চাদের দুনিয়ায় একখন্ড মেঘ

লিখেছেন লিখেছেন নিরবে ০৯ অক্টোবর, ২০১৪, ০১:৪০:৩৬ দুপুর

সফেদ জোছনাময় তরুনি রাত

সলজ্জ নিরবতায় ঢাকা,

টুকরো টুকরো চাদের আলো

নিসিম মায়ায় আকা।

আলোকিত এই চাদনি রাতে

কারো ভিষন মন খারাপ,

উজ্জলতায় ডুবে গিয়ে

সে বারে বার চাইছে মাফ।

মেঘ ,সে তো কুতসিত নয়

আলোর অভাব বর্তমান,

চাদের দুনিয়ায় বেড়াতে এসে

ভাস্বর সেও এক সমান।







আমি ভালো বাংলা লিখতে পারি না ,তাই বানান ভুল আছে।

মাফ করবেন সবাই।

বিষয়: বিবিধ

১১১৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

272525
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১৯
ফেরারী মন লিখেছেন : ওয়াও সো নাইচ পয়েম। একদম ঝাক্কাস লাগলো পড়ে। আপনাকে নতুন দেখতেছি মনে হয়.... স্বাগতম।
273523
১২ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১৫
নিরবে লিখেছেন : অনেক ধন্যবা। জি আমি নতুন
273743
১৩ অক্টোবর ২০১৪ রাত ০১:১৬
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আমি ভালো বাংলা লিখতে পারি না ,
তাই বানান ভুল আছে।


লিখতে ভুল হয়ে গেলে এডিট করে দেয়া যায়,

কিন্তু মাথায় ভুল রয়ে গেলে, বল কী উপায়??

দোয়া করি, ভুল দূর হোক, জাযাকিল্লাহ..
১৩ অক্টোবর ২০১৪ সকাল ০৬:১২
217752
নিরবে লিখেছেন : সাজেশনের জন্য খুব খুশি হলাম।
274544
১৫ অক্টোবর ২০১৪ সকাল ০৯:০০
সায়েম আহমেদ লিখেছেন : ওয়াও সত্যিই খুব ভাল লাগল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File