হিজাবী এবং প্রকৌশলী ... R u sure???

লিখেছেন লিখেছেন নিরবে ২০ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩১:৩২ রাত

ছোটবেলা থেকে শুনে আসছি "engineer " শব্দটা শুধু পুরুষের জন্য বরাদ্দ। আমাদের দেশে তো মেয়ে হলে ডাক্তার আর ছেলে হলে engineer, একটা অঘোষিত নিয়ম। মেয়ে পড়ালেখা করছে ভালো কথা। ইন্টার পাশ করলে পাত্রস্থ করে ফেল। যত তাড়াতাড়ি বিয়ে ততই ভালো। আর রেজাল্ট যদি ভালো হয় তবে ডাক্তারী পড়াতে পারো। কিন্তু engineer সেটা কি ভাবে?

মেয়ে মানুষ এর মাথায় বুদ্ধি কম। মেশিন পত্র নিয়ে কাজ সবার দ্বারা হয় না। ছেলেরা পড়ালেখা না করলেও মাথায় আইডিয়া আর সৃজনশীলতায় ভরপুর। কারন তারা ছেলে । আর তুমি মেয়ে। ছেলে গুলো ফেল করলে সমস্যা নেই। মেয়ে গুলো ৪ না পেলে সমস্যা। আর engineer হতে চাও?

বিয়ে শাদী নেই? বুড়ো হয়ে যাবে , ছেলের মা হতে পারবে না।

মানুষ কয়দিন বাচে রে মা !

অত বিদ্যে দিয়ে কি হবে , সংসার বেধে ফেল।

how funny!

হ্যা এই ফানি এবং ত্যাড়া কথাগুলো একজন মেয়ে হিজাবি engineer কে শুনতে হয়।

আপনার মতামত জানতে চাই। আপনার কি মনে হয় একজন হিজাবির কি engineer হওয়া উচিত না?

আমি গঠনমূলক এবং যুক্তিভিত্তিক কিছু মতামত আহবান করছি। দয়া করে ব্যাক্তিগত আক্রমণ করবেন না।

বিষয়: বিবিধ

১৪৫২ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342720
২০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একটা কথা শুনতে যেমনই লাগুক মানতে হবে যে ইঞ্জিনিয়ারিং এর সব সেক্টর মেয়েদের জন্য নয়!!
এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রেও অনেক ইঞ্জিনিয়ারিং জব এ মেয়েরা এলাউড না।
২০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:০৮
284061
নিরবে লিখেছেন : হূম
২১ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৪
284166
নিরবে লিখেছেন : তাই নাকি?
342722
২০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৩০
অনেক পথ বাকি লিখেছেন : মেয়েদের সবই হওয়া উচিত। শুধু মেয়ে বলে তারা বাদ যাবে কেনো?
২১ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৩
284162
নিরবে লিখেছেন : আচ্ছা।
২১ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৪
284165
নিরবে লিখেছেন : আচ্ছা। কেন বাদ যাব?
342725
২০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৪৬
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : কেন নয়?? তবে শেষ পযর্ন্ত করতে পারাটাই আসল কথা!
২১ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৩
284163
নিরবে লিখেছেন : সত্য।
২১ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
284167
নিরবে লিখেছেন : সত্য। চ্যালেঞ্জ তো নিতেই হবে
342730
২১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:১৯
আকবার১ লিখেছেন : আপু,আপনার লেখা থেকে,হিজাবির কি engineer হওয়া উচিত না? উত্তর yes।
আপনি হিজাব পড়ে যে কোন প্রকৌশলী কাজ করতে পারবেন। আমি নিজেও প্রকৌশলী। আমেরিকাতে Federal, State, City, and County Government এ অর্ধ্যেকের বেশী মহিলা। Desing and Modeling ক্ষেএে একটু পিছিয়ে। অন্যান্য জায়গায় সাদা মহিলারা এগিয়ে আছে। আমেরিকাতে বিশ্ব বিদ্যালয় থেকে পাশ করলেই engineer না, এখানে Engineer হওয়ার জন্য State
Government এর অধিনে ১৬ ঘন্টার পরীক্ষা
দিতে হয়। ৫০ ষ্টেটে একই দিনে http://ncees.org এই সংস্থা পরীক্ষার
আয়োজন করে। ষ্টেট বোর্ড সিদ্ধান্ত নেন, কত
পার্সেন্ট পাশ করাবে। আপনি মহিলা বা পুরুষ
এটা কোন বিষয় না। আমার মতে আপনি Engineering পড়াশুনা করছেন, আপনি লেখা পড়ায় ভাল।

২১ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৪
284164
নিরবে লিখেছেন : আপনার মন্তব্য পড়ে অনুপ্রানিত হলাম।
342860
২১ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
শেখের পোলা লিখেছেন : ইলম-বিদ্যা শিক্ষা নর নারীর জন্য ফরজ৷ বিদ্যা শিখে কে কি হবে তা বলে দেওয়া হয়নি৷ সমাজে সবটাই প্রয়োজন৷শালীতা বজায় রেখে চলার মত পেশা প্রয়োজনে সবাই আয়ত্ব করতে পারে৷ বাধা আছে বলে মনে হয়া৷
৩০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:০২
285282
নিরবে লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File