আচ্ছা, ইসলাম কি বলে?

লিখেছেন লিখেছেন নিরবে ১৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:০৮:৪৩ সকাল

কোন হিজাব perfect?























বিষয়: বিবিধ

২০৫৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

274560
১৫ অক্টোবর ২০১৪ সকাল ১১:৩৩
সূর্যের পাশে হারিকেন লিখেছেন :
হিজাব মানেই হলো পর্দাপালন করা, নারীর নিজ শরীরের রূপ সৌন্দর্য্যকে পরপুরুষের দৃষ্টির আড়াল করে এমনভাবে রাখা যাতে তার শারিরীক স্পর্শকাতর অঙ্গের গঠন/মাপ, ফাইনারী এমনভাবে ঢাকতে হবে যাতে পরপুরুষ তাকে দেখে মনে কোন কুধারণা পোষন করতে না পারে, তার মনে কুপ্রবৃ্ত্তির বাসনা না জাগতে পারে।বলতে না পারে যে, ‘ইস এতো মোটা/চিকন, বা এত ফাইন, এত সেক্সী’। ---------- লিখেছেন - ব্লগার ইবনে হাসেম


আমাদের জেনে রাখা উচিৎ পর্দা করা একটি ইবাদাত, পর্দা করতে হবে একমাত্র আল্লাহ্র সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। আমি পর্দা করব যাতে আমার রবকে সন্তুষ্ট করতে পারি। কিন্তু ঐ সমস্ত মুসলিম নারীরা আসলে আল্লাহ্ সন্তুষ্ট করার লক্ষ্যে হিজাব পরে না, তারা সম্ভবত বাবা-মায়ের চাপে, স্বামীর ভয়ে অথবা স্টাইল করার লক্ষ্যে ঐ ভণ্ডামিমূলক হিজাব পরে থাকে। এতে করে বাবা-মায়ের বা স্বামীর কথা অনুযায়ী হিজাবও পরা হল সাথে সাথে নিজের সৌন্দর্য্য বৃদ্ধির/সৌন্দর্য্য প্রদর্শনীর কাজটাও হয়ে গেল। বাবা-মায়ের বা স্বামীকেও সন্তুষ্ট করা গেল এর পাশাপাশি আমার উদ্দেশ্যও ঠিক থাকল। এটাই হচ্ছে- "সাপও মরল লাঠিও ভাঙ্গল না"। কিন্তু এই ফাঁকিবাজি সে কার সাথে করল? কার সাথে প্রতারণা করল? ---------------- লিখেছেন - ব্লগার তূর্য রাসেল

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File