মৌন সন্ধ্যা
লিখেছেন লিখেছেন নিরবে ১৩ অক্টোবর, ২০১৪, ০১:১৪:১৪ দুপুর
অন্ধকারে পাথরের মতো চুপ হয়ে
জানালার আকাশে উদাসী চোখে
কল্পনার সুতোয় ডানা মেলে
অজান্তে অকারনে হেসে উঠি।
সময়ের হ্রদপিন্ড কেড়ে নিয়ে
নিজের হ্রদয়টাকে বলি দিয়ে
তারার সমুদ্রে সাতার কেটে
সুখ তুলে আনি এক মুঠি।
বুকভাংগা অভিমানে চোখ লুকিয়ে
মৌন সন্ধ্যার শেষ বাতাসে
সাগরের নীল জলে পা ডুবিয়ে
শুধু তোমারই কাছে ছুটি।
বিষয়: বিবিধ
৯৬৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জীবন বিলিয়ে দিবো অকাতরে
যদি সে চায়
কবিতা অনেক সুন্দর হয়েছে আপু ।
তোমাকে সাথে নেব কি , তুমিই আমাকে সাথে নেবে।
দারুন সুউইট হয়েছে কবিতা। আরো আরো চাই...... তবে কয় যাচ্ছেন? সেটাতো জান্তে পারলাম না মালেশিয়ার মসজিদ দিছেন, তার মানে কী ...........
মন্তব্য করতে লগইন করুন