এখনি সময় আমাদের স্বাধীনতার চেতনায় উর্জবিত হয়ে সকলে মিলে রক্ষা করতে হবে আমাদের বহু দামে কিনা স্বাধীনতা

লিখেছেন লিখেছেন সত্যের সেনানী ১৬ ডিসেম্বর, ২০১৪, ০৭:১৩:১৭ সন্ধ্যা



স্বাধীনতার ৪৩ বছর এবং আমার প্রত্যাশা

অনেক ত্যাগ আর রক্তের বিনিময়ে অর্জন করেছিল যে স্বাধীনতা

সেই স্বাধীনতা যেন দিনের পর দিন পরাধীন হয়ে যাচ্ছে,কোনো এক পরাশক্তির কাছে নাই মানুষের স্বাধীন ভাবে কত বলার অধিকার, নাই স্বাধীন ভাবে চলা পিরা করার অধিকার নিজের মন মত ভোট দেওয়ার অধিকার নাই

সব কিছু যেন দিন দিন কোনো এক পরা শক্তির কাছে পরাজয় বরণ করতে যাচ্ছে,শতকরা ৯০% মুসলমানের দেশে স্বাধীন ভাবে ইসলামের কথা বলার অধিকার নাই

এই যদি হয় স্বাধীনতা, তাহলে এই স্বাধীনতার দরকার আমাদের নাই,

আমরা চাই এমন স্বাধীনতা, যেখানে আমার ধর্মের কথা বলতে পারব, যেখানে আমরা ন্যয্য অধিকারের কথা বলতে পারব, যেখানে আমি স্বাধীন ভাবে আমার মোট প্রকাশ করতে পারব

যদিও ৭১ সালের এই দিনে স্বাধীন বাংলার জন্য দল মত, ধর্ম - বর্ণ সবাই ঐক্যবদ্ধ হয়েছিল,

কিন্ত স্বাধীনতা অর্জনের পর সেই ঐক্কতা দিন দিন ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে,

প্রতিবেশী রাষ্টের কাছে আমাদের অর্জিত স্বাধীনতা হস্তগত হয়ে যাচ্ছে

পরিশেষে বলতে চাই : এখনি সময় আমাদের স্বাধীনতার চেতনায় উর্জবিত হয়ে সকলে মিলে

রক্ষা করতে হবে আমাদের বহু দামে কিনা স্বাধীনতা, নচেত আবার একটি স্বাধীন যুদ্দের জন্য অপেক্ষা করতে হবে যেই যুদ্ধে বিজয়ে চেয়ে পরাজয়ের সম্ভাবনাই বেশি

বিষয়: বিবিধ

১১৭২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294961
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:০৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : স্বাধীনতা আজ মরতে যাচ্ছে
294966
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৩৭
ইবনেআদম লিখেছেন : আজ যাহারা স্বাধীনতা স্বাধীনতা বলিয়া গলাবাজি করিতেছে তাহারা কোনদিনই বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। তাহারা স্বাধীনতার সময় কলকাতার বিভিন্ন হোটেলে আনন্দ-ফূর্তিতে মাতিয়াছিল। আজ তাহারাই বড়বড় মুক্তিযোদ্ধা সাজিয়া গিয়াছে। তাহাদের মুখোশ উন্মোচন করাই আজ আসল কাজ। কারণ তাহারা জাতিকে ভুল ইতিহাস শিখাইতেছে।
294967
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৫০
সত্যের সেনানী লিখেছেন : মরতে যাওয়া স্বাধীনতাকে আমাদেরই রক্ষা করতে হবে
294969
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৫১
সত্যের সেনানী লিখেছেন : সঠিক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ইবনেআদম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File