আদালত যেন বাংলাদেশের মানুষ হত্যার রাস্তা তৈরির মিশিন

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২১ জুলাই, ২০২৪, ০৪:৪৩:৩৯ বিকাল



আদালত এখন গ্রাম্য শালিশের মতো হয়ে গেছে। দুইপক্ষকেই বলবে তোমরা ঠিক আছো।

পরে যখন শক্তিশালী প্রভাবশালী কেউ ধমক এবং অথবা বিনিময় দেবে তখন? তখন প্রভাবশালী পঙ্গুরা সঠিক!

আদালতে মানুষ যায় সমাধানের জন্য, বাংলাদেশের আদালত বাংলাদেশের মানুষের রক্ত ঝারার জন্য ব্যবস্থা তৈরি করে দেন। আদালতের প্রতি সম্মান রেখে বলছি।

তত্ববধাক সরকার বাতিল করেছিলো আদালত, রায়ে বলা হয়েছিল আগামী দুটি নির্বাচন সরকার চাইলে তত্ববধাক সরকার দ্বারা হতে পারে। ফলাফল কি?

ফলাফল হলো তত্ববধাক সরকারের অধীনে নির্বাচন সরকার চাইনি! তত্ববধাক সরকারের দাবীতে কয়েকদফা আন্দোলন হাজারের বেশি মানুষের মৃত্যু।

কোটা প্রথার রায়েও তাই করলেন। সরকারের চাওয়াকে প্রধান্য দেয়া হলো। সরকার তার ইচ্ছে যখন বাস্তবায়ন করতে যাবে ঠিক তখনই প্রতিবাদ হবে, আন্দোলন হবে গুলি করে মানুষ হত্যা করা হবে!

আদালত যেন বাংলাদেশের মানুষ হত্যার রাস্তা তৈরির মিশিন।

বিষয়: বিবিধ

১৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File