নারায়ণগঞ্জ থেকে জাতীয় নির্বাচনের সমীকরণ।
লিখেছেন লিখেছেন মিয়াজী সাহেব ২২ ডিসেম্বর, ২০১৬, ০১:৪৮:০১ রাত
আওয়ামিলীগ বরাবরই কৌশলী। তারা তাদের মত করে এগুচ্ছে। বলতেছিলাম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে। এখানেও সাখাওয়াত জয় লাভ করতে পারে।আর সেটি হবে বড়শীর টোপের মত।এক কথা কেন বললাম? কারন বিএনপি নেতারা বলছে এ নির্বাচন হচ্ছে জাতীয় নির্বাচনের প্লাটফরম এখানে যদি সুষ্ঠ নির্বাচন হয় তাহলে তারা জাতীয় নির্বাচনে যাবে। আর সুষ্ঠ নির্বাচন মানে বিনপির জয়। তারা এটা মনে করে।
আর আওমিলীগ বৃহত্তর স্বার্থের জন্য এতটুকু ছেড়ে দিতেই পারেন।তাদের কাছে বৃহত্তর স্বার্থ হচ্ছে জাতীয় নির্বাচন। কারন জাতীয় নির্বাচনে বিনপির অংশগ্রহণ অতীব গুরুত্বপূর্ণ। তাই তারা ছলেবলে কৌশলে যেভাবেই হোক বিএনপিকে নির্বাচনে চায়।পরে নাহয় অন্য সিটি কর্পোরেশনের মেয়রের মত করে যেকোন একটি মামলায় আটক করিয়ে নিবে।যা আমরা অতীতে দেখলাম।
এদিকে জাতীয় পার্টী বলছে তারা আর মহা জোটে নাই।এটাও আ.লীগের একটি কৌশল।সেটি কিভাবে?বিএনপি যখন নির্বাচনে আসবে তখন সবাই আলাদা আলাদা প্রার্থী দিবে সেখানে জাতীয় পার্টীও আলাদা প্রার্থী দিবে। এক্ষেত্রে সরকার গঠনের জন্য যত আসন প্রয়োজন তত আসন আ.লীগ একাই নিয়ে নিবে বাকী আসনের কিছু সংখ্যক আসন বিএনপিকে আর জাতীয় পার্টীকে দিবে তবে বিএনপি থেকে জাতীয় পার্টী একটু বেশী পাবে কারন তারা বিরোধী দলে থাকতে হবে। এটা এজন্য বললাম যে বর্তমান সরকারি জোটে থেকে বিরোধী দলে থাকার কারনে দেশে বিদেশে সবখানে তারা হাসির খোরাক হয়েছে।তাই তাদের আলাদা বিরোধী দল চাই।
তবে নির্বাচন হোক অবাধ নিরোপেক্ষ এটাই আমাদের চাওয়া কিন্তু সেটা পাবো কোথায়। সে জন্য অপেক্ষা করতে হবে কল্পিক আগামী নির্বাচন পর্যন্ত।বর্তমান সরকার সকল স্তরেই তাদের প্রতিনিধি সেট করে নিয়েছে সুতরাং চাইলেই সরকার পরিবর্তন সহজ নয় বলে আমি মনে করি।
উমর ফারুক।
আরব আমিরাত থেকে।
বিষয়: বিবিধ
৯৩৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন