এমন তো হওয়ার কথা ছিল না.... উমর ফারুক মিয়াজী
লিখেছেন লিখেছেন মিয়াজী সাহেব ০৫ জুলাই, ২০১৫, ০৩:১৫:০৯ দুপুর
অমুসলিমদের দোষ দিয়ে আর লাভ কি?তারাতো সৃষ্টির শুরু থেকে ইসলামের পিচনে লেগেই আছে।তাই তাদের কূটউক্তি,ব্যঙ্গচিত্র আর নতুন কিছু নয়,সমস্যা হলো আমাদের মাঝে মু.বিন কাসেম,গ্রেট আলেকজান্ডার,হাজী শরিয়ত উল্লাহর মত লোক দের অভাব! কিন্তু দুঃখ জনক ব্যাপার হলো মুসলামানদের মাঝেও হাই ক্লাস নাস্তিক পাওয়া যায়।এরা সাধারণত দেশের উচ্চ পর্যায়ে কর্ম ব্রত পালন করে থাকে।কে জানে দেশের আনাচে কানাচে আরো কত নাস্তিক আরো কত ইসলাম বিদ্ধেসী ছড়িয়ে ছিটিয়ে আছে হয়তো তারা সরকারি পৃষ্টপোষকতা পাচ্ছে না তাই নিজেদের কে ফ্লাস করতে পারতেছেনা।তবে কি বাংলাদেশ স্পেনের পথে হাঁটছে? ছোট্র একটা উদাহরণ দিয়ে শেষ করবো।
::মনে করুন আপনি তিন ভাইয়ের পরিবারে সবার ছোট,তো আপনি যদি সিগারেট খান/পান করেন তাহলে আপনার ইমিডিয়েট বড় ভাই আপনাকে শাষন করবে এটাই স্বাভাবিক(যদি সে জ্ঞানবান হয়)যখন আপনারা দুই জনই মাদকাসক্ত হয়ে পড়েন তাহলে আপনাদের বড় ভাই শাষন করবে (যদি সে আপনাদের ভাল চায়)
আর যদি আপনারা সবাই মাদকাসক্ত হয়ে পড়েন তাহলে আপনার বাবার নৈতিক দায়িত্ব হল যে ভাবে হোক আপনাদের মন্দ কাজ থেকে পিরিয়ে রাখা।আর যদি আপনার বাবাও এতে ঝড়িয়ে পড়ে তাহলে কেউ আর রইলো না আপনাদের পেরানোর।সুতরাং পারিবারিক কলহ পরে ধংসের কবলে।
ঠিক তেমনি আমরা যদি বাংলাদেশ কে একটি পরিবার ধরি আর সরকার যদি হয় পরিবারের কর্তা বা পিতা। আর সরকার যদি নাস্তিকতায় আসক্ত হয়ে পড়ে তাহলে দেশের অবস্থা কি হবে ভেবে দেখেন।
সুতরাং দেশ অতল কলহে ধংসের ধার প্রান্তে।
বিষয়: বিবিধ
১১৪৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন