কল্পলোকের রাজকুমারী ; ; ; ;
লিখেছেন লিখেছেন নিরবে ১৪ অক্টোবর, ২০১৪, ১১:০০:৫০ রাত
প্রতিটা রাতের স্বপ্ন তুমি
প্রতিটা ভোরের রোদ
আমার গানের সুর তুমি
আদুরে তোষামোদ।
নগর,বন্দর ,মহল্লা জুড়ে
সবাই তোমায় আকে
ছড়ার ফাকে ,হাসির বনে
অচেনা নদীর বাকে।
তুমি সৃষ্টিতে,তুমি সাহিত্যে
তুমি উল্লাসের অশ্লীলতায়
ভগ্ন সনধ্যায় রাস্তার মোড়েও
তোমাকেই দেখা যায়।
বিতৃষ্নাভরা বিছানার কোনে
কাদছ তুমি বসে
এতক্ষনে পড়লো তোমার
মনের পর্দা খসে।
মানুষ বলেই তোমারো বুঝি
একটা মন আছে,
বাকি পড়েছে সেটাও এখন
খদ্দেরদের কাছে।
বাহিরটা হোক কুতসিত তোমার
মনটা নীল প্রজাপতি
কল্পলোকের রাজকুমারী
সেই তুমিই আমার সাথী।
বিষয়: বিবিধ
১১৫৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে কুবিতা সুন্দর হয়েছে
মন্তব্য করতে লগইন করুন