শৈশবের সেই স্মৃতি
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২৪ মার্চ, ২০১৫, ০২:০৯:১০ দুপুর
শৈশবের সেই স্মৃতি
মনের দরজায় আজও দেয় উঁকি।
সকালে মক্তবে যাওয়া
হারিয়ে গেছে রীতি।
নারকেলের পাতাদিয়ে বানাতাম চশমা
কত না সুন্দর ছিল হৃদয়ের পাতা।
বরষায় গাছেচড়ে ফাড়া হতো জাম
সবাইকে নিয়ে করিতাম সাবাড়।
দুষ্টুমি আর মারামারি
সারাক্ষণ করতাম।
খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে
ফুটবল আর কাবাডি খেলতাম।
আজ সব হল স্মৃতি
শৈশব হল ইতি।
বিষয়: বিবিধ
১৩৯৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পুড়ে গেছে গালটা
গোলাপের মোত শুভাশ
কবির সাথে থেকেই কেন?
হবেন ছন্দের ঝাজ!
সবই আছে ঠিকঠাক আগের মতই শুধু আপনার বয়সটাই বেড়ে গিয়েছে । গ্রামে যেয়ে দেখেন সেই বয়সের ছেলে মেয়েগুলো এখনো এগুলো করছে । আমার ধারনা ।
পরে বাহিরে বাহিরে থাকতে হচ্ছে।
ভালো থাকবেন সবসময়।
অসং্খ ধন্যবাদ।
বাকপ্রবাস লিখেছেন :
ছন্দের তালটা
পুড়ে গেছে গালটা
আপনার শৈশবের কিছুটা জানলাম, অনেক ধন্যবাদ।
গোলাপফুলের নিছের মাটি হয় যদি
গোলাপের মোত শুভাশ
কবির সাথে থেকেই কেন?
হবেন ছন্দের ঝাজ!
ভালো থাকবেন ভালো লাগায়।
আমরা একটু মজা করি.....
আর লেখাটির প্রতি আপনার দৃষ্টি দেয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
http://www.todaybd.net/blog/blogdetail/detail/9039/GaziSalauddin1/61442
আপনার কাননা দেখে আমারো কাননা আসছে। <:-P <:-P <:-P <:-P <:-P <:-P <:-P <:-P <:-P <:-P <:-P <:-P <:-P <:-P >- >- >-
এ ধরনের কবিতা আপনি মনে হয় আগেও লিখেছিলেন!শুকরিয়া আপনাকে!
খুজে ফিরি শুধু স্মৃতি।
সব কিছুর এখন ইতি
খুজে ফিরি শুধু স্মৃতি।
>- >-
অসাধারণ লাগলো আপনার শৈশবের স্মৃতি। পড়ে মনে হল অনেক দুষ্টু ছিলেন বুঝি ভাইয়া?
Click this link
মন্তব্য করতে লগইন করুন