****ভিশন ****
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১১ মে, ২০১৭, ০৪:৪৮:০৩ বিকাল
ভিশন টিশন চাই না মোরা
চাই অধিকার ভোট ভাতের
ভিশন একুশ ভিশন তিরিশ
সব মুলা ভাই এক জাতের।
-
চাই নিরাপদ জনম নিবার
চাই স্বাভাবিক মরনের
জন্ম মৃত্যুর নাই গ্যারান্টি
কি লাভ হবে ভিশনের?
-
মায়ের পেটে খায় যে গুলি
ভিশন কি আর তার সাজে
যে খুকিটা ধর্ষিতা আজ
লাগবে ভিশন তার কাজে?
-
প্রিয়জনহারা যে মুখগুলোর
আর্তনাদে বুক ছিরে
তাদের কাছে ভিশন ভাষন
একটুকু চায় না ফিরে।
-
ভিশন একুশ ভিশন তিরিশ
লক্ষ্য শুধু ক্ষমতার
লংকায় গিয়ে সবাই রাবণ
কি লাভ হয় জনতার?
বিষয়: বিবিধ
১৪১৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নেতাদের এতে ভয় ভীষন
মন্তব্য করতে লগইন করুন