আপনার সাথে মিলে গেলে আমি কি করব?
লিখেছেন লিখেছেন নিরবে ১৯ নভেম্বর, ২০১৪, ০৮:২০:৪৬ রাত
বকা খাইনি কে?
আম্মুর ,বাবার, বোনের,ভাইয়ের,বউয়ের, এমনকি সন্তানের বকা সবই আমরা প্রত্যহ খাচ্ছি।
জিনিসটা খুব একটা স্বাস্থ্যকর না হলেও আমাদের নিয়মিত খাদ্য তালিকায় বিদ্যমান।
আমরা ভাবি "আহা , যদি আবার ছেলেবেলায় বা মেয়েবেলায় ফিরে যাওয়া যেত...ব্লা...ব্লা...ব্লা...
কেন ভাবি?
কারন তখন বকা নামক খাদ্যের পরিমান কম ছিলো বা বেশী হলেও বদহজম হত না। একগাল হাসি দিয়ে সব ভুলে যেতাম আমরা। পিঠে দু চারটা তাল পড়লেও কোন ব্যপার ছিল না।
কিন্তু বয়সের সাথে বকার ধরন পাল্টায়।
চলুন দেখি কিভাবে আমরা ধাপে ধাপে বকা খাই এবং তার প্রতিক্রিয়া কেমন ...
পিচ্চিবেলা: আপনি যাই করুন মা বাবা মুগ্ধ হবে। মিষ্টি টাইপের বকা দিতে পারে। যেমন,
"বাবুসোনা তুমি কত্ব ভালো ছেলে , আর দুষ্টুমি করে না বাবা।
এটুকু খাও তোমাকে নতুন গেমস কিনে দিব সোনা।"
প্রতিক্রিয়া:আম্মু কত ভালো মেয়ে।
বালক বা বালিকা বেলা: পড়ালেখা শুরু ।
বকার ধরন এরকম...
"পাশের বাসার মেয়েটা সারাদিন পড়ে, কত ভালো স্কোর করেছে আর তুমি শুধু টিভি দেখ আর গেমস খেল। তোমার যে পড়ালেখা হবে না সেটা আগেই বুঝছি। যা না বাবা পড়তে বস।'"
প্রতিক্রিয়া : আম্মুটা আমাকে একটুও বোঝে না। আমি টায়ার্ড তাও আমাকে পড়তে বলে।
কিশোর বা কিশোরী বেলা: মন বিনা কারনে আনচান করে। কিছুই ভালো লাগে না। তার উপর এই সময়ে পড়ার চাপ বেশী।
মা-বাবার সাথে বেশ দুরত্ব তৈরী হয়...মেজাজ খিটখিটে হয়ে যায়।
এ সময়টাতে সবচে বেশী বকা খাই আমরা।
সবচে কমন বকা হলো
"তোকে দিয়ে কিচ্ছু হবে না , লিখে রাখ। "
প্রতিক্রিয়া: ভয়ানক প্রতিক্রিয়া হতে পারে। মেয়েদের বেলায় বাথরুমে গিয়ে কান্না আর ছেলেদের বেলায় বাজে বন্ধুর সাথে মেশা।
যুবক বা যুবতী বেলা:মোটামুটি কোন একটা জায়গায় থিতু হয় আমরা। মা-বাবা বকে খুবই কম। কিন্তু দুর্ভাগ্যবশত b.f or g.f
থাকলে রোজ প্যাচাল বাধে।
প্রতিক্রিয়া: বকা না শুনলেও নিজেকে মুল্যহীন মনে হতে পারে।
বেশ দার্শনিক একটা ভাব চলে আসে।
বিয়ে ও পরবর্তি বেলা:
বকা শুনতে হবে নিয়মিত কাজের মত। এটা শুনতে হয়ত খারাপ লাগে না। সবাইকে বলতে শুনি
"আমি বলে তোমার সংসার করে গেলাম।আর কেউ হলে..."
প্রতিক্রিয়া: মিশ্র। আমি এখানে
বেশী কিছু বললে সমস্যা আছে।
সন্তানের বকা:মা বাবা এটা খুব উপভোগ করেন । তাদের খেয়াল রাখলে খুব খুশি হন।
মা তুমি সময়মত খাবার খাওনি কেন?
বাবা তুমি চশমা ছাড়া পড়ছ কেন?
ইত্যাদি ।
এটা শুনলে সব মা-বাবাই খুশি হন।
।
।
।
ছেলেদের জন্য কমন বকা: একটু লেখাপড়ায় মন দে বাবা।
আর কত বাইরে বাইরে ঘুরবি।একটা স্কলারশিপ হইলে তোকে বিদেশ পাঠিয়ে দিব। তোর ছোট গুলা তো তোকে দেখেই শিখবে।
বাবা বলবেন,"ওকে এসব বলে কি লাভ? ও কি আমাদের মুখ রাখবে ভেবেছ?"
..................।
মেয়েদের জন্য কমন বকা:"পড়ালেখা করবি না তো তোকে কালই বিয়ে দিয়ে দিব। আসুক তোর বাবা বাসায়।
এমন মুখের ছিরি করেছে যে কেউ বিয়ে করবে না...রান্না বান্নাও মাশাল্লাহ কিচ্ছু পার না।"
সাথে সাথে কিছু উদাহরন দিবেন মা।
বাবা আসবেন মেয়েকে উদ্ধারে...
.
এতসব বকা খেয়েও আমরা দিব্যি সুখে আছি। তবে খেয়াল রাখতে হবে মাত্রা যেন বেশী না হয়ে যায়।
সবকিছুতে ভারসাম্য রাখাটাই আমাদের কাম্য।
বিষয়: বিবিধ
১৪৫৯ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে বিষয়টি তুলে ধরার জন্য। আর হ্যা, আপনাকেতো মনে হয় এই ব্লগে আর দেখিনি।
সুন্দর কিছু বকা খেলাম। অনেক ভালো লাগলো
কত 'নিরবে' এসে এতও সুন্দর উপস্হাপনা ছড়িয়ে গেলেন! অনেক ধন্যবাদ ও অভিনন্দন আপনাকে
মারলে মার খাব।
মন্তব্য করতে লগইন করুন