স্বাধীনতার ৪৩ বছর
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ ডিসেম্বর, ২০১৩, ০১:১৭:৫৭ দুপুর
৪৩ বছর পার করেছি ভেবেছিলাম স্বাধীন
আজকে দেখি আছি আমি অন্য কারো অধীন
যায়না কথা বলা এখন মনে যা আসে
বলার আগে দেখতে হয় কে আছে পাশে
?
স্বাধীনতার মানে এখন থাকতে হবে চুপ
নইলে কিন্তু গোমের খাতায় দিতে হবে ডুব
সইতে হবে চোখ বুজে যত রকম ত্রাস
মাথার উপর ঘুরুক যত রাষ্ট্রিয় সন্ত্রাষ
?
৪৩ বছর পার করেছি ভেবেছিলাম স্বাধীন
আজও কেন লাশ বহরে পাশের বাড়ীর ঋণ
এই যদি হয় মুক্তযুদ্ধ আর স্বাধীনতার মানে
যুদ্ধে আবার নাম লিখালাম কসম আল্লাহর নামে
বিষয়: বিবিধ
৯২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন