সোনার কলস (ছোটদের রাসূলের গল্প)

লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৫৯:৩৮ বিকাল

#সোনার_কলস

এক লোক একজনের কাছ থেকে এক খণ্ড জমি কেনে। সেই জমি চাষ করতে গিয়ে সে একটা কলসী পেলো। তাতে ছিলো স্বর্ণ। লোকটি বিক্রেতার কাছে গিয়ে বললো-

'তুমি আমার কাছ থেকে তোমার স্বর্ণ বুঝে নাও। আমি তোমার কাছে থেকে জমি কিনেছি, স্বর্ণ কিনে নি'।

তখন জমি বিক্রেতা তাকে বললো-

'আমি তো তোমার কাছে জমি এবং জমির মধ্যে যা কিছু আছে সবই বিক্রি করেছি।

এই নিয়ে তাদের মাঝে দ্বন্দ্ব লেগে গেলো। কেউই স্বর্ণ নিতে চাইলো না। তারপর তারা দুজনেই এক ব্যক্তির কাছে গিয়ে বিচারক মেনে এর মীমাংসা চাইলো। সে লোকটি বললো-

'তোমাদের কি কোন সন্তান আছে?'

তাদের একজন বলল- 'আমার একটি ছেলে আছে।'

অপরজন বললো- 'আমার একটি মেয়ে আছে।'

তখন মীমাংসাকারী বললেন-

'তোমার ছেলেটিকে তার মেয়ের সাথে বিয়ে দাও। বিয়ে উপলক্ষে তোমরা স্বর্ণ থেকে খরচ করো এবং এর থেকে কিছু দানও করো।

(গল্পটি হাদীসের আলোকে অনুলিপি করা। আবু হুরাইরাহ (রা.) সূত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দ্রষ্টব্য: সহীহ বুখারী, আম্বিয়া কিরাম অধ্যায়, হা:৩৪৭২, মুসলিম:১৭২১)

শিক্ষা: এখানে তিনজন লোকের কাছেই উত্তম আদর্শ আর দৃষ্টান্ত রয়েছে। জমি ক্রেতা আর বিক্রেতা পরস্পরকে প্রাধান্য দিয়েছেন। স্বর্ণকে আরেকজনের হক মনে করেছেন, নিজের দাবি করেন নি। বিচারক তাদের এই উদারতা দেখে সুন্দর সমাধান দিলেন যাতে উভয় পরিবারই সমান হারে উপকার পেতে পারে। এখানে দেখতে পাই-

১. সততা আর বিশ্বাস থাকলে অফুরন্ত সম্পদ পাওয়া যায়।

২. একজন আরেকজনকে প্রাধান্য দিবে, গুরুত্ব দিবে।

৩. কখনো দুজনের মাঝে দ্বন্দ্ব বা ঝগড়া লাগলে একজনকে সালিশ মেনে মীমাংসা করতে হয়। তাতে সমাজে দ্বন্দ্ব, সংঘাত আর বিবাদ থাকে না।

৪. বিচারকের দায়িত্ব হলো বাদি বিবাদী দুজনেরই কল্যাণে সমাধান দেয়া।

#সংকলন ও সম্পাদনায়: সামসুল আলম

#হাদীসের_গল্প

বিষয়: বিবিধ

১১০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File