ফেলে আসা মধুময় দিন গুলি।
লিখেছেন লিখেছেন মিয়াজী সাহেব ২৩ নভেম্বর, ২০১৬, ১২:৫২:৫৪ রাত
যদি আর একবার পলক ফেলে তাহলে চোখের কোণ ভিজে যেত, যদি আর একটু দাড়াই তাহলে দুই পা কাঁপতে শুরু করতো।
কত শত স্মৃতি পড়ে আছে সেখানে, মনের ভিতর চাপা কান্না এই বুঝি বেরিয়ে এলো। ওহঃ আর পারলাম না। দেখে এলাম তোকে। সব কিছু ঠিক আছে আগের মত শুধু পরিবর্তন সময়ের।
পুকুর, কবরস্থান আর সেই সবুজ ঘাসের মেঠো পথ।হাঁটছি আর কাঁদছি এই সেই যায়গা, এখানেই হারিয়ে মহা মূল্যবান কৈশোর। কত সুখ পাওয়া হয়ে গেল তোকে ভূলে গেছি কতবার। আমি ভাবিনী তখন আমার জীবন এমন হয়ে যাবে। সব সময় বুকে মিষ্টি একটা কৈশর ভেসে উঠে।
চোখ দুটোকে বড় করে রেলিংয়ের উপর দিয়ে দেখলাম মাঠটা এক্কেবারে সবুজ।ভিতরে যাওয়া হলো না। দোতলার বারান্দার দিকে বারে বারে চোখ যাচ্ছিল আর হু হু করে কান্না বেরিয়ে এলো। "ডুকরে ডুকরে কাঁদে মন ম ম,বেদনায় পাটে বুক, ধারে বসে ডাকিতেছে বিদায়ের সম হরণ করিবে সুখ"
চলে গেছি আমরা,আরো চলে যাচ্ছে আরো কত যাবে তবুও তোমার ক্ষয় হবেনা।তুমি রবে যুগ যুগ ধরে।
হে ঐতিহাসিক বিদ্যাপীঠ তোমাকে অনেক মনে পড়ে আর তোমাকে অনেক ভালবাসি।
উমর ফারুক.
বিষয়: বিবিধ
১২৬৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙ্গে রঙ্গে ছবি আঁকে।
হা- হতাশ করে লাভ নেই ফিরে তো আর যাওয়া যাবে না ।
ধন্যবাদ ভাইয়া
আপনাকেও ধন্যবাদ
আচ্ছা ভাইয়া আমাকে চিনেন তো ? আমি হলাম এই ব্লগের সবার ছোট বোন , সবাই জ্বালানো ই আমার কাজ ।
এখন থেকে ব্লগে নিয়মিত হবেন ভাইয়া
মন্তব্য করতে লগইন করুন