"মূল্যায়ন"
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ৩০ জানুয়ারি, ২০১৭, ০২:৩৪:৩৪ রাত
কাছের মানুষ গুলো যখন কাছে থাকে তখন কেউই মূল্যায়ন করেনা। এমন কি অনেক পরিবারে নিজ পরিবারের লোকেরাও মূল্যায়ন করেনা। যখন সে দুরে অনেক দুরে চলে যায় চাইলেই তখন ছুটে আসতে পারেনা তখন তার দাম বেড়ে যায় অনেক অনেক। সবাই তখন তাকে মিস করে। তখন সময় করে মেসেজে খোজ খবর নেয়। আরো মূল্য বাড়ে যখন সে না ফেরার দেশে চলে যায়। যখন আর তাকে মেসেজ দিয়েও পাওয়া যায়না। তখন তার মূল্যায়ন বেড়ে যায় সর্বক্ষেত্রে। তখন জনমুখে শুনা যায় আহারে কত ভালো আছিলো। কিন্তু যখন সে ভালো মানুষটাই ভালো কাজগুলো করেছে তখন তারাই গাল-মন্দ করেছে। আর হারানোর পর এতই দাম দিচ্ছে যে মনে হয় বেঁচে থাকতে তাকে কতইনা সম্মান করেছে। মানুষ আপনজনকে হারালেই বুঝে কি হারিয়েছে। তখন ইচ্ছে হয় ইস........যদি সে থাকতো তবে এটা করতাম সেটা করতাম। কিন্তু তখন আর তাকে খুশি করার কোন সুযোগই কাজে লাগানো যায়না। তাই বেঁচে থাকতেই মানুষের মূল্যায়ন করা উচিৎ হারিয়ে গেলে আফছূছ না করে। মানবতা দিনকে দিন অমানবিকতায় রূপ নিচ্ছে। হয়তো এমন একসময় আসবে যখন মানুষের মানবতা পশুর মানবতার সাথে পুরোপুরিই বদল হবে। তখন পশু পাবে মানবতা আর মানুষ হবে সর্ব নিকৃষ্ট হিংস্র জানোয়ারের তকমা। হে আল্লাহ্! আমাদের ঈমান বিপরীত দিকে পরিবর্তন হওয়ার আগেই ঈমানের সাথে তোমার নিকটতর করে নিও............। আমিন।
বিষয়: বিবিধ
১০০৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন