জয় বাংলা! জয় হিন্দ!!!

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:৫০:০৬ সন্ধ্যা

কপি পোস্ট

দুই দিন ধরে ছাগুরা ফেসবুকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান'কে নিয়ে খুব লাফাচ্ছে।

এটা খুবই বিরক্তি কর।

.

ইমরান খান নাকি জাতিসংঘে বিশ্ব ইসলাম নিয়ে কথা বলেছে,বিশ্বের সকল নির্যাতিত মুসলিমদের নিয়ে কথা বলেছে।

ইমরান খান বিশ্বের মুসলিমদের নিয়ে চিন্তিত। আচ্ছা, ইমরান খান কি নিজে মদীনা সনদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছে? ইমরান খান কি নিজের দেশ থেকে কওমি অব ফাদার নামে কোন উপাধি পেয়েছে?

ইমরান খানের বাবা কি পাকিস্তানে প্রথম ইসলাম প্রচার করেছিল? ইমরান খানের বাবা কি প্রথম পাকিস্তানে মদ জুয়া হারাম করেছিল?

ইমরান খান কি তাহাজ্জুদ নামাজ পড়ে?

পাকিস্তানের খেলার দিন নামাজ পড়ে কি দোয়া করে?

কি আশ্চার্য, তারপরো ছাগুরা ইমরান খানের ইসলাম প্রীতি নিয়ে কত প্রশংসা করে যাচ্ছে।

.

এই দেশের রাজাকারদের পোষ্টগুলো পড়ে মনে হচ্ছে ইমরান খানের গা থেকে মানবতা বেয়ে বেয়ে পড়ছে।

কত্ত বড় মানবতাবাদী ইমরান খান।

কই ইমরাম খান তো, তার দেশে একটা রহিঙ্গাকে আশ্রয় দেয় নি। আমরা ২০ লক্ষেরও বেশি রোহিঙ্গা আশ্রয় দিয়েছি কোন রকম নোবেলের আশা ছাড়াই।

নোবেলের কথা যখন আসছে তো এইটা নিয়া একটু বলি।

এখন পর্যন্ত কোন পাকিস্তানী ব্যাক্তি দাবী তুলেছে? যে ইমরান খানের নোবেল পাওয়া উচিত।

নোবেল তো অনেক দূরের কথা। এখন পর্যন্ত একটা সাউথ সাউথ আন্তর্জাতিক মানের কোন পুরস্কার পেয়েছে? কিংবা ভ্যাক্সিন এওয়ার্ড?

আন্তর্জাতিক বাদ দিলাম,পাকিস্তানে সে এখন পর্যন্ত কোন ফাদার অব হিউম্যানিটি উপাধি পাইছে?

তো ইমরান কি এমন এক মানবতাবাদী লোক হইয়া গেল?

.

অনেক ছাগুদের দেখছি ইমরান খানের যোগ্যতা নিয়ে প্রশংসা করছে। ইমরান খান বিশ্বের ১ নাম্বার বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছে। অক্সফোর্ড থেকে লাখ লাখ ছাত্রছাত্রী পড়াশোনা করে বের হয়েছে,কয়জন প্রধানমন্ত্রী হতে পারছে এদের মধ্য থেকে? তাহলে অক্সফোর্ডে পড়ে ইমরান খান কি এমন ব্যাক্তি হইয়া গেছে?

যোগ্যতা দেখতে হলে প্রথমে দেখতে হবে সে কয় ডজন ডিগ্রী অর্জন করতে পারছে। ইমরান খানের কয়টা ডিগ্রী আছে? হু।

ইমরান খান এতই যদি যোগ্য লোক হত তাহলে টানা তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হত।

ভোট কেন্দ্রে ১০০% ভোট পাইত।

ইমরান খান কি কোন কেন্দ্রে ১০০% ভোট পাইছে? কেউ দেখাতে পারবে?

.

আমি আরেকটা বিষয় নিয়ে খুবই আশ্চার্য হয়েছি।

একটা দেশের প্রধানমন্ত্রী তার দেশের জনগনের কথা চিন্তা করে, জনগনের কথা বলে। কিন্তু ইমরান খান দেশের জনগনের কথা বাদ দিয়া সে গাছের কথা চিন্তা করে। ভারত তার দেশের ১০ টা গাছ ধ্বংস করে দিয়েছে এটা নিয়ে সে খুব কষ্ট পাইছে।

এইটা সে বিশ্বের কাছে বিচার দিছে।

চিন্তা করেন, এইটা কোন ধরনের সাইন্স?

কতটা লেইম মার্কা কথাবার্তা।

আরে বাবা তুই দেশের জনগনের কথা বল।

দেশের জনগন তোরে ভোট দিছে জনগনের সেবা করার জন্য। এই ধরনের ইন্টেলেকচুয়াল কথা বল।

তাহলে তুই নোবেল না পাক, অন্তত বিশ্বের দুই নাম্বার প্রধানমন্ত্রী তো হতে পারবি।

.

আমি বুজিনা ছাগুরা এই ইমরান খান নিয়া এত হাইপ তুলছে কেন? আমাদের নিজের ও আশে পাশে কত যোগ্য লোক,দুই নাম্বার লোক আছে। তাদের প্রশংসা না করে তাদের হাইপ না তুলে কোথাকার কোন ইমরান খানের বন্দনা করছে।

সবার শুভ বুদ্ধি উদয় হোক।

জয় বাংলা,জয় হিন্দ।

Abul Mal

বিষয়: বিবিধ

৭৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File