কবিতাঃ আমায় নিয়ে চলো

লিখেছেন লিখেছেন আবরার আকিব ২৮ মার্চ, ২০১৭, ০৬:২১:৩৩ সন্ধ্যা

গাঁয়ের ছেলে আর শহুরে ছেলের চলছে কথোপকথন,

গায়ের ছেলে শহুরে ছেলেকে বললো হেসে - হেসে,

আচ্ছা তুমি কী কখনো পূর্ণিমা রাতে জোস্নায় ডুবেছ?

তুমি কী আমাবস্যা রাতে একা হেটেছ?

তুমি কী হেমন্তে কৃষকের ধান কাটা উৎসব দেখেছ?

তুমি কী বিলে কখনো পল্লি বালক-বালিকাদের সাথে শাপলা ফুল তুলেছ?

তুমি কী পুকুরে ডুব-সাতার খেলা খেলেছ?

তুমি কী কাদায় - কাদায় মাখামাখি হয়ে গড়াগড়ি খেয়েছ?

তুমি কী কখনো গ্রাম্য বালকদের সাথে ডাঙগুলি খেলেছ?

তুমি কী কখনো জাম্বুরা দিয়ে ফুটবল খেলেছ?

তুমি কী রাখাল ছেলের বাঁশির সুর শুনেছ?

তুমি কী পুতুলের বিয়ে - বিয়ে খেলা খেলেছ?

তুমি কী বৌচি, গোল্লাছুট, দারিয়াবান্দা, টুক্কোরো - টুক খেলা খেলেছ?

তুমি কী দল বেঁধে ঘুরি উড়িয়েছ?

তুমি কী কখনো কাদামাখা হয়ে মাছ ধরেছ?

তুমি কী কখনো ঘুঘুর ফাদে ঘুঘু ধরা পড়তে দেখেছ?

তুমি কী কখনো পাখির বাসা ভেঙেছো?

তুমি কী শীতের সকালে মায়ের হাতের ভাপা পিঠা খেয়েছো?

শহুরে ছেলে বললো হেসে- হেসে

এই যে গাঁয়ের ছেলে এবার তুমি দয়া করে এবার, থামো থামো

আমি যে এসব কিছুই দেখিনে, কিছুই জানিনে

তুমি কী আমাকে যাবে নিয়ে তোমাদের গ্রামে?

সারাদিন এ গাঁও হতে অন্য গাঁয়ে, বেড়াবো ঘুরে,

তোমার হাত টি ধরে।

শহরের এই বদ্ধ জীবন আমার যে আর লাগেনা ভাল ;

আমায় নিয়ে চলো - নিয়ে চলো;

তোমার সাথে তোমার গাঁয়ে নিয়ে চলো।

বিষয়: বিবিধ

১০৩০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382465
২৯ মার্চ ২০১৭ বিকাল ০৪:৫৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : বাহ, কি চমৎকার করে আপনার হৃদয়ের কথাগুলো ব্যাক্ত করেছেন। খুব ভালো হয়েছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File