গল্প হবে?
লিখেছেন লিখেছেন নিরবে ৩০ এপ্রিল, ২০১৫, ০১:১৪:১২ রাত
সুপার ডুপার সিরিয়াস কিছু আর্টিকেল পড়ে মাথার মধ্যে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। তাই ভাবছি মাথা হালকা করি(টাকলু হবার কথা বলছি না কিন্তু)। তো আজ একটু গল্প করা যাক, কি বলেন?
বাংলাদেশী হিসাবে আমাদের নারীদের বেশ কিছু আশ্চর্য ক্ষমতা আছে।যেমন, সেদিন আমার খালাম্মাকে ব্যাপক সিরিয়াস মুড নিয়ে একজন সম্মানিত ব্যক্তির একটা দু:খজনক ছবি দেখাচ্ছিলাম। চোখ ছলছল করে আমাদের । তার মধ্যে উনি বললেন ছবির বেডসীট ও তার একটি পুরানো বেডসীটের কি কি মিল রয়েছে। আমি ভাবলাম বুঝি উনি মজা করছেন , যদিও মজা করার সময় না। কিন্তু না ওনার মুখ দেখে বুঝা গেল,বেডসীট কারো দু:খজনক স্ম্রতির চেয়ে কম গুরত্বপুর্ন নয়।
আরেকদিন হয়েছে কি, উনি কোথায় যাচ্ছেন পথে এক দু:খি ব্যক্তির দেখা পেলেন। লোকটা শীতে বড় কষ্ট পাচ্ছিল। খালাম্মা নিজের চাদর ওনাকে দিয়ে চলে এলেন।
আমাদের চারপাশের মানুষগুলো একটু পাগলামি, একটু দুষ্টুমি আর অনেকখানি ভালো দিয়ে গড়া। কোন ২ জন মানুষ একরকম নয়। তবুও কত সুন্দর পরিপাটি তার (আল্লাহর ) সাজানো দুনিয়া।
বিষয়: বিবিধ
১১৯০ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুপার ডুপার সিরিয়াস কিছু আর্টিকেল কি রকম আপু? একটু হিন্টস?
খালাম্মার অসাধারন গুন হলো জটিল, কঠিন পরিস্থিতিকে সহজ, সরল করে দেয়া! মানিয়ে নেয়া ! আলহামদুলিল্লাহ!
আপু নিরব এতোদিন পর আপনি সরব তাই খুবই ভালো লাগলো! শুকরিয়া
আপনার মন্তব্য পড়ে খুব খুশি হলাম।
"সুপার ডুপার সিরিয়াস" "বিশ্বযুদ্ধ"টা কি বাংলাদেশেও আসবে?
এলে তো নির্ঘাত "অমানুষ" হয়ে যাবে!
আপনার উপস্থিতির জন্য শুকরান
০ মনে হয় চাঁদরটা পুরনো হয়ে গিয়েছিল । এর চেয়ে দামী ও সুন্দর চাঁদর যে খালুর পিট চাপকে বের করবেন এটা তারই পূর্বাভাস।
পড়ার জন্য ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন