আমি মুসলিম না বাঙ্গালী ?
লিখেছেন লিখেছেন মারুফ পাটওয়ারী ০৬ অক্টোবর, ২০১৩, ০২:০০:০৩ দুপুর
আমি মুসলিম না বাঙ্গালী ?
বিরাট চিন্তার বিষয় ! দেশটার মধ্যে কি শুরু হইলো ...কি চলতেছে এগুলা। ফেইচবুক, মিডিয়া, সংবাদপত্র খুললেই চরম আতঙ্কের মধ্যে থাকতে হয় সব সময়। বুঝলাম না প্রতিনিয়ত তৈল,বাঁশ,বানরের গল্পের মত ১ সেন্টিমিটার উপরে উঠি ২ সেন্টিমিটার নিচে পরে যাই । এভাবেই চলবে ? আমরা কি বোকার রাজ্যেই বসবাস করব। বাংলাদেশ টা কি শুধু কিছু খারাপ রাজনীতিবিদ আর মুষ্টিমেয় কিছু লোকের , আমার না ? এই দেশের অধপতন কি আমার কষ্ট লাগে না...? আমি কি এই দেশের আলো বাতাসে বেড়ে উঠিনি ? নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য প্রতিনিয়ত একেক জন একেক রকম আইন তৈরি করে দেশটার বারটা বাজাচ্ছে। এগুলো দেখার কি কেও নেই। আমাদের দেশের অভিভাবক কোথায় ? এক ইসলাম এর উপর আঘাত দিয়ে সব কিছু নিঃশেষ করে দিতে চায় তারা । এটা কি সম্ভব ? দেশের বাক স্বাধীনতা নাই , গণমাধ্যমের স্বাধীনতা নাই , নাই কোন মানবাধিকার। সত্যের কোন জয়গান নেই। চারদিকে শুধু মিথ্যা আর মিথ্যা । মিথ্যাই আজ সত্যে রূপান্তর হচ্ছে । কাজ নেই , অর্থ নেই, নেই কোন নিরাপত্তা। আমার জীবনের নিরাপত্তা দিবে কে ? এক আল্লাহই আমার ভরসা, সেই আল্লাহকেই আবার কত অপমান ! কত ছোট করে দেখা । তার নাকি কোন ক্ষমতাই নাই, সে নাকি নিজের কাজ নিজেই করতে পারে না, (নাওজুবিল্লাহ) কিছু নাস্তিকে কয়। তারা বুঝে ও বুঝে না , দেখে ও দেখে না। তাদের চোখে টিনের চশমা । জাতি হিসেবে আমি আজ বড়ই লজ্জিত । আমি মুসলিম না বাঙালি ? আমি নিজেও বুঝিনা। কোনটাতে গেলে আমার বেশি লাভ হবে হিসাব নিকাশ করে জানাবো.., যেন নির্বাচনের পূর্ব রাতের টাকা পয়সার হিসাব নিকাশ। হায়রে বাঙ্গালী, কেন আমাদের পিতারা সন্তানদের কথা চিন্তা করে যুদ্ধের ময়দানে রক্ত দিয়েছে ? বঙ্গবীর কেন আজ মৌলবাদী ? কেনইবা স্বাধীনতার যুদ্ধ অপরাধী হিসেবে কিছু আলেম ওলামাকেই একক ভাবে বিচারের কাঠগড়ায় দাড়াতে হয় ? কেনই বা একদল লোক দেশ বিভাজন চায়নি এটি আজ গবেষণার বিষয়। তবে কি, তাদের ঈমানী দায়িত্ব থেকেই অনিশ্চিত ধর্মনিরপেক্ষতার অন্ধকার রাস্তা থেকে জাতিকে উদ্ধারের প্রাণপণ চেষ্টাই কি অন্যতম কারন ? এটি অনেকেরই বিশ্লেষণ। যেই অনিশ্চিত যাত্রা শুরু হয়েছিল , সেই অনিশ্চিত পথ থেকে আমারা স্বাধীনতার প্রায় চার যুগ পরেও বের হতে পারলাম না । আসলে সারা বিশ্বব্যাপী খুদ্র খুদ্র কিছু বিষয়ের অন্তরালে ইসলামেরই বিচার চলছে। আমি মাঝে মাঝে চিন্তা করি আমরা কি সঠিক মূল্য দিতে পেরেছি আমাদের সূর্য সন্তানদের। মাওলানা ভাসানীদের মত সন্তানদের অবদানের কথা আমরা আজ বেমালুম ভুলে গেছি । আচ্ছা ! আমরা যাব কোথায় ? খাটি বাঙ্গালী হতে গেলে আমার ঈমান নিয়ে হয় টানাটানি , আর ভাল মুসলিম হতে গেলে আমি হয়ে যাই রাজাকার ,আমি নাকি ৩০ লক্ষ মানুষ হত্যা ও লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছি। আল্লাহর কসম করে বলছি ভাই ,একাত্তরে আমি ছিলাম না আমার জন্ম ও হয় নাই। তার পরেও প্রতিনিয়ত আমাকে দোষারোপ করা হয়, আমার ধর্ম কর্ম ও নবীর আদর্শ পালন করার কারনে। আপনারা কেন বুঝতে চান না আমি ইসলাম পালন করতে গিয়ে রাসুলের আদর্শের সাথে অন্য কোন দল বা গুষ্টির সাথে যদি আমার মত বা পথ মিলে যায় তার অর্থ এটা নয় আমি তার অন্যায় কর্ম গুলিকে সমর্থন দিয়ে যাচ্ছি , আমার নেতা তো একমাত্র রাসুল। আচ্ছা...! ৩০ লক্ষ সংখ্যা আপনি পাইলেন কোথায় ? চিলে কান নিয়ে গেছে আপনি চিলের পিছনে দৌড়াচ্ছেন , আমার দোষ কি ? আপনি কি কখন ও চিন্তা করে দেখেছেন আপনি কারো দ্বারা ব্যাবহার হচ্ছেন কি না ? একটু চিন্তা করে দেখুন। আমি মুসলিম এটা মনে প্রানে বিশ্বাস করি , ওখানে ও সমস্যা । আমাকে জিজ্ঞাস করা হয় আপনি শিয়া, সুন্নি না ওয়াবী আমি তো মহা মসীবতে পরে যাই তখন, আমি বলি... ভাই আমার রাসূল একজন মুসলিম ছিলেন আমার তো আর কিছুর প্রয়োজন নাই। তিনি তো আমাকে একজন খাটি মুসলিম হওয়ার শিক্ষা এভাবেই দিয়েছেন। কোরআন হাদিসের শিক্ষা তো তাই । আমি তো বলিনা রাসুলের আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ গ্রহন করতে, বরং বলি বিশ্ব মানব জাতি পরিচালনার একমাত্র শেষ সংশোধনী গাইডলাইন আল কোরআন অনুসরনের কথা। প্রকৃত পক্ষে সৃষ্টিকর্তার নির্দেশনাতেই রয়েছে শান্তি ও সকল সমস্যার আস্থাশীল সমাধান। মহান রাব্বুল আলামিন কাল কেয়ামতের মসিবতের দিনে তো আপনাকে জিজ্ঞাস করবেন না যে আপনি বাঙ্গালী ছিলেন না বিদেশী ছিলেন ? বরং আপনাকে জিজ্ঞাস করা হবে আপনার দীন কি ছিল ? আপনি কি বাঙ্গালী বলবেন ! না ইসলাম বলবেন ? অবশ্যই ইসলাম বলতে হবে, ভয়াবহ বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। ভুল উত্তরের জন্য রয়েছে মহাকালের মহা শাস্তি। আপনার কি মনে হয় না আপনার প্রতিটি কর্ম রেকর্ড করা হচ্ছে ? যথা সময়ে আপনার আমলনামা আপনার হাতে দেওয়া হবে, সেইদিন আপনি আপনার সকল কর্ম আল্লাহর নিজেস্য স্যাটেলাইটের মাধ্যমে ভিডিও আকারে পরিস্কার ভাবে দেখতে পারবেন। পালাবার কোন পথ নেই ভাই ,তাই এখনি সাবধান হয়ে যান। বিভিন্ন দেশের ছোট ছোট গণ্ডি পার করে সমগ্র মুসলিম উম্মাহ আমরা সবাই ভাই ভাই , ভিন দেশি ভাইয়ের শরীরেও লাল রক্ত। কেন আমরা নিজেদের ছোট ছোট দলে বিভক্ত করে খণ্ড বিখণ্ড হচ্ছি ? আসলে ইসলামের অনুসরন তো আমাদের একতাবদ্ধ হওয়াই শিখায়। যারা শিয়া, সুন্নি না ওয়াবী এগুলো নিয়ে টানাটানি করে তাদের কাছে তো বর্তমানে বিশ্ববিখ্যাত তাফসির বিশারদ এবং কোরআনের গবেষক ডাঃ জাকির নায়েক ও নিরাপদ না ,তারা জাকির নায়েক থেকেও বড় জ্ঞানী ,মহা পণ্ডিত। ইসলামের মধ্যে বিভিন্ন দল উপদল তৈরি হয়েছে মূলত রাসুলের জিন্দিগির অনেক পরে ,পর্যায়ক্রমে কিছু আলেম ওলামার অনুসারীদের ভ্রান্ত মতবাদ, মনগড়া, ইসলামের নির্দেশনা না বুঝা এবং দলিল বিহীন আমলের কারনে। তাছাড়া বাঙ্গালিপনা বলতে আমাদের কি শিখানো হয় বিজাতি সংস্কৃতি , বেপর্দায় চলা ফেরা করা ,কপালে বড় লাল টিপ পরা, পর্দা করলে বাঙ্গালী সংস্কৃতির অবমাননা , সৃষ্টিকর্তার আদেশ থেকে দূরে থাকা, ইন্ডিয়ান টিভি চ্যানেলের মত আমাদের দেশের সংস্কৃতিকে নাচা নাচিতে রুপান্তর করে ধংস করা ? যে সংস্কৃতি আমাকে সৃষ্টিকর্তার আদেশ থেকে দূরে সরিয়ে দেয় আমি সেই সংস্কৃতিকে ধিক্কার জানাই। তাছাড়া এগুলো মানিই বাঙ্গালী সংস্কৃতি এটা আপনাকে বুঝাইল কে ? আরে ...এগুলো তো হিন্দু এবং বিধর্মী সংস্কৃতি, একজন বাঙ্গালী মুসলিম হয়ে আপনি কেন এর আনুসারি হবেন ? আমার বুঝে আসে না। একজন ভাই বল্য ইসলামি রাজনিতি মানে কি ? সে আবার ইসলামকে রাজনীতির বাহিরে রাখে , ইসলামের কিছু অংশ সে মানে আর কিছু অংশ মানেনা। আবার রাসুলের অপমানে মনের সুখে অন্যের দোষ খুজে বেড়ায় , রাসুলের শানে কুটুক্তিতে যার গায়ে অপমান লাগে না সে আবার কেমন মুসলিম ? বুঝলাম না। আমার রাসুল তো মদিনায় ইসলামি রাষ্ট্রের মডেল গঠন করেছেন। যাই হোক দেশের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে কাওকে কেও মানে না । সবাই সবার স্বার্থের পিছনে ছুটছে । এই পরিস্থিতির মুকাবেলা কিভাবে হবে কারোই জানা নাই । আমি জানি আল্লাহর আইনই এর এক মাত্র সমাধান । অনেক টকশো হয়েছে লাভের লাভ কিছুই না সারাদিন গীবত করা, আর ভাল লাগে না। একটাই দাবি নির্বাচন কিভাবে হবে ? এতদিন পরে ও এটার কোন সমাধান নাই। বরই লজ্জা পাইলাম , একটা সমস্যার সমাধান করতে পারি নাই দশটা কেমনে করব ? এক ভাই বলে চিন্তা করিয়েন না যেমনেই হোক আওয়ামীলীগ আবার ক্ষমতায় আসবে, আমি জিজ্ঞাস করি যেমনেই হোক মানে কি ? তিনি বললেন জোর করে হলে ও ,আমি বললাম শক্তি প্রয়োগ করে ? তিনি বললেন প্রয়োজনে তাই করবে তারা। আমি তো অবাক ! তার প্রয়োজন হলে আমার ক্ষতি করতে সে চিন্তা করে না আর আমি বেকুবের মত তাকে সমর্থন দিয়ে যাচ্ছি ? লজ্জায় আমার নিজের প্রতি ধিক্কার আসলো ছিঃ ছিঃ এটাই কি আমার বাঙ্গালিয়ানা ? তাছাড়া দেশ ভেদে সীমানা নির্ধারণ তো মানুষেরই তৈরি, মানুষ তার নিজ প্রয়োজনেই তা নির্ধারণ করেছে। তার পরে ও যেহেতু আমার জন্ম বাংলাদেশে এই কারনে আমি জন্মগত ভাবেই একজন পরিপূর্ণ বাঙ্গালী। আমি একজন বাঙ্গালী মুসলিম । তবে, সবার আগে আমি একজন নিয়ম মানা মুসলিম ,
তাই,এটাই আমার একমাত্র পরিচয়।
এম,আই,মারুফ পাটওয়ারী
বাংলাদেশ ইসলামিক মানবাধিকার ফাউন্ডেশন
সাংগঠনিক সম্পাদক
008801711790308
বিষয়: বিবিধ
১২৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন