কারাগার থেকে

লিখেছেন লিখেছেন লেলিহান শিখা ২১ ডিসেম্বর, ২০১৪, ১১:০৭:৪৬ রাত

মাগো তোমায় দেখতে বড়

ইচ্ছা আমার করে,

কেমন করে আসবো আমি

তোমার কোলে ফিরে।

তোমার জন্য মনটা আমার

শুধুই হা হা করে,

শিকল দিয়ে রাখে যখন

আমায় অন্ধকারে।

অনেক সময় নাখেয়ে মা

করতাম অভিমান

এখানে আমি পাইনা খেতে

হয়তো যাবে প্রাণ।

চলার পথে ভূল হলে মা

দিও ক্ষমা করে,

আমি কেমন করে আসবো মাগো

তোমার কোলে ফিরে।

আমি দুনিয়াতে চায়না বিচার

চাইযে খোদার কাছে

দুনিয়ার এই বিচার আচার

সবই যেন মিছে।

খোদার পথে চলতে গিয়ে

আমি কারাগারে

শহীদি জীবন চাইযে আমি

মরণের-ই পরে।

বিষয়: বিবিধ

১১২৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

296300
২১ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৩১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খোদার পথে চলতে গিয়ে
আমি কারাগারে
শহীদি জীবন চাইযে আমি
মরণের-ই পরে।

Sad Sad সকল মুমিনেরই এই প্রত্যাশা থাকা উচিত।
296302
২১ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৪৫
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : সুন্দর হয়েছে। তবে 'ভূল' না হয়ে ভুল হবে। অনেক ধন্যবাদ।
296320
২২ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৫১
বিদ্রোহী কবি লিখেছেন : ভালো লাগলো খুব
296326
২২ ডিসেম্বর ২০১৪ রাত ০২:৫০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : প্রবাস জীবন টাও একটা কারাগারের মত, প্রবাসে থেকে প্রতিনিয়ত মাকে মিছ করতেছি।
হে আল্লাহ তুমি সকল দীনি ভাইকে জালিমের হাত থেকে রক্ষা করো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File