বর্তমানে বাংলাদেশের স্বাধীনতার জন্য কোন দেশ হুমকি, ভারত? না পাকিস্থান?

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ২০ ডিসেম্বর, ২০১৩, ০৭:৫০:৪৮ সন্ধ্যা



দয়া করে পুরো লেখাটা মনোযোগ সহকারে পড়ে মন্তব্য করবেন।


১) খুব জানতে ইচ্ছা করছে আই সি সি তে টেস্ট স্ট্যাটাস দেওয়ার জন্য বাংলাদেশকে কোন দেশ সবার আগে সাপোর্ট দিয়েছিল?

২) ক্রিকেট খেলায় বাংলাদেশের কাছে হেরে কোন দেশ বলেছিল, আমরা আমাদের ভাইদের কাছে হেরেছি, আমরা চাই বাংলাদেশ উন্নতি হোক,

৩)কোন দেশ স্বাধীনতার পর হতে বাংলাদেশের বিরুদ্ধে একটি বারের জন্য নেগেটিভ কোন কাজ করে নি?

৪) যে দেশ কে আমরা সবসময় ঘৃনার চোখে দেখি, সেই দেশ কেন বাংলাদেশের সব কিছু তে সাপোর্ট দেয়?

৫) যারা ৭১ নিজেদের ভুল হয়েছে বলে স্বীকার করে নেই, তার পরে তাদের সাথে উঠে পরে লাগার কারণ কি ??

এখন জানতে চাই


৬) বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাক কোন দেশ মেনে নেয় নি? কারা এখন বাংলাদেশ কে টেস্ট স্ট্যাটাস কেড়ে নেওয়ার জন্য আই সি সি কে বলে ?

৭) কারা গত ১১ বছর থেকে বাংলাদেশ তাদের দেশে খেলার আমন্ত্রন দেয় নি, আগামী আরো ১০ বছরে ও দেবে কিনা সন্দেহ /

৮) কারা আমাদের কে ঘৃনার চোখে দেখে? সুযোগ পেলে ই আমাদের বিরুদ্ধে সারা বিশ্বে কাজ করে ?

৯) কোন দেশ সীমান্তে ৭১ পর হতে হাজার হাজার মানুষ হত্যা করেছে ?

১০) কারা আমার বোন ফেলানিকে ( বাংলাদেশকে ) কাটা তাঁরে ঝুলিয়ে রেখেছিল, ?

১২) কোন দেশ আমাদের বিরুদ্ধে নেগেটিভ প্রচার করে যাচ্ছে বিশ্বময়?

১৩) কারা আমাদের বুকের উপর বাধ দিয়ে আমাদের কে অর্থনৈতিক ভাবে পঙ্গু করতে চাচ্ছে?

বলতে গেলে হাজার হাজার বিষয় বলা যায়, একজন স্বাধীন বাংলাদেশী নাগরিক হিসেবে ১০০০ মাইল দূরের পাকিস্তান কে আমাদের স্বাধীনতার কোন হুমকি মেনে নেয়া যায়, আবার ঠিক তত টুকু ই হুমকি মনে হয় যে, ভারতই একমাত্র দেশ যারা স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকি, আসলে বাংলাদেশের বর্তমান বাকশালি ভারতীয় দালাল সরকার একের পর এক ইস্যু বানাতে গিয়ে কখন কি করবে তার ঠিক নাই, ওদের মনে বাংলাদেশের প্রতি কোন দরদ নেই, না হলে একটি তাবেদার দেশের পক্ষে নিজেদের দাড় করিয়ে দেশের স্বাধীনতা কে হুমকির মধ্যে ফেলে দিত না, সরকারের ছত্রছায়ায় যেভাবে কিছু ফ্যাসিবাদী একটি বিদেশী দেশের বিরুদ্ধে লেগেছে , সেই হিসেবে যদি ঐ দেশ বাংলাদেশের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে , তখন দেখা যাবে এই ফ্যাসিবাদিরার কি করে, আর পাকিস্থানের উচিত যে যে ক্ষেত্রে বাংলাদেশ কে তারা আন্তর্জাতিক ভাবে সাপোর্ট দিয়ে আসছে তা বন্ধ করে দেয়া, তখন দেখা যাবে কত ধানে কত চাল হয়,

একজন বাংলাদেশী হিসেবে দৃঢ ভাবে বিশ্বাস করি, আমেরিকার ফাউন্ডার ফাদার্স জেফারসন একটি কথা বলেছিলেন, ' আমাদের হাত এত টুকু ই লম্বা করা উচিত , যাতে অন্যের নাকের নাগাল না পায়,' আমরা কিছু আমাদের হাত এত লম্বা করেছি যে নাকের ভিতর দিয়ে গিয়ে অন্যদের কলিজায় আঘাত করতেছি, তয় ভয় হয় যখন তা রিটার্ণ আসবে কিভাবে আমরা আমাদের কলিজা তথা অস্তিত্য রক্ষা করব ??

বিষয়: বিবিধ

২০১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File