জরুরী ঘোষণা : আবারও নতুন ডোমেইনে বিডিটুডে
লিখেছেন লিখেছেন সম্পাদক ১০ সেপ্টেম্বর, ২০১৪, ০২:৫৮:২৭ দুপুর
সুপ্রিয় পাঠক,
আবারও সরকারের কালো থাবায় নিপতিত হলো onbangladesh.org নামের জনপ্রিয় ওয়েব পোর্টালটি। মাটি ও মানুষের পক্ষে সোচ্চার এই সাইটটি এর আগেও বেশ কয়েকবার বিনা কারণে সরকারের খড়গহস্তে পতিত হয়। যতবার ব্লক করা হয় ততবারই আমাদের নতুন ডোমেইনে চলে যেতে হয়েছে। সর্বশেষ (onbangladesh.org ) সাইটটি অধিকাংশ ইন্টারনেট গেটওয়েতে ব্লক করায় অনেক পাঠক প্রবেশ করতে পারছেন না বিধায় আমরা নতুন ডোমেইন http://www.bdmonitor.net চলে যাচ্ছি। আজ রাত থেকে পাঠক সরাসরি এই ডোমেইনে সাইটটি সচল পাবেন। পাশাপাশি পূর্বের ডোমেইনেও দেখতে পাবেন।
ধন্যবাদান্তে,
সম্পাদক
বিষয়: বিবিধ
৩৩৩৮ বার পঠিত, ৭৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এ লড়াইতে আমরাও আছি!!!
লড়াই চলবে........।
সাহসী পদক্ষেপের জন্য টু'ডে ব্লগ ও ম্যাগাজিন কে ধন্যবাদ। আমরা সর্বদা পাশেই আছি। ধন্যবাদ।
এ লড়াইয়ে সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। আমি অবশ্য আগের সাইটে পাচ্ছি।
যাক সস্থি পেলুম :-) আমি ভাবছিলুম আমারি সমস্যা মনেহয় এখন দেখি সরকারের সমস্যা
ব্লগারদের হৃদয়ে নীড় হল ব্লগ। ব্লগারদের মত প্রকাশের একমাত্র মাধ্যম এ ব্লগের বিরুদ্ধে সরকারের ন্যাক্কার জনক পদক্ষেপ ব্লগ কতৃপক্ষকে নয়, আমাদের সবার কন্ঠ রোধের শামীল। তাই ব্লগাররা শুধুমাত্র নিন্দা করে বসে থাকলে চলবে না। তাদেরকে এগিয়ে আসতে হবে। বজ্র কন্ঠে আওয়াজ তুলতে হবে। প্রতিহিংসার এ রাজনীতি চর্চা বন্ধে ব্লগারদের লিখতে হবে। প্রয়োজনে নিজেদের অকুন্ঠ সাপোর্ট দিয়ে এটিকে এগিয়ে নেবার জন্য এক হতে হবে। এটি এখন সময়ের দাবী ব্লগারদের ঐক্য গড়ে তোলার মাধ্যমে ব্লগকে রক্ষা করা।
ধন্যবাদ কতৃপক্ষকে যারা হিংসুটে অযোগ্য অর্থর্ব একটি গোষ্ঠীর হাজারো প্রতিবন্ধকতায় টিকে আছে।
অবৈধভাবে নির্বাচনী তামাশার মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার মসনদে জগৎদল পাথরের ন্যায় জাতির ঘাড়ের উপর বসে থাকা দেশ ও মাটির সাথে শেখড়হীন এক কৃত্রিম জানোয়ার বা হাইওয়ানে নালায়েক। আমাদের দেশীয় জাতের শিয়াল যেমন দিনের বেলায় সূর্যালোকে নিজেকে জাহির করতে পারে না তেমনই এসব অন্ধকার গলির রাজনৈতিক মন্দ কীটগুলোও আলোকিত পথ কি জিনিস তা দেখতে ও বুঝতে হিম্মত করে না। তাদের চিন্তা ভাবনায় যেমন পশ্চাৎমূখিতা খাসলত-স্বাভাবেও এরা মারাত্মকভাবে দড়ি ছেড়া বলদের মত। প্রতিবেশী ল্যান্ডিয়ান শেল্টারগান্ধী আর নরাধম মোদিরাই মূলত টেশ দিয়ে রেখেছে বাংলাদেশের ক্ষমতায়। এভাবে যতদিন তারা ক্ষমতায় থাকবে ততদিন তারা দেশের ভাল যাকিছু আছে সবকিছুই ধ্বংস বা বন্ধ করার সিলসিলা চালু রাখবে। আওয়ামী জাহেল মুর্খদের এসব বজ্জাতগিরির মোকাবিলা করেই ঠিকে থাকতে হবে। এসব জ্ঞানপাপী মূর্খদের কোনদিনই বোধদয় হবে না যে কোন অনলাইন বিত্তিক আদর্শিক আন্দোলন বা সামাজিক মিডিয়াগুলোর আবেদন দিন দিন বাড়ছে বিরাম গতিতে। শত চেষ্ট করেও এসব এই গতিকে আকটিয়ে দেযা সম্ভব নয় তা আত্মবিকৃত, বিবেক বর্জিত রাজনৈতিক টাউটদের বুঝে আসার কথা নয়। তারা এখনো আছে সেই মান্ধাত্মার আমল তাদের তথাকথিত পিতার পলিসি তথা চারটি রাষ্ট্রীয় পত্রিকা খোলা রেখে বাকী সমস্ত বিরোধী/প্রতিবাদী মিডিয়ার কন্ঠরোধ করলেই সবকিছু দমিয়ে রাখা সম্ভব হবে জ্ঞান করে। প্রদীপের আলোতে সবকিছু আলোকিত হয়ে সবার দৃষ্টিগোচর হলেও কিছু কিছু গর্দভ আছে যারা নিজের চোখ বন্ধ রেখে বলতে থাকে কিছুই দেখা যাচ্ছে না!! আওয়ামী পলিসিও অনেকটা সেরকমই। এযাবত কতবারই না বন্ধ করার ব্যার্থ চেষ্টা করা হলো টুডে ব্লগকে। কিন্তু স্থায়ীভাবে কোন অবস্থাতেই টুডে ব্লগের অগ্রযাত্রা রোধ করা সম্ভব হয়েছে? কিন্তু এসব নির্বোধ বেকুবদের কে বুঝাবে তাদের অন্যায় কাজটাও চরমভাবে ব্যর্থ হতেই থাকবে। এসব লেজকাটা শেয়ালের বাচ্চাদের কখনো বুঝে আসবে না যে একটি ওয়েব সাইট বা তার ডোমেইন বন্ধ করলেই হাজার হাজার ব্লগার/ভিজিটর/পাঠকদের অন্তরের চাহিদার উপর নিয়ন্ত্রয়ণ আরোপ করতে পারবে না!
সম্মানীতি সম্পাদক এবং এডমিনদের জন্য আমাদের প্রাণ ভরা দোয়া রইল।
আমাদের এই প্রিয় অঙ্গণটি যেন মহান আল্লাহ হেফাজত করেন। এবং টিকে থাকার জন্য আমরা সবাই ভুমিকা রাখতে পারি।
ঘটনাটি দুঃখজনক।
সাথে রয়েছি, ইনশা আল্লাহ থাকব।
নিন্দা জানাই
সরকারের এই হীনমন্য
আচরণের।
নিন্দা জানাই
সরকারের এই হীনমন্য
আচরণের।
তাই অনেক আমরা যাদের কাছ থেকে নেট কানেকশন নেই ওরা যদি বিরোধী মতের হয় তাদের ওরাও অনেক সময় বন্ধ করে রাখতে পারে।
ধন্যবাদ
কিন্তু তাঁকে মাঝে মাঝে কেমন যেন হতোদ্যম মনে হয়-
জীবানুমুক্ত তাজারক্তের ডোনাররা তো লাইনে দন্ডায়মান আছেই - থাকবে ইনশাআল্লাহ
তাই আজ থেকে স্লোগান হোক ---
দা ব্ল্লম হাতে ধরো
জামাতি তালেবান বিদায় করো
মাঝে কয়েকদিন ব্লগে ঢুঁকতে পারিনি, কোনও দিনবা ম্যাগাজিন ঘুরে এসেছি৷ বুঝিকম তাই নিজের অক্ষমতাই ভেবেছি৷ এখন স্বস্তি পেলাম৷ সবাই ছিলাম, আছি, থাকব ইনশাআ্লাহ৷
যুক্তিকে যুক্তি দিয়ে ঠেকানো শিখতে হবে । তা না করে এর বিরুদ্ধে গলাবাজি করা মানে রেগে যাবার লক্ষণ । আর ''রেগে গেলেন তো হেরে গেলেন''
সত্যকে কখনও চাপিয়ে রাখা যায় না । একদিন না একদিন সে বের হয়ে আসবেই , হয়ত ঘরের লোকের মাধ্যমেই । হচ্ছেও তাই ।
আমাদের এই প্রিয় অঙ্গণটি যেন মহান আল্লাহ হেফাজত করেন। এবং টিকে থাকার জন্য আমরা সবাই ভুমিকা রাখতে পারি।
যাই হোক আপনারা আবার নতুন ডোমেইনে এসেছেন জেনে ভালো লাগলো!
যা হোক, আপনাদের কাছে অনুরধ রইল, আপনারা এই ব্লগের শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটা ফেসবুক গ্রুপ করুন আর আমাদের জানিয়ে দিন আপনাদের পদক্ষেপ সমুহ। শুভকামনা রইল আপনাদের প্রতি.
ডোমেইন পরিবর্তন হওয়ার সাথে সাথে একটা সমস্যায় পতিত হয়েছি ।
সমস্যা হল এই ,আগে আমি মজিলা ফায়ারফক্স থেকে প্রতিমন্তব্য করতে পারতাম এখন সেটা হচ্ছেনা !
কেন হচ্ছেনা বুঝতে পারতেছিনা ।
উদ্যোক্তাকে...
অনবরত ফাইট করে যাওয়ার জন্য।
মন্তব্য করতে লগইন করুন