কিছু ছবি আপনার ভাল লাগতেও পারে-১৪

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:৪৩:৩২ দুপুর



নেপালে কিছু মেয়ে স্কুলে যাচ্ছে একটি নদীর উপর দিয়ে, যেখানে কোন পারাপার এর সেতু নেই, তাই জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন তাদের এই পথচলা, সাহসী মেয়েদের প্রশংসা করতেই হয়।

০২।



ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় অবস্থিত হিলার লেক!!

০৩।



কলার আত্মহত্যা

০৪।



পৃথিবীর ক্ষুদ্রতম নারী !!

০৫।



পৃথিবীর সব চাইতে ছোট পিসি !!

০৬।



পুরুষের স্বাস্থ্যরক্ষায় সহায়ক দাঁড়ি!

বর্তমান সময় অনেক পুরুষই দাঁড়ি রাখা নিয়ে হীনমন্যতায় ভোগে, কিন্তু বর্তমানে গবেষকরা মত প্রকাশ করেছেন যে, দাঁড়ি রাখা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডের এক দল গবেষকের এই গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘রেডিয়েশান প্রোটেকশান ডোজিমেট্রি জার্নালে’।

গবেষণার ফলাফলের মাধ্যমে জানা যায়, দাঁড়ি সূর্যের ক্ষতিকর অতিবেগুনী রশ্মি ঠেকায় ৯০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত এবং স্কিন ক্যান্সারের ঝুঁকি কমায়। যাদের অ্যাজমার সমস্যা আছে তারাও দাঁড়ির মাধ্যমে পেতে পারে অনেক উপকার, এবং দাঁড়ি বাতাস ঠেকিয়ে আপনার চামড়ার আদ্রতা বজায় রাখে। নিয়মিত শেভ করলে আপনার দাঁড়ির মূলে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটায় এবং ব্রনের সৃষ্টি করে।

কিন্তু অপরিচ্ছন্ন দাঁড়ি সকল পুরুষের জন্যই বিপদজনক। আমাদের দাঁড়ি রাখা এবং পরিচর্যার মাধ্যমে এর গবেষণায় প্রমাণিত উপকারিতা গ্রহণ করা উচিত ।

০৭।



০৮।



০৯।



ইসলামের দৃষ্টিতে শাররীক মিলন

ইসলামের দৃষ্টিতে বিবাহবহির্ভুত শাররীক মিলন সম্পুর্ন হারাম! এমনকি বৈজ্ঞানিক ভাবে প্রমানীতঃ যে সকল নর-নারী বিবাহপুর্ব যৌন মিলন করেছে তারা বিবাহ পরবর্তী যৌন জীবনে অসুখী। আর যে সকল নর-নারী বিবাহপুর্ব মিলনে লিপ্ত হননি - তারা বিবাহ পরবর্তী সুখি জীবনযাপন করেন। তাই বিবাহের আগে শারীরিক মিলন থেকে বিরত থাকুন।

১০।



একজন ব্যাক্তি যদি প্রতিদিন সকালে উঠে খালি পেটে করলার রস আধা কাপ করে খায় তাহলে সেই ব্যাক্তি গ্যাসট্রিক ও ডায়বেটিস সহ আরও অনেক রোগ বালাই ৮০% দূরীভূত হয়।

১১।



পুদিনা পাতার চা ব্যথা সারাতে ওস্তাদ! পুদিনা চা তৈরি করতে পুদিনা পাতাগুলো পানিতে আধঘণ্টা ধরে সেদ্ধ করুন। এরপর পাতা নিঃসৃত পানি ঠান্ডা করে চা হিসেবে পান করুন।

পুদিনা পাতা মুখের স্বাদ বাড়াতেও কার্যকর। এর তাজা পাতা পিষে মুখে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন, মুখের তৈলাক্ত ভাব দূর হয়ে যাবে। ব্রণ ওঠাও বন্ধ হবে।

পুদিনার পাতা পিষে রস করে তার ভেতর দু'তিন ফোঁটা লেবুর রস দিয়ে তা পান করলে ক্লান্তিভাবও দূর হয়। কেউ অজ্ঞান হয়ে পড়লে তার নাকের কাছে তাজা পুদিনা পাতা ধরুন। জ্ঞান ফিরে আসবে। পুদিনার পাতা ভালো করে পিষে তার রস ভালো করে মাথায় ব্যবহার করলে চুলের উকুন দূর হয়।

১২



মায়ের চুমুতে রোধ হয় কান, গলার ইনফেকশন

জন্মানোর পরই মায়ের কাছ থেকে সব সন্তান প্রথম পায় উষ্ণ আদর। মায়ের চুমু সদ্যজাত সন্তানের প্রতিষেধক হিসেবে কাজ করে। গলা ও কানের ইনফেকশন রোধ হয় মায়ের প্রথম চুমুতে। নিউজিল্যান্ডের এক গবেষণা থেকে এমনটি জানা গেছে। ইউনিভার্সিটি অফ ওটাগোর গবেষকরা জানিয়েছেন, মায়ের চুমু থেকে সন্তানের গায়ে কে-১২ নামে একটি ব্যাকটেরিয়া চলে যায়। তারা জানায়, সন্তান জন্মানোর এক মাস আগ থেকে মায়ের মুখে এক ধরনের ব্যাকটেরিয়া জন্মাতে থাকে যা কিনা কান ও গলার ইনফেকশন এর প্রতিষেধক হিসেবে কাজ করে



কোকা-কোলার ২০টি ব্যতিক্রমী ব্যবহার, যা দেখার পর এই পানীয় পান করতে ভয় পাবেন আপনি!

আচ্ছা একটা ব্যাপার চিন্তা করুন তো, আপনার মাউথওয়াশ তরলটির গন্ধ তো অনেক সুন্দর, এর মাঝে যদি কেউ চিনি মিশিয়ে দিয়ে আপনাকে বলে “এটা অনেক সুস্বাদু!” তাহলে আপনি কি সেটা পান করবেন? অবশ্যই না, কারণ সেটা তো কেমিক্যাল! তাহলে আপনি কোকা-কোলা খাচ্ছেন কেন? সেটাও তো কেমিক্যাল!

যারা জানেন যে কোকা-কোলা শরীরের জন্য ক্ষতিকর এবং এর থেকে দূরে থাকছেন, তারা আরও নতুন কিছু জেনে নিতে পারেন এই পানীয়টি সম্পর্কে। আর একে ব্যবহার করে করা যায় এমন অদ্ভুত সব কাজ, যা জানতে পারলে সারা জীবনে যত কোকা-কোলা খেয়েছেন সব উগড়ে দিতে ইচ্ছে হবে আপনার! কী সেই কাজ, যাতে ব্যবহার করা যেতে পারে কোকা-কোলা?

১. কাপড় থেকে তেলের দাগ উঠিয়ে ফেলে

২. মরিচা দূর করতে পারে, মরচে পড়ে শক্ত হয়ে এঁটে থাকা নাট-বল্টু ঢিলা করে দেয়

৩. কাপড় থেকে রক্তের দাগ উঠিয়ে ফেলতে পারে

৪. মেঝে থেকে তেলের দাগ উঠিয়ে ফেলতে পারে

৫. এর মাঝে থাকা অ্যাসিড মেরে ফেলতে পারে বাগানে উপদ্রব করা শামুক জাতীয় প্রাণী

৬. পুড়ে যাওয়া হাঁড়ি-পাতিল থেকে পোড়া দাগ উঠিয়ে ফেলতে পারে

৭. চায়ের কেটলি থেকে পুরনো দাগ তুলে ফেলতে পারে

৮. গাড়ির ব্যাটারির টার্মিনালে পড়া শক্ত ময়লা তুলে ফেলতে পারে

৯. গাড়ির এঞ্জিন পরিষ্কার করে

১০. পুরনো কয়েন চকচকে করে ফেলে

১১. টাইলসের মাঝে পড়ে যাওয়া ময়লা উঠিয়ে ফেলে

১২. মানুষের দাঁত গলিয়ে ফেলতে পারে!

১৩. চুল থেকে চুইং গাম তুলে ফেলতে পারে

১৪. চিনামাটির বাসনপত্র থেকে দাগ তুলে ফেলতে পারে

১৫. ময়লা সুইমিং পুলের পানিতে কয়েক লিটার কোকা-কোলা ঢেলে দিলে পানিতে পরে থাকা লালচে স্তর দূর হয়ে যাবে

১৬. ডায়েট কোলা ব্যবহার করে চুলের ডাই তুলে ফেলা যায় অথবা হালকা করে ফেলা যায়

১৭. কার্পেটের থেকে মার্কারের দাগ উঠিয়ে ফেলতে পারে।

১৮. টয়লেট পরিষ্কার করতে ব্যবহৃত হতে পারে!

১৯. কোক আর অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করে ক্রোমিয়ামের জিনিসপত্র অনেক উজ্জ্বল করে ফেলা যায়

২০. ধাতব আসবাবপত্র থেকে রঙ উঠিয়ে ফেলতে পারে

চিন্তা করুন, কোকা-কোলা ব্যবহার করা যেতে পারে কাপড় পরিষ্কার করার ডিটারজেন্টের মতো, মরচে তোলার তার্পিনের মতো, ডিশওয়াশিং লিকুইডের মতো এমনকি বাথরুম পরিষ্কারের হারপিকের মতো! তো এসব রাসায়নিকের সাথে তুলনা করা যায় যে পানীয়কে, তা খাওয়া কি আসলে শরীরের জন্য ভালো? ভালোর কথা বাদ দিন, এটা শরীরের জন্য কতো খারাপ ভাবুন তো! ের পরেও কি আপনি কোকা-কোলা খেতেই থাকবেন?

বিষয়: বিবিধ

৩৪৭১ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

181129
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৮
বিন হারুন লিখেছেন : খুব ভাল লাগল. Happy
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫০
133930
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : ধন্যবাদ বিন হারুন ভাই
181133
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫১
বাকপ্রবাস লিখেছেন : কলার ছবিটা ভাল লাগল বেশী
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১৬
133934
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনার ভাল লাগা আর আমার এগিয়ে চলা,
আপনাদের ভাল লাগেই বলেই শত ব্যস্ততার মাঝে আমি উক্ত শিক্ষনীয় ছবি পোষ্ট দিই
181137
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০৪
বেকার সব লিখেছেন : ভাল লাগার মত পোস্ট, পোস্টে++++++++++++++++++
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১৬
133935
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : ধন্যবাদ আপনাকে আমাকে উত্সাহ দিয়ে খুশি করার জন্য
181152
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৩
রাইয়ান লিখেছেন : ভালো লেগেছে , অনেক ভালো .... Thumbs Up
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৫
133937
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আমারো ভাল লাগতেছে আপনার মতো জ্ঞানী মানুষের কমেন্ট দেখে
181154
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৪
বিবেক লিখেছেন : গুরুত্বপূর্ণ পোষ্ট, ভাল লাগল
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৭
133938
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সু-স্বাস্থ্য কামনা করছি
181159
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪১
ইমরান ভাই লিখেছেন : ভালইতো...... Day Dreaming Day Dreaming
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৬
133944
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : ভাল লাগলে আমার জন্য একটু দোয়া করিয়েন ইমরান ভাই
181175
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সবই ভাল লাগল শুধু খাদ্য বস্তুর রুপচর্চায় ব্যবহার এর বিষয়টি ছাড়া। এক বান্ডিল পুদিনার দাম ২০ টাকা। খাওয়ার জন্যই পাইনা আবার মেয়েদের মুখে মাখার জন্য!!
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৩
133984
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : পুদিনা পাতার কার্যকরীতা বলতে গেলে সব কিছুই বলতে হবে
মহান আল্লাহ তায়ালা প্রত্যেক গাছ গাছালিতে মানুষের রোগ ব্যধির ঔষুধ বিরাজমান, আপনার ব্‌উয়ের কথা না বললেও আপনার বাচ্চা মেয়ের কথা বলতে হবে তার সুন্দর মুখখানা যদি ভিবিন্ন ব্রণের দ্বারা যদি মুখটি নষ্ট হয়ে যায় তখন আপনি সেটা কি হিসাবে নিবেন তার চিকিত্সা কী করবেন না, তার চিকিত্সা করলে কী এটা রুপ চর্চা হবে? অবশ্য নারীদের তাদের স্বামী বা নিজেদের যতটুকু প্রয়োজন রুপ চর্চা বৈধ করেছেন
181207
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩০
সজল আহমেদ লিখেছেন : কোকাকোলা আমি খাইনা আর খাবোও না।।আপনাকে ধন্যবাদ অতিমূল্যবান লেখাটা শেয়ার করার জন্য।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:০৯
134269
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আমার সামান্য পোষ্টের কারনে যদি কেউ সচেতন হয় তাহলে নিজেকে এমনভাবে খুশি লাগে তা বলার মতো না,
ধন্যবাদ, সজল ভাই সতর্ক হোয়ার জন্য
181238
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৮
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:১০
134271
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ
১০
181242
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৭
আমি মুসাফির লিখেছেন :





২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:১১
134272
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : হ্যা এই ধরনের দোয়াই চাইছিলাম আপনাদের কাছ থেকে, দোয়া হল মানুষের সুখে থাকার একমাত্র সম্বল
মুসাফির ভাই আপনি সুখে থাকেন
১১
181312
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:১২
134273
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ
১২
181321
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:১২
134274
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ মন্তব্য প্রদান করে উত্সাহ দেয়ার জন্য
১৩
181624
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৪৮
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:১৩
134276
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকেও ফুলেল শুভেচ্ছা মন্তব্য প্রদান করে আমাকে উত্সাহ দেয়ার জন্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File