নারী দীবস এবং শিয়ালের কোলাকুলি
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১০ মার্চ, ২০১৪, ০৬:৪৩:৩৫ সকাল
নারী দিবস উপলক্ষে এক শাইখকে কিছু বলতে বলা হোলে, তিনি বললেন, দিবস কেমনে নারী হয়? দিবস হচ্ছে সময় গণনার একটি মেথড। তুমি এখানে বসে বকবক না করে বরং ডাক্তারের কাছে গিয়ে মাথার একটা এক্স রে করে আন।
না না শাইখ আপনি ভুল বুঝেছেন, দিবসটা নারী নয়, আমরা যেমন বেশি বেশি ভালবাসার জন্য ভালবাসা দিবস, সারাবছর হিন্দি/ইংলিশ বলে কেউ যেন বাংলা না ভুলে যায় সে জন্য ভাষা দিবস পালন করি, সেভাবে নারী দিবসও আবিষ্কার করে হয়েছে।
কেন? নারী হবার জন্য কি দিবস লাগে?সারা বছর তারা কি অন্য কিছু থাকে? এই দিনে তারা একদিনের জন্য নারী হয়ে যায়। অবাক ঘটনা! ক্যামনে কি?
না শাইখ আপনি আবার ভুল বুঝেছেন। ঘটনা হচ্ছে, এই যে নারীর প্রতি বৈষম্য, অত্যাচার, নিপিড়ন ইত্যাদি হয়না, তাই পশ্চিমা নারীবাদীরা এই দিবস বানাইসে।
ও আচ্ছা? তো কবে থেকে শুরু করেছ এই দিবস পালন?
এই তো শাইখ, একশ বছরের মত।
তো কি ফলাফল আসছে গত একশ বছরে।
আগে ইউরোপে আমেরিকায় মাসে একটা নির্যাতন হইত এখন সেকেন্ডে একশটা হয়। আগে ডিভোর্সের সংখ্যা ছিল নগ্যন্য, এখনা ৬০% উপর বিয়ে ডিভোর্স হয়। পশ্চিমে ৮০% সন্তান পিতার পরিচয় জানেনা।
ও, এই জিনিশ এখন আমাদের মুসলিম দেশগুলোতেও প্রয়জন তাইনা।
জি শাইখ ঠিকি ধরেছেন।
তাহলে আচ্ছা, এই লও নারী দিবসের বানিঃ
এক শিয়াল একবার মুরগির খাঁচার সামনে এসে বললো, প্রাণি জগতে এখন সমতা কায়েম হয়ে গেছে। সব জীবজন্তু সমান, সবাই এখন থেকে সম-অধিকার ভোগ করবে। এই আনন্দঘন মুহূর্তে সে সকল মুরগিকে আহবান জানালো খাঁচার বাইরে আসতে। তারা কোলাকুলি করবে, হাত মিলাবে। আনন্দ ফুর্তি হবে।
বোকা মুরগিরা তো খুশির ঠেলায় দৌড়ে বের হয়ে যায়, কিন্তু এক চালাক মুরগি বলল, এই খুশির খবরতো সবার আগে আমাদের প্রহরী কুকুরদের জানান দরকার। বেচারা এতদিন ধরে আমাদের দেখভাল করছে।
এই কথা শুনে শিয়াল রেগেমেগে বলে, কুকুর একটা জীব হইল নাকি? আর তোমরা যদি তাকে জীব হিসেবে গণ্য কর, তাহলে তোমরাও গুনতির বাইরে। তোমরা মৌলবাদী,যাও কোলাকুলি করবোনা। বোকার দল। আমি গেলাম।
-----
মুসলিমদের একটি আদর্শিক রাষ্ট্র থাকলে এবং শক্তিশালী আর্মী থাকলে শিয়াল-কুকুর এবং এদের পরিচালকরা সোজা হয়ে থাকত। দীবস পয়দা না করে লাইনে আসত।
বিষয়: বিবিধ
১৩৩০ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আগে ইউরোপে আমেরিকায় মাসে একটা নির্যাতন হইত এখন সেকেন্ডে একশটা হয়। আগে ডিভোর্সের সংখ্যা ছিল নগ্যন্য, এখনা ৬০% উপর বিয়ে ডিভোর্স হয়। পশ্চিমে ৮০% সন্তান পিতার পরিচয় জানেনা।
http://www.amardeshonline.com/pages/details/2014/03/09/238053
আর এ নিয়ে সামুর আহাজারি
http://www.somewhereinblog.net/blog/dmr/29931231
https://www.facebook.com/bdcbf/posts/606422276111505
null
https://www.facebook.com/bdcbf/posts/606422276111505
নারী দিবস আর নারী স্বাধিনতা জর্জ অরওয়েল এর "এনিম্যাল ফার্ম" এর কাহিনির মত। যার ফলাফল ঘরের রানী হওয়ার বদলে নারীরা হয় পুরুষ জাতির দাসি।
মন্তব্য করতে লগইন করুন