আমার আবেগ
লিখেছেন লিখেছেন মিয়াজী সাহেব ১৬ সেপ্টেম্বর, ২০১৪, ১১:০০:০১ রাত
সেই ছোট বেলা থেকে আজোগৃহ যার কথা শুনে
নিজের মাঝে ইসলামী চিন্তা চেতনাকে তাজা করে রেখেছি,
যার থেকে শিক্ষা নিলাম বিপ্লবী জীবনের দ্বারা,যার কাছ থেকে শিখলাম কিভাবে সরল পথ প্রদর্শনে নিজেকে নমনীয়তার সাথে সমাজে তুলে ধরা যায়,যার কাছে পেয়েছে অসংখ্য প্রশ্নের উত্তর,সর্য বিপ্লবি কন্ঠে থর থর করে কেঁপে উঠতো জালিমের মসনদ তিনি আর কেউ না আমাদের সকলের প্রিয় আমার সোনার বাংলার অহংকার বিশ্ব বরেণ্য মোফাচ্ছের আল্লামা দেলয়ার হোসাইন সাইদী।
সেই তথা কথিত জালিমের গৃহপালিত ট্রাইবুনাল থেকে যখন ঘোষনা হয় যে আজ আল্লামা সাইদীর রায় দেওয়া হবে,আনার বিশ্বাস এবং আমি বুকে হাত রেখে বলতে পারি জালিমের বুক একবার হলেও কেঁপে উঠেছে।তারা ভাল করে যানে এটা নিচক একটি সাজানো নাটক।অতীত থেকে শিক্ষা নেওয়া দরকার জালিমদের যে মিথ্যা দিয়ে সত্য ও নায়্যের কন্ঠ কুখনো দমানো যায় না।তাই সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষন করি এই প্রহসন বন্দ করুন।
বিষয়: বিবিধ
৯৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন