সেদিনের অপেক্ষায়
লিখেছেন লিখেছেন আজ কিছু বলতে চাই ১৬ সেপ্টেম্বর, ২০১৪, ০১:২৭:৩১ দুপুর
আমি বুঝতে পারিনা সমস্যাটা কোথায় ! আমার চারপাশকে তো দোষ দিতে পারি না কারণ এখানে আমি ছাড়াও অনেক বিজ্ঞ ও বিদ্যান ব্যক্তি বসবাস করে। তবে কেন আমার মধ্যে এতোটা উৎকণ্ঠা কাজ করে ! আমার চোখে কেন ধরা পড়ে এতোটা অসঙ্গতি ! এমনও তো না যে প্রতিবাদ করতেই হবে। তবুও কেন তার প্রতিকারের জন্য এতোটা উদভিগ্নতা কাজ করে আমার ? এ সমাজ তো তার প্রতিকার চায়না ! তারা তো এই অবস্থাতেই খুব ভাল আছে। বরং তাদের যত প্রতিবাদ প্রতিবাদিরের ঘিরে। এমনকি নতুন কিছু করতে গেলে কিংবা প্রতিবাদমূলক কিছু করতে গেলে নিজের পরিবারের লোকজনের মাঝেও কাজ করে দুঃচিন্তাসূচক উক্তি কিংবা কটুক্তি শোনানোর প্রবণতা। তাদের ভেতর কাজ করে সমাজে বিবাদে জড়ানোর ভয়। প্রতিনিয়ত যেখানে অন্যায়ের সাথে বসবাস, সেখানে ন্যায় প্রতিষ্ঠার স্বপ্নই ঘোর অন্যায়। দুর্গন্ধ যেখানে সুভাস সামগ্রি, ফুলের সৌরভ সেখানে বেমানান। তখন একটা কথা মনে পড়ে বারবার........
“অন্যায় যে করে , অন্যায় যে সহে
তব ঘৃণা তারে যেন তৃণসম দাহে”
তই যুক্তি তর্ক ভুলে গিয়ে চেষ্টা করি, স্বপ্ন দেখি, প্রতিবাদ করি যদি কিছুটা হলেও পরিবর্তন কারা যায় !
আর মনে মনে বজ্র কণ্ঠে গাই
“*আমরা করবো জয়, আমরা করবো জয়
........................................................
আমরা করবো জয় একদিন।
*যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বস হৃদয়ে
হবে হবেই দেখা
দেখা হবে বিজয়ে...........”
বিষয়: বিবিধ
৯২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন