“দু’জন মিলে একটি সংসার”

লিখেছেন লিখেছেন শারমিন হক ১৪ জানুয়ারি, ২০১৪, ১২:১৪:৫৩ রাত

হ্যালো:আসসালামু আলাইকুম,কেমন আছ দোস্ত?

দোস্ত:অআলাইকুম সালাম।আলহামদুল্লিাহ ভালো।না,মানে আপনাকে চিনতে পারলাম নাতো।

রিকু:ওহ!তাই নাকি।আমি রিকু।

রাসেল:হুম,তাইতো বলি নাম্বারটা অপরিচিত লাগছে কেন।তুমি কেমন আছ?

রিকু:এই তো ভালই।ভাবছিলাম এবারের ঈদ তোমাদের বাড়িতে কাটাব।

রাসেল:তা বেশ ভালো হবে।আস।

রিকু:আমি অলরেডি তোমাদের বাসার উদ্দেশ্যে রওয়না দিয়েছি।

কখন আসা যাবে বন্ধু।২ ঘন্টা জার্নি তো শেষ হয়ে গেল।

রাসেল:এইতো আর ২ ঘন্টা হয়তো লাগবে।তবে আমি বাড়ি থেকে একটু দুরে আছি ।অসুবিধা নেই আমার এক ভাই গিয়ে নিয়ে আসবে।

Rose

রাসেল:আচ্ছা ভাইয়া আমার এক বন্ধু অনেক দুর থেকে আসতেছে আপনি আপাতত ওকে আপনাদের বাসায় নিয়ে যান।আমি আগামিকাল তহুরা ,জিন্নাত,মরিয়ম,জাহিদা এবং আমার মা বাবা সহ আসতেছি।

কবির:তা বেশ ভাল হবে ।এবারের ঈদে বেশ আনন্দ হবে।তা তোমার বন্ধু কখন আসবে?

রাসেল:এইতো ২ ঘন্টা পর বাস স্টান্ড গেলেই হবে।

রাসেলের বাবা:এ কেমন কাজ করলি ?বেয়াই বাড়িতে নেই আমাদের এখানে নিয়ে আসলেই পারতি।

রাসেল:আমরা তো আগামীকাল যাচ্ছি।তাছাড়া কবির ভাইয়া সব মেনেজ করে ফেলবে।

: Hypnotised

কবির:আম্মা ,আমরা এসে পড়ছি।আচ্ছা মেহমানকে নিযে ফ্রেশ হয়ে আস আমি ভাত দিচ্ছি।

খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়ল।সকালবেলা ফজরের আযানে ঘুম ভাঙল সবার ।নামায শেষ হল।

কবিরের চাচাতো কাকাঃকবির আমার বাবার অবস্থা বেশি একটা ভালো না।রাসেলকে ফোন করে বলে দাও ওরা যেন তাড়াতাড়ি চলে আসে।

Good Luck

রাসেলরা দুপুর নাগাদ কবিরদের বাড়তে পৌঁছল।

মরিয়ম:রাসেল,ভাইয়া বাড়ি থেকে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছ।কিছু হয় নিতো!ঐযে মুজাম্মেল কাকা এদিকেই আসছে এবং কান্না করতেছে।

রাসেল:কি হয়েছে কাকা?

কাকা:বাবারে আমার বাবাতো আমাদের ছেড়ে চলে গেছেন।বাড়িতে সবাই যেন স্তব্ধ হয়ে গেল।

রাসেল,রিকু,কবির সবাই মৃত্যু দেহের পাশে বসে কোরআন পড়ছে।বাড়ির অন্যসব কান্না করছে,কেউ স্বজনদের সান্ত্বনা দিচ্ছে।অবশেষে মৃত্যু ব্যাক্তির দাফন কাজ রাতে সম্পন্ন হল।

Rose

রাতের খাবার শেষ।

রিকু:কিরে দোস্ত,তোমার না শালী আছে তাঁদের দেখলাম নাতো।

রাসেল:ভাই,মেঝ শালীটা তোমার সামনে আসবে না ।কারণ,তাঁর পর্দা করার সময় হয়েছে।বাকি দুইটা দেখতে পাইবা।

রিকু:আমার জন্য পানি হবে।

রাসেল:হুম ,তা হবে।

রাসেল ,মরিয়ম মরিয়ম বলে ডাকতে শুরু করল।

মরিয়ম:ভাইয়া,আসছি।

মরিয়ম আপু,এক জগ পানি ও গ্লাস রেডি কর।

রাসেল:পানির মধ্যে এক বাটি লবন দিল।

মরিয়ম:ভাইয়া,আরেক বাটি আমি দিলাম।

রাসেল:নাও ,আমার শালীর দেয়া পানি।

রিকু:যে পানি দিয়েছে তাঁকে আগে খেতে হবে,তারপর আমি খাব।

মরিয়ম পাশের ঘরে থাকায় কথাটা শুনতে পেল।মরিয়ম মেয়েটা একটু প্রতিবাদী টাইপের সাথে সাথে বলে ফেলল পানি চাইলেন আর খাবেন না।এ কেমন কথা।ব্যাচ এক কথায় দুই কথা বেজে গেল ঝগড়া।

কবির:কিরে,মরিয়ম কি হয়ছে?চুপ কর।

Rose Rose

মেয়েটা একটু চড়া মেজাজের হলেও রিকুর কাছে তাঁকে ভালো লেগে যায়।তাছাড়া,মরিয়মের ফ্যামিলিটাও ধর্মভীরু।সাত পাঁচ ভাবতে ভাবতে রিকুও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল।

সকালে যে যার মত ঘুম থেকে উঠল।আজ রিকু তাঁদের বাড়িতে চলে যাবে।সকালের নাস্তা শেষে রাসেলের শাশুড়িকে বলল আজ আসি খালাম্মা।একমাত্র মরিয়ম ব্যতিত পরিবারের সবাই তাঁকে জোর করা সত্ত্বেও সে চলে যেতে নাছোড়বান্দা।যেই বলা সেই কাজ।

রিকু:কবির ভাই,বেশ ভালো কাটলো এ দু’দিন।আপনাদের আমাদের বাসায় নিমন্ত্রন রইল।বাসে ওঠে রিকু চলে যাচ্ছে তাঁর বাড়িতে।রিকু ভাবতেছে,কি করা যায় মেয়েটাকে সে ভুলতে পারছে না।

মরিয়ম:কি আছে তাঁর মাঝে।দেখিনি তারপরও কেমন মায়া অনুভূতি হচ্ছে।কেন?এ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না সে।

রাসেল মরিয়মকে সাফ বলে দিল আর কখনও যেন রিকুর সাথে কোন কথা নাহয়।এভাবে বেশ কিছুদিন কেটে গেল।

মরিয়ম অধ্যায়টা একবারেই ভুলে গেল।সামনে তাঁর এস এস সি পরীক্ষা।

Rose

রাসেল:ভাইয়া ফোনটা নাও তো কে যেন তোমার সাথে কথা বলতে চাচ্ছে।

মরিয়ম:না,আমার সময় নেই। আজ আমার রসায়নের সাপ্তাহিক পরীক্ষা আছে।

রাসেল:আরে নাও,আমি দোয়া করে দিলাম পরীক্ষা ভালো হবে ।ইনশাহআল্লাহ।

Good Luck

৬মা্স কারো সাথে কোন যোগাযোগ নেই।হঠাৎ একদিন ফোন করল রিকু যেদিন মরিয়ম ভীষণ অসুস্থ।মরিয়ম চিকেন পক্সে আক্রান্ত।

রিকু:মরিয়ম আপা,কেমন আছেন?

মরিয়ম:এতটাই অসুস্থ ছিল যে কিছুই বলতে পারল না্।

রিকু:আমি বিদেশে চলে যাচ্ছি ঠিকমত পড়ালেখা কর।

মরিয়ম:মনে মনে খুবকষ্ট পেলেও কিছুই প্রকাশ করল না।

এবার থেকে রিকু মরিয়মের সাথে কথা না বললেও মরিয়মের পরিবারের অন্য সবার সাথে যোগাযোগ রেখে যাচ্ছে।

মরিয়ম এস এস সিতে খুব ভালো রেজাল্ট করল।গ্রামের একটি কলেজে এইচ এস সিতে ভর্তি হল মরিয়ম।লেখাপড়া ভালোই চলছে মরিয়মের।

Good Luck

হঠাৎ একদিন রিকু বন্ধুদের চাপাচাপিতে দু’পরিবারকে নিজের মতামত জানাল সাথে মরিয়মকেও সুযোগ বুঝে স্পষ্ট জানিয়ে দিল।

মরিয়ম:আমার পরিবারকে রাজি করাতে পারলে আমার কোন সমস্যা নেই।

মরিয়মের বাবা এবং চাচা রাজি না হতে চাইলেও কবির বদ্ধ পরিকর এখানেই বোনকে বিয়ে দিবে।

মরিয়মের পরিবার কিছু শর্ত ঝুড়ে দিল ।মেয়ের পড়ালেখা চালিয়ে যেতে হবে।তাঁরা কিছু দিতে পারবে না।

রিকুর পরিবার কোনক্রমেই রাজি হতে চাইল না।কারণ,দু’জনের বাড়ির দূরত্বটা অনেক বেশি,মেয়েটা শ্যামলা বর্ণের।যাই হোক রিকু তাঁর সিদ্ধান্তে অটল সে এখানেই বিয়ে করবে।আশ্চর্যের বিষয় হল দু’জন কখনই দু’জনাকে সরাসরি দেখে নি।ছবিতে দেখেছে মাত্র।

ইতিমধ্যে একমাসের ছুটি নিয়ে বাড়িতে এসে পড়ল।১০দিন শেষ ও হয়ে গেল।কিন্তু,বিয়ের কোন নাম নেই।রিকুর পরিবারের কেউ রাজি না হওয়াতে মরিয়মের পরিবারও বেঁকে বসল।বিয়েটা ভেঙে গেল।রিকু এবং মরিয়ম দু’জনের মনই খুব খারাপ হযে গেল।

আল্লাহর অশেষ মেহেরবানিতে কবির আবারো তাঁর চেষ্টা চালাতে শুরু করল।এবার মরিয়মের পরিবারে একমাত্র চাচা ছাড়া বাকি সবাই রাজি হয়ে গেল।রিকুও থেমে থাকে নি।তাঁদের পরিবারেও তাঁর এক বোন ব্যতিত আর সবাই মোটামুটি রাজি হয়ে গেল।বিয়ের দিন ঠিক হল।আল্লাহর রহমতে বিয়েটাও সঠিকভাবে সম্পন্ন হল।মরিয়ম এইচ এস সি পরীক্ষা দিল রেজাল্ট ও ভালোই হল।

রিকুর একটাই চাওয়া মরিয়মকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা।মরিয়ম এখনও রিকুর প্রচেষ্টায় সংসার করার পাশিপাশি লেখাপড়াও চালিয়ে যাচ্ছে।রিকু এবং মরিয়ম মিলে একটি সুখি ও সুন্দর সংসার গড়ে তুলছে।তাঁদের বাচ্চা ও হযেছে।

কিন্তু,রিকুর সাথে আজ অবধি তাঁর শ্বশুড়ের সাথে দেখা হযনি।কারণ,দু’জনেই প্রবাসী।

বিষয়: বিবিধ

১৪১০ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

162261
১৪ জানুয়ারি ২০১৪ রাত ১২:৩০
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৪ জানুয়ারি ২০১৪ রাত ১২:৩৬
116514
শারমিন হক লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
162263
১৪ জানুয়ারি ২০১৪ রাত ১২:৩৩
ভিশু লিখেছেন : মরিয়ম-রিকুকে মহান আল্লাহ কবুল করুন! আদর্শ পরিবার গড়ে তোলার সুযোগ করে দিন! আমীন!!...Praying ভালো, কিন্তু একসাথে থাকা দরকার খুবই...Happy সুন্দর গল্প... Good Luck Rose
১৪ জানুয়ারি ২০১৪ রাত ১২:৩৫
116513
শারমিন হক লিখেছেন : তাঁরা একসাথেই থাকে।ভালোভাবে পড়েনি মনে হয়।একটু সাবধানতার সাথে পড়লে দেখতে পাবেন।Good Luck
১৪ জানুয়ারি ২০১৪ রাত ১২:৪২
116517
ভিশু লিখেছেন : ও...Rolling Eyes একমাসের ছুটি নিয়ে এসে বিয়ে করে রিকু তাহলে মরিয়মকে বিদেশে নিয়ে গিয়েছেন...ফাইন...Happy Good Luck
১৪ জানুয়ারি ২০১৪ রাত ১২:৪৪
116518
শারমিন হক লিখেছেন : রিকুর একটাই চাওয়া মরিয়মকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা।মরিয়ম এখনও রিকুর প্রচেষ্টায় সংসার করার পাশিপাশি লেখাপড়াও চালিয়ে যাচ্ছে।রিকু এবং মরিয়ম মিলে একটি সুখি ও সুন্দর সংসার গড়ে তুলছে।তাঁদের বাচ্চা ও হযেছে

মনোযোগ সহকারে আরো একবার পড়ার জন্য ধন্যবাদ।
২৬ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৫৫
121730
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মরিয়ম এবং রিকু কি এখন মালশিয়ায় থাকে? নিশ্চয়ই তাদের একটি কণ্যা সন্তান হয়েছে!!!!
২৬ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৫৯
121731
শারমিন হক লিখেছেন : গ্যাঞ্জাম খানের খোলা চিঠি হবে হয়তো।
162265
১৪ জানুয়ারি ২০১৪ রাত ০১:১৫
আলোর আভা লিখেছেন : ভালো লাগলো আপু আপনাদের সুখের সংসার দীর্ঘজীবি করুন ।
২৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৩
121481
শারমিন হক লিখেছেন : দোয়া করার জন্য ধন্যবাদ।বাট তা রিকু-মরিয়মকে করলে মনে হয় বেটার হত।ভালো থাকবেন।
162272
১৪ জানুয়ারি ২০১৪ রাত ০১:৫৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ভালো লেগেছে ,তবে প্রথমে ভয় পেয়ে গেছিলাম বিয়ে হচ্ছে না দেখে পরে হয়েছে শান্তি পেলাম।
২৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৪
121483
শারমিন হক লিখেছেন : ভালো লেগেছে শুনে খুশি হলাম।এটাতো গল্প এমনটা হতেই পারে ভয় পাবার কিছু নেই ব্রাদার।আর বিয়েতে ঝামেলা হবেই এত কোন সন্দেহ নেই।
162298
১৪ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৩১
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনার বিয়ের ঘটনাটি পড়লাম। Happy বেশ বাধা পেরিয়ে অবশেষে বিয়ে হলো। আপনাদের প্রতি অনেক দু'য়া রইলো Praying Praying Praying
২৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৭
121485
শারমিন হক লিখেছেন : হুম,জটিল বলেছেন।ভালো থাকবেন আপু।এটা তো গল্প।ধন্যবাদ।
162326
১৪ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৫০
দ্য স্লেভ লিখেছেন : ভাল,,সুখী...
১৬ জানুয়ারি ২০১৪ সকাল ১১:২৪
117371
শারমিন হক লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
163076
১৬ জানুয়ারি ২০১৪ সকাল ১১:১৭
আলোকিত ভোর লিখেছেন : ভালো লাগলো Rose
১৬ জানুয়ারি ২০১৪ সকাল ১১:২৫
117374
শারমিন হক লিখেছেন : Good Luck Good Luck Good Luck
164645
২০ জানুয়ারি ২০১৪ রাত ১২:৫৪
প্যারিস থেকে আমি লিখেছেন :
হ্যালো:আসলামু আলাইকুম,কেমন আছ দোস্ত।
এখানে মনে হয় আসসালামু আলাইকুম হবে।
২৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৮
121487
শারমিন হক লিখেছেন : ভুলটা ধরার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।ধন্যবাদ।
২৬ জানুয়ারি ২০১৪ রাত ০৩:৪২
121597
প্যারিস থেকে আমি লিখেছেন : কিন্তু লেখাটা এডিট করেন নি।
২৬ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৩৪
121648
শারমিন হক লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File