যদি তুমি আবার আসতে

লিখেছেন লিখেছেন সাইয়িদ রফিকুল হক ২৯ জুলাই, ২০১৬, ১১:২৩:৫৩ সকাল



যদি তুমি আবার আসতে

সাইয়িদ রফিকুল হক

ঘুম ভেঙেছিলো সেদিন খুব সকালে

তবুও কী ফুল ফুটেছিলো বাগানে তা দেখিনি,

শুধু দেখলাম বাড়ির সামনে মস্ত গেটটার পাশে

নবীনা-শিউলিগাছটির নিচে তুমি দাঁড়িয়ে!

আরও জানি, সেদিন আকাশে ছিল নাকো

কোথাও-কোনো মেঘ কিংবা মেঘের ছায়া,

রোদের আবির্ভাব তখনও হয়নি শুরু,

তবুও চারদিকটা আলোয় কী ঝলমল করছিলো

শুধু তোমার উপস্থিতিতে।

শিউলীতলায় শুধু একবার দেখেছিলাম তোমাকে,

আর কিছু মনে নাই,

আর কিছু ভাবি নাই,

তবুও শুধু দেখি তুমি দাঁড়িয়ে রয়েছো শিউলিতলায়,

আবার কখন এসেছিলে জানি না,

আবার কবে আসবে তুমি তা-ও তো জানি না,

শুধু জানি, তুমি আসবে, আসবে,

আমারই শিউলিতলায়।

আজও এসে দাঁড়িয়েছি এই আলো-ঝলমলে সকালে

একটুখানি তোমার দেখা পাবো বলে,

আজও ঝরছে অগণতি শিউলিফুল,

আর কী সুন্দর মৃদুমন্দ বাতাস,

ঝিরঝিরে বাতাসে এখন শুধু ঝরছে শিউলি,

বাতাসে পাচ্ছি শুধু শিউলির ঘ্রাণ

কত আয়োজন চারপাশে তোমাকে বরণ করতে

যদি তুমি আবার শিউলিতলায় আসতে!

সাইয়িদ রফিকুল হক

মিরপুর, ঢাকা, বাংলাদেশ।

০৮/০৪/২০১৬

বিষয়: সাহিত্য

৮৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File