এখনও খুব মনে পড়ে ...
লিখেছেন লিখেছেন নিরবে ২৩ অক্টোবর, ২০১৪, ১০:১১:৫৪ রাত
মানুষ নিয়ত পরিবর্তনশীল।সময়ের সাথে বদলে যায় সব।মন বদলায়,মনের বড় বড় আশা বদলায়,বদলে যায় চারপাশের মানুষগুলোও।
শুধু থেকে যায় মিষ্টি কিছু স্মৃতি।যা হাতড়ে আমারা সুখ খুজে ফিরি।আজ কিছুটা শেয়ার করবো ।
কলেজে পা রাখতেই মনে হয়েছিলো আমি সবচেয়ে খারাপ ছাত্রী।এত এত শিক্ষক আর স্টাফ দেখে আমি হতভম্ব।এসেম্বলিতে হা করে দাড়িয়ে থাকলাম।
মোগল স্যার ১ম ক্লাসে আসলেন,যাকে আমি আজও বাঘের মতো ভয় পায়।খুব সাজানো গোছানো লেকচার দিতেন স্যার।
রেশমা ম্যাম :উনি ক্লাসে আসলে পুরা ক্লাস ঠান্ডা।এত সুন্দর করে পড়াতেন যে রুমে গিয়ে না পড়লেও চলতো।
ভীষন ভালো ছবি আকতে পারতেন।ওনার প্রত্যেকটা বাক্যের শেষে উনি বলতেন "আল্টিমেটলি ব্যাপারটা তাহলে কি দাড়াল?"খুব ফ্রেন্ডলি ছিলেন ম্যাম।
শাহজামাল স্যার: আমার প্রিয় স্যারদের একজন।
মেয়েদের সবাইকে বলতেন কন্যাজাতি।
বিচিত্র কৌশলে পড়াতেন উনি।একদিন পড়া মিস করায় মারও খেয়েছি ।আমাদেরকে খুব উতসাহ দিতেন স্যার।খুব নিয়ম মানা শিক্ষক।
M.Ali স্যার:খুব মজার মানুষ।কিন্তু পড়া না করলে ওনার ভাষায় " ভীম বাড়ন"।পড়াশোনার সার্বিক দিকে সবাইকে সাহায্য করতেন।কলেজের সবচে জনপ্রিয় স্যার।কেউ যদি বলতো স্যার আপনাকে খুব সুন্দর লাগছে।স্যার বলতেন আমাকে তো প্রতিদিনই সুন্দর লাগে।
পোস্ট বড় হয়ে যাচ্ছে তো...
একটা মজার ঘটনা দিয়ে শেষ করি।
প্রাকটিকাল এক্সামে ভাইভা চলছে।আমাকে ডাকলো।
ফারুক স্যার ভাইভা নিবেন।কিন্তু পাশে মোগল স্যার বসে।আমার ১০৪ ডিগ্রী জ্বর চড়ে গেলো।
ফারুক স্যার:জাতীয় পশুর নাম কি?
আমি:সিংহ...
ফারুক স্যার:হোয়াট???????????
আমি:সরি স্যার।বাঘ
ফারুক স্যার:আচ্ছা তুমি ৩ নং টা কর গিয়ে ,যাও।
আরেকদিন বলবো আমার সুইট ক্লাসমেটদের কথা।
বিষয়: বিবিধ
১৩১৯ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
২/ সব স্যার/ম্যাম এর নাম বাংলায় লিখলেন, M.Ali আবার ইংরেজীতে কেনু?
৩/ জাতীয় পশুর নাম কি? নিরবেপু ১০৪ ডিগ্রী জ্বর নিয়ে বল্ল ---- সিংহ... মজা পেলুম।
বাকিগুলোও তাড়াতাড়ি শেয়ার করুন
মন্তব্য করতে লগইন করুন