ত্রাতা তুমি
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২০ মার্চ, ২০২০, ০৯:৫১:৪০ রাত
করোনা থেকে দূরে রাখো মোদের
তোমার করুণা থেকে নয়
বুঝে গেছে সবে,শেষে অবশেষে
তুমি ছাড়া কেউ কারো নয়।
নেই ক্ষমতা দুর্দিনে কারো
হোকনা যেজন যত বড় আরো
তোমার কাছে তুচ্ছ সবই
শুধু তুমিই সবই পারো।
তোমার ক্ষমতা,মমতা প্রেমও
কে আছে আর তোমার সম
বিদ্রোহীজন মানে না কেবল
মানে বিশ্বাসী, অন্তর মম।
অগণিত প্রিয় বান্দা তোমার
সেজদায় লুটে কাঁদে বেসুমার
তাদেরে তুমি দিওনা ফিরায়ে
তুমি মহান, আল্লাহু আকবার।
মোদেরে তুমি ক্ষমা করে দাও
করোনা তোমার নাও তুলে নাও
মিশে যেতে বল বাতাসের সাথে
ত্রাতা তুমি,মোদের বাঁচাও।
বিষয়: সাহিত্য
৭৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন