কে তিনি?????????????
লিখেছেন লিখেছেন নিরবে ১৬ অক্টোবর, ২০১৪, ০৬:০৩:৪১ সন্ধ্যা
বরষার ভরসায় চেয়ে থাকি আকাশে
জানি, সে আমাকে অনেক ভালোবাসে
ক্লান্তিতে,শ্রান্তিতে জোছনার বাতাসে
মায়াভরা চাদরাতে আমার খুব পাশে।
নীল জলে ভাসানো দিগন্তের শেষে
কেউ কি ডাকে আমায় ভাবনার রেশে?
ঐ উচু গম্বুজে মাখামাখি শান্তি
হাওয়ায় মিলিয়ে যায় মানসিক ক্লান্তি।
বিষয়: বিবিধ
১১১২ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জানি, সে আমাকে অনেক ভালোবাসে
এখন
বর্ষাও নাই তাই ভরসাও নাই ফলে ভালোবাসা পালাইছে
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন