অপ্রাসঙ্গিক আলোচনা

লিখেছেন লিখেছেন পাখি ২১ অক্টোবর, ২০১৪, ০৮:২১:১৮ সকাল

"ঢাকঢোল পিটিয়ে ফ্রি ফেসবুক চালু করে বিনা আওয়াজে বন্ধ করে দিয়েছে একটি অপারেটর। এই ৩-৪ দিনের বিভ্রান্তিতে অপেরা মিনি+ফেসবুক এ্যাপ দিয়ে গ্রাহকের বেশ কিছু বাড়তি টাকা গোপনে গচ্চা গেল+তাদেরও কামাই হল। এর কোন দোষ নেই। বিটিআরসির কাজ হল বোধহয় শুধু টেলিটকের উপর 'দাদাগিরি' দেখানো। ভিওআইপি করে 'সেইরাম' রা, আর কারণ দর্শানো লাগে টেলিটক কে!

ইন্টারনেটের মুল্য দফায় দফায় একমাত্র টেলিটকই কমায়, আর কেউ না। সবাই কিন্তু 'সবার জন্য ইন্টারনেট' বুলি আওড়াচ্ছে, কিন্তু তা সবার নাগালে আনার কথা মনে থাকে না। পাছে গ্রাহক আবার বেশি ইউজ করে ফেলে, তাই তারা তাদের থ্রিজিতে ২ জিবির উপর কোন প্যাকই রাখে নাই! ৫ জিবির আনলিমিটেডের কোন দোষ হল না, দোষ হল খালি টেলিটকের ২৫ জিবি প্যাকের!

ভালো কথা, একটি অপারেটর ৫ কোটি গ্রাহকের মাইলফলক অতিক্রম করেছে। অভিনন্দন! মজার ব্যাপার হল, এই খুশিতে গ্রাহকদের ৫ এমবি ফ্রিও দেয় নাই। তবুও কোন দোষ নাই, দোষ হল টেলিটকের।

এক ফ্যানের পোস্ট পড়েছিলাম এই পেইজে, ১ বছর আগে। কিছুটা অশালীন হলেও কথাটা ছিল চরম সত্য। তিনি লিখেছিলেন, 'ভাই, আপনারা ফ্রি দিলেও কিছু লোক আপনাদের গালিগালাজ করবে। আপনারা থ্রিজি এনে ভুল করসেন। পাবলিক জানে না, যদি টেলিটক থ্রিজি না আনতো; তাইলে বাঙ্গালী এখনো টুজির ১ জিবি ৩৪৫ টাকার আর থ্রিজির ১ জিবি ৬০০ টাকায় চালানো লাগতো। ভালোই হইতো, বিকজ উই বাঙ্গালীজ অলওয়েজ লাইক বিদেশী আইক্কা বাঁশ!"

বিষয়: বিবিধ

৯৮৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

276616
২১ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৩৮
মোস্তফা সোহলে লিখেছেন : কথা অতি খাটি বলেছেন
276620
২১ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৪৪
বুড়া মিয়া লিখেছেন : হুদাই (ওদের কমিশন ইনকাম না ধরলে) কিন্তু এই বিদেশিগুলারে আইনা বহাইছে, এক টেলিটক দিয়াই কিন্তু পারে পুরা দেশে সার্ভিস দিতে।
276727
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৪৩
প্রেসিডেন্ট লিখেছেন : বিকজ উই বাঙ্গালীজ অলওয়েজ লাইক বিদেশী আইক্কা বাঁশ! Thumbs Up

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File