে ঘুরে আসার আমন্ত্রণ রইল।

আমার তৃতীয় মেয়ে

এখানে প্রথম ও দ্বিতীয় মেয়ের কথা লিখা আছে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগ পাতায় আগমনের জন্য।
২৬
185770
০২ মার্চ ২০১৪ রাত ১১:২৯
হাসান৫৩ লিখেছেন : ধন্যবাদ
০২ মার্চ ২০১৪ রাত ১১:৪৮
137631
আহমদ মুসা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File