অজ্ঞান পার্টি হতে সাবধান

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৭ জুন, ২০১৬, ০৪:৫৭:৫৫ বিকাল



ঈদকে কেন্দ্র করে রাজধানী ও এর আশপাশের এলাকায় আবারো সক্রিয় হয়ে উঠেছে অজ্ঞানপাটির সদস্যরা। রাস্তা পথে যানবাহনে চলতে ফিরতে ইসুপগুলের ভুষি মিশ্রিত পানীয়, আখের রস, সেক্স, ডায়াবেটিস অথবা গ্যাস্ট্রিক ‘নিরাময়ক’হালুয়া খাইয়ে প্রতারণার ফাঁদ পেতেছে তারা। রাজধানীতে গত বছর ও তার আগের বছর অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম বেশি ছিল। এবারও তারা দৌরাত্মের চেষ্টা চালাচ্ছে। অজ্ঞানপার্টির সদস্যরা বাসের যাত্রী সেজে অথবা বিক্রয় প্রতিনিধি হিসেবে মানুষকে আকৃষ্ট করে অজ্ঞান করার ওষুধ মিশ্রিত খাবার খাওয়ান। একইভাবে রাস্তায় খাবারের পসরা বসিয়ে (আখের রস, ডাব ও হালুয়া, ইসুপগুল) এবং সিএনজিতে যাত্রীবেসে অন্য যাত্রীকে উঠানো কিংবা পান ও জুস খাইয়ে। অজ্ঞান পার্টি ও মলম পার্টির সদস্যরা এমনভাবে মানুষের সঙ্গে মিশে গিয়ে কথা বলেন যে অধিকাংশরাই চিনতে না পেরে তাদের পাতানো ফাঁদে পা দিয়ে খাবার খান, কেউ জুস কিংবা ডাবের পানি খান। কেউবা ইসুপগুল ও হালুয়া। এসব খেয়ে অজ্ঞান হন। হারিয়ে ফেলেন সর্বস্ব। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বসাধারণকে সচেতন থাকতে হবে সবচেয়ে বেশী। যেমনঃ দুরবর্তী স্থানে যাতায়াতকারী যাত্রীরা প্রয়োজনীয় খাবার নিজ ব্যবস্থাপনায় বহন খুবই নিরাপদ। গাড়ীতে থাকাবস্থায় অধিক সচেতন থাকা।

বিষয়: বিবিধ

৯১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File