মানুষ মানুষের জন্য

লিখেছেন লিখেছেন তেজোদীপ্ত আমজাদ ০২ জুলাই, ২০১৫, ০৫:২৮:২২ বিকাল

Click this linkআমরা যারা ঈদ আসলে হাজার হাজার টাকার বাজেট করি ঈদের পোষাক কেনার জন্য তারা কি একটু হাত বাড়িয়ে দিতে পারিনা সমাজের এতিম, অসহায়দের দিকে । সমাজের বিত্তবানদের কাছে একটা অনুরোধ আসুন আমরা গরীব অসহায় এতিম দুরস্ত পথ শিশুদের ঈদ আনন্দ জন্য সাহায্যর হাত বাড়িয়ে দেই!

একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না

ও বন্ধু….

মানুষ মানুষকে পণ্য করে

মানুষ মানুষকে জীবিকা করে

পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না?

ও বন্ধু………..

বল কি তোমার ক্ষতি

জীবনের অথৈ নদী

পার হয় তোমাকে ধরে দূর্বল মানুষ যদি

মানুষ যদি সে না হয় মানুষ

দানব কখনো হয় না মানুষ

যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না?

ও বন্ধু

বিষয়: বিবিধ

১২৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File