দেশি গরুতেই মজেছে কোরবানির হাট,,
লিখেছেন লিখেছেন স্বপ্নের পিরামিড ১৯ আগস্ট, ২০১৮, ০৫:৩৪:৫২ বিকাল
সিদ্দিকুর রহমান আদিল:-
দুয়ারে আসছে ঈদুল আজহা,
হাতে আর মাত্র কয়েক দিন। তাই ছুটির দিনে
প্রতিবারের মত এবার ও ভিড় বেড়েছে
পশু হাটে। শুক্রবার সকাল
থেকেই ক্রেতাদের পদচারণায় গমগম
করছে সিলেট জেলার কানাইঘাট পশুর হাট। ক্রেতা-
বিক্রেতাদের দর কষাকষিতে মুখরিত হয়ে
উঠেছে সিলেটের পূর্বাঞ্চলের সর্ববৃৎ এ হাট।
আগামী ২২ আগস্ট ঈদ ধরে উপজেলাতে
পশুর আমদানি বেড়েছে। সোমবার (১৩
আগস্ট) সকাল থেকে কোরবানির জন্য
গরু-ছাগল কিনতে সাধারণ ক্রেতাদের
পাশাপাশি দেশের বিভিন্ন জেলা
থেকে পাইকাররা ভিড় জমাচ্ছেন এই উপজেলাতে। এদিন
অন্যান্য পশু সরবরাহও বেড়েছে। হাটে
ভারতীয় গরুর চেয়ে দেশি গরু কম
হলেও চাহিদা ও দাম দুটোই বেশ চড়া।
বিক্রেতারা বলছেন, গত তিন বছর থেকে
উপজেলা হাটসহ বিভিন্ন পশুর হাটে
ভারতীয় গরু কম আসছে। ক্রেতাদের
কাছে দেশি গরুর চাহিদা বেড়েছে। শুধু
তাই না, কয়েক বছর ধরে খামারিরা লাভবান
হচ্ছেন। অনেকেই বাড়তি লাভের আশায়
বাড়িতে ছোট আকারের খামার তৈরি করে
ফেলেছেন। কিন্ত হঠাৎ করে গো
খাদ্যের দাম বাড়ায় খামারগুলোতে গরু
পালনের সংখ্যা কিছুটা কমেছে। তাই দেশি
গরুর দাম এবার অন্য বছরের তুলনায় কিছুটা
বেড়েছে।
হাটে
কোরবানির পশুর দামের তারতম্য একই।কানাইঘাট উপজেলা হাটে গিয়ে দেখা গেছে
ছোট সাইজের গরুর (৬০ কেজি মাংস) দাম
৪০ থেকে ৫০ হাজার টাকা। মাঝারি সাইজের
গরুর (৮০ কেজি মাংস) দাম ৬০ থেকে ৭০
হাজার ও বড় সাইজের গরুর (১০০-১৪০
কেজি মাংস) দাম ৯০ থেকে ১ লাখের
ওপরে হাঁকানো হচ্ছে।
অপরদিকে আনুমানিক ১০ থেকে ১২
কেজি ওজনের কোরবানির ছাগলের দাম
৯ থেকে ১০ হাজার টাকা, ১৫ থেকে ১৮
কেজি ওজনের ছাগলের দাম ১৪ থেকে
১৫ হাজার টাকা ও ২০ থেকে ২৫ কেজি
মাংসহবে এমন ছাগলের দাম হাঁকা হচ্ছে ১৮
থেকে ২০ হাজার টাকা পর্যন্ত।।
উপজেলার
গরু ব্যবসায়ীরা সোবাহান আলী
আমাদের প্রতিনিধি সিদ্দিকুর রহমান আদিল কে জানান, তিনি প্রতি বছর গরু
কিনতে হাটে আসেন। এখান
থেকে পাইকারি দামে গরু কিনে
নিয়ে অন্য জায়গাতে বিক্রি করেন।
তিনি বলেন, ভারতীয় গরুর দাম গত বছরের
মতই রয়েছে। তবে দেশি গরুর দাম এবার
তুলনামূলকভাবে বেড়েছে। এজন্য
গোখাদ্যের দাম বাড়ার কথা বলা হচ্ছে।
এভাবে চলতে থাকলে ব্যবসায়ীরা
লোকসানের মধ্যে পড়বে। তবে
ভারতীয় গরু কম আসলে দেশীয় খামারিরা
শেষ সময়ে কিছুটা লাভের মুখ দেখতে
পারবেন।
সব মিলিয়ে
পশুর হাটে ধীরে ধীরে কেনাবেচা
জমে উঠেছে বলেও জানান হাট ইজারাদার।
Click this link
বিষয়: বিবিধ
৫৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন