বন্ধু ছাড়া life impossible...
লিখেছেন লিখেছেন নিরবে ০৬ নভেম্বর, ২০১৪, ০৬:২৬:৫৬ সন্ধ্যা
জীবনের ধুসর পাতায় সবুজতা এনে দিয়েছিলো যারা তাদের ভালো রাখার দুয়া দিয়ে শুরু করছি। আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু ব্যক্তি আছে যাদের কথা মনে পড়লে মন ভরে যায়।
নাগরিক জীবনে সময় কোথায় বন্ধুকে মনে করার?
কিন্তু তারপরও মনে পড়ে সেই হারানো দিনগুলো।
সাদিয়াকে প্রথম যেদিন দেখি পাক্কা ২ মি. তাকিয়ে ছিলাম। আন্টিকে আগেই দেখেছিলাম। উনি আমার কাছে জানতে চাইলেন আমি ক তে কি না?
আমি বললাম ,জি আন্টি। তারপর উনি সাদিয়াকে ডেকে বললেন "তোমার বন্ধু পাওয়া গেছে"। আমি এখনও ভাবি আল্লাহ মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন।
।.
।
.
।
খুব প্রানখোলা ছিল মেয়েটা। আরেকটা ব্যাপার আমার খুব ভালো লাগতো যে ও উচিত কথা মুখের উপর বলে দিতে পারতো।নিজের বোনের মত ভালোবাসি ওকে এখনও।
খুব ভালো ছাত্রী আর ভালো মেয়ে বলতে যা বোঝায় তা হলো
আয়মান । নিয়ম কানুন মেনে চলত সুন্দরভাবে। স্যারদের প্রিয় ছাত্রী ছিল। আমার ভালো স্টুডেন্টদের সাথে মেশার ব্যাপারে অ্যলার্জি আছে। ও প্রথমে আমার সাথে ফ্রেন্ডশিপ করে। সব ব্যপারে হেল্প করত খুব আন্তরিকভাবে। ক্লাসের সবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল ওর। এককথায় পারফেক্ট একটা মেয়ে। এখন ডাক্তার হয়ে গেছে তবুও সেই আগের মত খোজ খবর নেয়।
সুমাইয়া ভিষন ভালো মনের, যাকে বলা যায় সাদা মনের মানুষ।সবার সমস্যাকে নিজের সমস্যা মনে করে সমাধান করার চেষ্টা করত।মন খারাপ তো ওর একটা হাসি দেখলে পুরা মন ভালো হয়ে যেত। বাসার খোজখবর নিত যেন ও আমাদের পরিবারের একজন। সবার সাথেই এমন করত।
সিদ্দিকা সত্যিই সিদ্দিকা। তাকওয়ার ব্যপারে ও ফার্স্ট। এত সুন্দর করে হিজাব পরতো যে ম্যামরা মাঝে মাঝে মনে করত ও বুঝি কারো গার্ডিয়ান।পড়ালেখায় খুব সিরিয়াস।প্রচুর সাহসী আর খুব সুন্দর করে কথা বলত ও।
আমার কারনে টিচারের কাছে কথা শুনেছে ও কিন্তু আমাকে বুঝতে দেয়নি। টিচাররা ওকে বলতেন যে "১০ এর সাথে মিশলে পড়ালেখা হবে না"। হয়ত ওনারা ঠিকই বলতেন।
আমার বন্ধুদের কথা বললে শেষ হবে না। আজ এতকথা বললাম কারন এই মেয়েগুলার যেসব গুন ছিলো সেগুলা যেন আমরা নিজেরা আয়ত্বে আনতে পারি।
ও..................
.............. বাই দা ওয়ে আমার ভর্তি রোল ছিল ১০।
বিষয়: বিবিধ
১৬৩১ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি যদি ২৪ হই আমার বন্ধু ৪০ বছর ।
তাহলে কেমন হয়?
পড়ার জন্য শুকরান।
ধন্যবাদ আপু ।
সাদিয়াকে প্রথম যেদিন দেখি পাক্কা ২ মি. তাকিয়ে ছিলাম।''
০ আপনার কি সব মেয়ে বন্ধু নাকি ? সাদিয়া , আয়মান , সুমাইয়া , সিদ্দিকা ....
ইসলাম কি ছেলেতে মেয়েতে বন্ধুত্বকে সাপোর্ট করে ?
মেয়েদেরকে কি ছেলেদের সাথে ও ছেলেদেরকে কি মেয়েদের সাথে সুন্দর ভাষায় কথা বলার এবং মেশার ব্যাপারে বলা আছে , নাকি কিছুটা রুক্ষ ভাষায় কথা বলার কথা বলা আছে যাতে কারও মনে আকর্ষন না জন্মায় ?
আর হ্যা আমার জানামতে ছেলে মেয়ে বন্ধুত্ব ইসলাম সাপোর্ট করে না। ধন্যবাদ
সুন্দরী বলে তাকিয়ে ছিলাম।সমস্যা কি?
আপনার বন্ধু প্রীতি দেখে ইর্ষা প্রকাশ করলাম -- প্রবাসে এসে আমি আমার বন্ধুদের বড় মিস করি---
আল্লাহর সাথে বন্ধুত্ব করুন,এটাই সর্বোত্তম।
মন্তব্য করতে লগইন করুন