সিরিয়াসলি! এই ব্লগে মডারেটর বলে কি কিছু আছে?

লিখেছেন লিখেছেন নিরবে ১০ আগস্ট, ২০১৫, ১১:২৫:০৮ রাত

নিচে নামতে নামতে আর কত নিচে নামবে টুডে ব্লগ?

মডারেটর না থাকলে বন্ধ করে দিলেই তো হয়।

গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি ১ম পাতায় আপত্তিকর ব্লগ।

আমি জানি আমার মত ১ জন ২ জন ব্লগারের কথায় কিছু আসবে যাবে না...

তবুও বলছি।

বিবেকবান কোণ মানুষ এই ব্লগে থাকলে তার তো খারাপ লাগার কথা!

সত্যই জাতি হিসাবে আমাদের চরিত্র এতটা নিচে নেমেছে আগে টের পাইনি।

বিষয়: বিবিধ

১৪৩৭ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335016
১০ আগস্ট ২০১৫ রাত ১১:৪০
অনেক পথ বাকি লিখেছেন : Sad
335017
১০ আগস্ট ২০১৫ রাত ১১:৪০
অনেক পথ বাকি লিখেছেন : Sad Sad Sad সত্য বলেছেন
১১ আগস্ট ২০১৫ রাত ০৯:১১
277196
নিরবে লিখেছেন : তিতা সত্য
335033
১১ আগস্ট ২০১৫ রাত ০২:০৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপত্তিকর ব্লগ গুলো কি কি তা উল্লেখ করে দিলে পাঠক উপকৃত হত।
১১ আগস্ট ২০১৫ রাত ০৯:১৮
277199
নিরবে লিখেছেন : জি আপামনি। আপত্তিকর লেখা
১। নাস্তিক ব্লগারের প্রেমিকা নিয়ে যে লেখাগুলো।আমি একটাও পড়িনি। কিন্তু ছবিগুলো যথেষ্ট আপত্তিকর।

২। নতুন একজন ব্লগার এসেছেন হয়ত। ও তার নাম বোধহয় স্ব ঘোষিত নাস্তিক। তার লেখা ১ম পাতায় আসার উপযুক্ত না। চরমভাবে অশ্লীল।

৩।টপিক ভালো হোক বা খারাপ হোক এমন ছবি সম্বলিত ব্লগ যা দুর্বল হ্রদয়ের ব্যাক্তিরা দেখতে পারেন না, সেগুলো ফিল্টার করা।

আপাতত এগুলাই মনে করতে পারলাম
১২ আগস্ট ২০১৫ রাত ১২:১৩
277230
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমরা দুজন একই নিকে ব্লগিং করি!! আপনি আমাদেকে জানার জন্য এখানে ক্লিক করুন। যেগুলো বলেছেন সেগুলো খুব বেশি আপত্তিকর বলে মনে হয়নি!!! এর চেয়ে বেশি আপত্তিকর ব্লগও সম্পাদকে নজর এড়িয়ে গেছে অতীতে....!
335049
১১ আগস্ট ২০১৫ সকাল ০৬:২৩
নাবিক লিখেছেন :
১১ আগস্ট ২০১৫ রাত ০৯:১৮
277200
নিরবে লিখেছেন : কি ভাবছেন
335057
১১ আগস্ট ২০১৫ সকাল ০৭:৫০
জ্ঞানের কথা লিখেছেন : আমার মুরগি আমি যেদিকে ইচ্ছা যবেহ করবো আপনার কি!
অবস্তা দৃষ্টে ব্যাপারটি এরকমই!
১১ আগস্ট ২০১৫ রাত ০৯:১৮
277201
নিরবে লিখেছেন : দু:খজনক
335069
১১ আগস্ট ২০১৫ সকাল ০৯:২৭
অবাক মুসাফীর লিখেছেন : আপত্তিকর ব্লগ বলে কিছু নেই... সব মিডিয়ার সৃষ্টি...
১১ আগস্ট ২০১৫ রাত ০৯:১৮
277202
নিরবে লিখেছেন : হা হা হা
335083
১১ আগস্ট ২০১৫ সকাল ১০:২২
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : সবই আছে। আন্নে দেইখবার হারছেন না। আন্নের চোখে আপত্তিকর ব্লগ ধরা পড়েছে, মাগার মডু মামা+মামীগো তিতাপরতা ধরা পড়ে না কিল্লাই? হেতারা কত্তো সিরিয়াস তিতাপর! আন্নে জানেন? হেতারগো তিতাপরতার একটা মিছাল আন্নেরে কই- আমাগো সিনিয়র বদ্দা আবু জারির ভাইয়ের ঈদের দিনের প্রিয় খানাপিনে সবার জন্য আলবত্তা এক মাস ধরে "নির্বাচিত" হিসেবে খাওয়ায়েছিল!!! মনে অইতাছে আন্নের ভাইগ্যে কিছু ঝুটে ন। হের লিগ্যা আন্নে এমুন সিরিয়াস কথা কইতে হারলেন?
১১ আগস্ট ২০১৫ রাত ০৯:১১
277195
নিরবে লিখেছেন : দু:খিত । আপনার কথা ভালো বুঝতে পারলাম না। একটা আন্দাজ করছি মাত্র।
335085
১১ আগস্ট ২০১৫ সকাল ১০:৪৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপত্তিকর ব্লগ গুলো কি কি তা উল্লেখ করে দিলে পাঠক উপকৃত হত।
-সহমত পোষণ করছি। ধন্যবাদ।
১১ আগস্ট ২০১৫ রাত ০৯:১৯
277203
নিরবে লিখেছেন : জি উপরে দেখুন
335152
১১ আগস্ট ২০১৫ দুপুর ০২:৩৫
হতভাগা লিখেছেন : লিংক ও সাথে স্ক্রিন শট দিন
১১ আগস্ট ২০১৫ রাত ০৯:২০
277204
নিরবে লিখেছেন : কষ্ট করে উপরে দেখুন।
দু:খিত লিন্ক বা স্ক্রিন শট দিতে পারছি না

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File