সালাত কি জীবনে পরিবর্তন আনে?

লিখেছেন লিখেছেন তট রেখা ০৬ জানুয়ারি, ২০১৬, ০৩:৪৫:৫৭ দুপুর

এ কথা বলা হয়, সালাত মানুষের জীবনে পরিবর্তন আনে। কিন্তু আসলে কি তাই?

হ্যাঁ, আসলেই তাই। সালাত মানুষের জীবনকে পরিবর্তন করে।

সালাত কি আপনার জীবনের বর্তমান অবস্থা বা হঠাৎ উপস্থিত হওয়া কোনো পরিস্থিতির পরিবর্তন আনে?

না, সব সময় নয়। কিন্তু আপনার দৃষ্টি ভঙ্গীর পরিবর্তন আনে, যা দ্বারা আপনি ঐ ঘটনা গুলোকে অবলোকন করেন।

সালাত কি আপনার আর্থিক ভবিষ্যতের কোনো পরিবর্তন আনে ?

না, সব সময় নয়। কিন্তু কে আপনার অভাব পূরণে প্রকৃতই সক্ষম, তাঁকে আপনি খুঁজে পাবেন।

সালাত কি আপনার ভগ্ন হৃদয় বা ভগ্ন স্বাস্থ্য পরিবর্তন করে?

না, সব সময় নয়। কিন্তু তা আপনার শক্তি ও স্বস্তির উৎসের পরিবর্তন করে।

সালাত কি আপনার কামণা-বাসনার পরিবর্তন করে?

না, সব সময় নয়। কিন্তু তা আল্লাহর চাওয়া কে আপনার চাওয়া তে রূপান্তরিত করে।

সালাত কি আপনি পৃথিবীকে যে ভাবে দেখেন তার পরিবর্তন করে?

না, সব সময় নয়। কিন্তু কার চোখে আপনি বিশ্ব দেখেন, তার পরিবর্তন অবশ্যই করে।

সালাত কি আপনার অতীতের দূঃখ-বেদনা, অপূর্ণতাকে পরিবর্তন করে?

না, সব সময় নয়। কিন্তু তা আপনার ভবিষ্যতের জন্য আশা-আকাংখার পরিবর্তন ঘটাবে।

সালাত কি আপনার চতুষ্পার্শ্বের মানুষ গুলোকে পরিবর্তন করে?

না, সব সময় নয়। কিন্তু তা আপনাকে পরিবর্তন করে- সমস্যা সব সময় অন্যের মধ্যে নয়।

সালাত কি আপনার জীবনকে এমন ভাবে পরিবর্তন করে, যা আপনি ব্যাখ্যা করতে সক্ষম নন?

হ্যাঁ, অবশ্যই সব সময় ! এটা আপনাকে ভেতর থেকে বাহিরে পুরোটাই পরিবর্তন করবে।

সুতরাং সালাত কি আপনার জীবনের কোনো কিছুর পরিবর্তন করে?

হ্যাঁ! সালাত আপনার জীবনের সবটুকুরই পরিবর্তন করে!

(সূত্রঃ ফেসবুক থেকে সংগৃহীত ও অনুদিত)

বিষয়: বিবিধ

১১৮০ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356351
০৬ জানুয়ারি ২০১৬ রাত ১১:২২
শেখের পোলা লিখেছেন : আর এজন্য সালাত কায়েম করার কথা বলা হয়েছে৷ তা শুধুই আদায় করা নয় ধারা বজায় রাখা, যাতে এক ওয়াক্তের নামাজের পর ভাল থেকে মন্দে মনের ফিরে যাওয়ার আগেই আর এক ওয়াক্ত এসে যায়৷ তাতে খারাপে ফিরে যাবার সময়কে সংর্কীর্ন করে মানুষের চরিত্রকে বদলে দেয়৷ধন্যবাদ৷
০৭ জানুয়ারি ২০১৬ সকাল ০৭:০৫
295885
তট রেখা লিখেছেন : খুবই সুন্দর কথা বলেছেন। জাযাকাল্লাহ খায়রান।
356458
০৮ জানুয়ারি ২০১৬ বিকাল ০৪:২৪
আফরা লিখেছেন : খুব ভাল লাগল ধন্যবাদ ভাইয়া ।
০৯ জানুয়ারি ২০১৬ রাত ১২:০৩
295949
তট রেখা লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
358445
০৪ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:৫৯
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : যে সালাত আদায় করে সে-ই বঝতে পারবে একথা। আর যিনি করেন না তার কাছে এটি বাজে কথা।
০৪ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:৪১
297325
তট রেখা লিখেছেন : জাযাকাল্লাহ খায়রান।
361478
০৫ মার্চ ২০১৬ রাত ০৮:৩৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : ব্লগে নিয়মিত হওয়ার অনুরোধ রইল
০৫ মার্চ ২০১৬ রাত ১১:৩৯
299608
তট রেখা লিখেছেন : ধন্যবাদ। চেষ্টা করব।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File