কর্ম দেখে , রঙ্গ করি…
লিখেছেন লিখেছেন বিবর্ন সন্ধা ১৫ জানুয়ারি, ২০১৬, ০৪:০৮:৪২ বিকাল
আস্সালামু আলাইকুম...
অধিকাংশ পুরুষ আসলে পুরুষ নয়,তারা
আসলে নারী৷
.
--এদের সপ্তাহের ৬দিন হায়েয
থাকে,
এজন্য শুধু
জুমুআর সালাত ছাড়া
আর কোনো সালাত
আদায় করতে পারে না৷
.
--এদের মুখ যুবতী নারীর মতো কোমল,
দাড়িবিহীন ৷
.
--এরা টাখনুর নিচে মাটি পর্যন্ত
কাপড় পরে যাতে কোন পুরুষ টাখনুর
নিচের গিরা দেখতে না পারে৷
.
--এরা বেশির ভাগ সময় তাদের মেয়ে
বান্ধবীদের সাথে বিভিন্ন
স্থানে ঘুরে বেড়ায়৷
.
--এদেরকে দেখা যায়
কানে দুল পরতে, হাতে
চুরি পরতে গলায় মালা পরতে ৷
আরও
কত কিছু.....
.
থাকলে দয়া করে রাগ
না করে সংশোধন হওয়ার চেষ্ঠা
করবেন। এতেই আপনার উপকার হবে।।
বিষয়: বিবিধ
১৩১৩ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সবাইকে নিজের মত মনে করেন না-------
হি হি…
না আমার মনে হয় না বিষয়্টা রাগ বা ক্ষোভের ,আসলে আমি এই আঙ্গিনায় নতুন,
কারো সাথেই পরিচয় হয় নি,
তাই হয়তো ভাইয়াদের এই এরিয়ে চলা…
ব্যাপার না ,
আমার গা থেকে নতুনত্বের খোলসটা
কখনো ই খসে পড়ে না .
আমি আপু হলে বুঝি আপনাকে আপু ডাকার লোকের কমতি পরবে !!!!! =
তবে এবার মনে হচ্ছে আপনি আপু ই হবেন ।
আর আমি আপনার নিমন্ত্রন দেখে লজ্জা পাচ্ছি…
আমি,আমরা সবাই আন্তরিক চেস্টা করলে ,আল্লাহপাক হয়তো আমাদের দ্বীন প্রচারের জন্য কবুল করতে ও পারেন…
ইন শাহ আল্লাহ
(আপু /ভাইয়া)????!!!!!!!
এই বার দেখি আপনি ও ধাঁধায় পড়ে গেলেন…
অবশ্য শীতকাল,
চারপাশে একটু কুয়াশা থাকতে ই পারে,
ব্যাপার না..।<:-P
ামি একটু দুষ্ট আছি ব্লগে সব ভাইয়া আপুদের সাথে দুষ্টামি করি ।
আপনি যদি এটা পছন্দ না করেন তাহলে কিছু মনে করিয়েন আর করব না ।
ধন্যবাদ
আমি আবার কখন
পছন্দ -অপছন্দের কথা বল্লাম??
ধন্যবাদ ভাপু।
কাহা -ভায়েরা বড্ড বেশি বুঝে…
এক্কেবারে শুকুনের লাহান চোওক্ষ.
আপনি তো ভিষন ঝ্গড়াটে, :
অবশ্য আমার ঝগড়াটে আপু পছন্দ,
কারন পাকা ঝগড়াটে না হলে ,
ঝগড়া করে সুখ পাওয়া যায় না… =
আর ভাপু শব্দটার মধ্যে
কেমন যেন ভাইপু ভাইপু গন্ধ আছে,
আপনি চাইলে ভাঝি ওবলতে পারেন ,
এতে ভাইঝি ভাইজি একটা
টেস্টি ফ্লেবার পাওয়া যায়…
আমি আমার সব আপুদের
তুমি করেই বলতে ভালোবাসি,
কিন্তু তুমি করে বললে যদি আবার মাইন্ড খান ,
তাই তুমি + আপনে = তুপ্নে বলে ও ডাকতে পারি ,
অবশ্য যদি অনুমতি মিলে.
আপনাকে অনুমতি দেয়া হল ভাইয়া ।
এসব বলতে নাই
শরম পাই
সবাই দেখি চিনে ফেলতেছে
হি হি হি
যত ই জারি জুরি বা ঠাসকি মারেন কোন লাভ নাই ,
আমি মুখ খুলবো না
জিবনে শুনেন নাই
মন্তব্য করতে লগইন করুন