শুনতে কি পাও...
লিখেছেন লিখেছেন নিরবে ১৭ এপ্রিল, ২০১৫, ০৩:১৪:২২ রাত
ভেবেছিলাম আর ৫ জন মানুষের মত এই ঘটনাটাও নারীর উপর দোষ চাপিয়ে চেপে যাব । কিন্তু না, পারলাম না।কেন পারলাম না?
যে মানুষরুপী জানোয়ার গুলো জুলুম করেছে তাদের বিচার চাওয়া তো দুরের কথা , আমারা ব্যাস্ত মেয়েগুলার হিজাব নিয়ে। মেয়েগুলোর বিচারে বেশীরভাগ মানুষ ব্যস্ত হয়ে পড়েছে কারন বিষয়টা তাদের জন্য মুখরোচক। একটা প্রশ্ন করতে চাই , মেয়েগুলোর দোষ হাইলাইট করে আমরা কি ঐ জানোয়ারগুলোর জন্য এক্সকিউজ খুজছি?
সার্টিফিকেটধারী তথাকথিত স্কলাররা ঘাবড়াবেন না। আমি জানি মেয়েগুলোর দোষ ছিলো। আমি সেটা মোটেও অস্বীকার করিনা। কিন্তু কেন শুধু ওরা ও ওদের দোষগুলো হেডিং হবে? নারী বলে কি?
অপরাধ কি তারা করেনি যারা দাড়িয়ে তামাশা দেখেছে?
আমার দেশের প্রশাসন করেনি?
সমাজ করেনি এমন পরিবেশ তৈরী হতে দিয়েছে?
সেই সমস্ত বাবা মা করেনি যাদের সন্তান এই পশুগুলো?
আপনি , আমি আমরাও কি অপরাধী নই?
যারা ইসলাম বুঝেন ও মানেন ,তাদেরকে বলছি...
নিজ নিজ দায়িত্ব কি সঠিকভাবে পালন করেছেন?
মা,বাবা, ভাই ,বোন বা স্বামী হিসাবে?
সামাজিক মুল্যবোধে এতবড় ফাটল একদিনে আসেনি। এগুলো আমাদের কর্মফল, তা আমরা স্বীকার করি বা নাই করি।
আমি বিশ্বাস করি ঐ মেয়েগুলোর দোষ চর্চা করার চেয়ে আমাদের সামষ্টিক ত্রুটি গুলো খুজে বের করে দেখা জরুরী।
বছরদুয়েক আগের কথা। আমার খুব কাছের একজন মানুষ একটা ঘটনা আমাকে বলে যা তার সাথে ঘটেছিলো। ঐ বোন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের মধ্যম গোছের নেতার মেয়ে।
বাবার পরিচয়ের কারনে সে আরেকটা শহরে থেকে পড়ত। বাবা প্রায় ২ বছর পলাতক আসামী। তো একদিন ওর বাসা থেকে কলেজে আসার পথে বাসে একজন লোক ওকে নানা প্রশ্ন করে ওর বাবাকে নিয়ে। ও বুঝতে পারে লোকটা গোয়েন্দা । এড়িয়ে যাবার চেষ্টা করেছিলো, কিন্তু পারেনি। লোকটা ওর হাত ধরে আটকে রাখে এবং বিভিন্ন জায়গায় ফোন করে । প্রায় ৩০ মি. ধরে মেয়েটা বাসভর্তি লোকের সামনে কাদে । কিন্তু আশ্চর্যের ব্যাপার কেউ মুখ তুলে তাকিয়েও দেখেনি। এরপর অবশ্য আল্লাহর খাস রহমতে মেয়েটা ছাড়া পায়।
সেদিন আমার বিশ্বাস হতে চায়নি যে ও কেদেছে কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। কিন্তু আজ আমার বিশ্বাস হতে আর বাধা নেই।
আর হ্যা ,আমার সেই বোন কিন্তু পরিপুর্ন হিজাবী।
তারপরও কেউ সাহায্য করেনি। ঐ বোনগুলোর
পজিশনে আপনার মেয়ে , বোন বা স্ত্রীও চলে যেতে পারে যেকোন সময়। তাই বলছি আরেকটু ভেবে দেখলে হয়ত আপনার , আমার , আমাদের সবারই ভালো।
বিষয়: বিবিধ
১০৬৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে কাউকে না কাউকে তো সাহস করতে হবে। কেন সেটা আমি আপনি হতে পারিনা?
সবসময় কেন আমারা সুপারহিরোর জন্য অপেক্ষা করি?
মন্তব্য করতে লগইন করুন