কুরআনের ইসলাম কেন আমার জন্য? আমার জন্য এতে কি আছে?
লিখেছেন ফারুক হোসেন ০৩ জানুয়ারি, ২০২৫, ০৪:১৪ রাত
ইসলাম সমৃদ্ধি ও প্রাচুর্যের নিশ্চয়তা দেয়-
"আর যদি সে জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং ন্যায়পরায়নতা অবলম্বন করত, তবে আমি তাদের প্রতি আসমানী ও পার্থিব নেয়ামত সমূহ উম্মুক্ত করে দিতাম। কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। সুতরাং আমি তাদেরকে পাকড়াও করেছি তাদের কৃতকর্মের বদলাতে।" ৭:৯৬
"নিশ্চয় যারা বলে, আমাদের পালনকর্তা আল্লাহ, অতঃপর তাতেই অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ...