অদ্ভুত শুন্যতা
লিখেছেন লিখেছেন নিরবে ২২ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৫৬:৫১ রাত
চারদিকে অসহ্য কোলাহল
একটা কিসের যেন দেয়াল
আমায় আটকে ফেলেছে
বড় হয়ে গেছি আমি
সেদিন কোথায় যেন হারিয়েছিলাম?
এলোমেলো চুলের হাও্য়ায়
তোমরা কি সংগে ছিলে?
না, আমি যে খুব একা
মিস্টি তুতুলের নরম গালে
যে রোদ খেলা করে
আমার বেলায় তার বড্ড রাগ
ক্রোধে কাঠ ফাটাতে চায়
বড় হওয়া দোষের কিছু
তবে লাগবে না বড় হওয়া
আমি ফিরে পেতে চাই
বাবার শাসন ,মায়ের আদর
ছোট্ট ছোট্ট সেই ভুলগুলো
আমার হারানো সুখগুলো
হঠাত কেদে ফেলার সেই আবেগ
নিজের সংগে কথা বলা
বড্ড অভিমানি সেই মনটা
সব ফেরত দেবে,আমাকে?
প্লিজ...
চারদিকে অসহ্য কোলাহল
একটা কিসের যেন দেয়াল
আমায় আটকে ফেলেছে
বড় হয়ে গেছি আমি
সেদিন কোথায় যেন হারিয়েছিলাম?
এলোমেলো চুলের হাও্য়ায়
তোমরা কি সংগে ছিলে?
না, আমি যে খুব একা
মিস্টি তুতুলের নরম গালে
যে রোদ খেলা করে
আমার বেলায় তার বড্ড রাগ
ক্রোধে কাঠ ফাটাতে চায়
বড় হওয়া দোষের কিছু
তবে লাগবে না বড় হওয়া
আমি ফিরে পেতে চাই
বাবার শাসন ,মায়ের আদর
ছোট্ট ছোট্ট সেই ভুলগুলো
আমার হারানো সুখগুলো
হঠাত কেদে ফেলার সেই আবেগ
নিজের সংগে কথা বলা
বড্ড অভিমানি সেই মনটা
সব ফেরত দেবে,আমাকে?
প্লিজ...
বিষয়: বিবিধ
১৩০৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাকে হিদায়াহ্ দান করুন, তার উপরই অটল রাখুন। আপনি অসন্তুষ্ট হবেন এমন সব কাজ থেকে আমাকে হিফাজত করুন।
মন্তব্য করতে লগইন করুন