হিয়ার মাঝে তুফান বাজে...
লিখেছেন লিখেছেন নিরবে ১৩ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:৪৮:২৭ রাত
এটা কি দেখলাম?
সত্য সত্যই দেখলাম নাকি ?
এতো দিনের আলোর মত স্বচ্ছ ।
আমি এমন একটা মেয়ে যে কিনা নিজের ফায়দা হাসিল করা ছাড়া কিচ্ছু বোঝে না।বেশ কবছর আগেও আমার জিবনে তাকওয়ার একটা বড় চাহিদা ছিলো।আমার ঈমানের নাজুকতা ও
আমি জানতাম ।বাইরে থেকে সবাই ভাবে আমি কত ঈমানদার মেয়ে,আর আমি জানি আমি কি।
আললাহর কাছে যখন প্রয়োজন হত কিছু চাওয়ার ,চাইতাম।কিন্তু তার হুকুম পালন করতাম না।
আজ চাইবো ,কাল চাইবো করি,কিন্তু মাফ চাওয়া হয়না।আললাহ রাববুল আলামিন আমাকে আজ কি দেখালেন এটা?
এটা কি একটা সাজেশন?
গভির কালো দিয়ে আচ্ছন্ন একটা জায়গা ।হঠাত আমি নিজেকে আবিস্কার করলাম।একটা রশি ধরে ঝুলে আছি।আমার চারপাশ কালো দিয়ে ঘেরা।যেকোন মুহুর্তএ আমি নিচে পড়ে যাবো।আমি চিতকার করছি,বাচতে চাইছি।কিন্তু চারপাশে অসহ্য নিরবতা ।কেউ নেই ,কোথাও কেউ নেই।
এমন সময় একটা মানুষ, আমার মতই ঝুলন্ত ,আমার কাছে আসলো।লোকটা আমাকে ধরতে চাইলো।আমি আবার চিতকার করলাম।কিন্তু তারপরও সে আমাকে ধরে নিচে লাফ দিলো।মনে হচ্ছিলো আমি অনন্তকাল ধরে নিচে পড়ছি...
একসময় একটা কার্পেটের উপর নিজেকে আবিস্কার করলাম।ভয়ে কুকড়ে গেলাম।আমি খুব ভিতু একটা মেয়ে।এখানে কেন আসলাম?জানিনা।দেখলাম আমার সাথের লোকটা শান্ত ভাবে বসে আছে।সে আমার দিকে পিঠ দিয়ে বসে আছে।আমার চারপাশে তখনো আধার ।আমি ভয়ে লোকটাকে আকড়ে ধরলাম।উনি আমার পিঠে হাত দি্যে সান্তনা দিলেন।তারপর কুরানের একটা আয়াত বললেন।আয়াতটা আমার খুব পরিচিত। আমি মনে একটা প্রশান্তি অণুভব করলাম।ভয় কোথায় মিলিয়ে গেল।
তারপর ...
চোখ মেলে আমি নিজের ঘরের দেওয়াল ঘড়িটা দেখলাম।
এখনও মনে স্নিগ্ধতা।সেই প্রশান্তি এখনও আমার মনজুড়। রাববুল আলামিন আমাকে কি মেসেজ দিলেন?
আমার জিবনে আর একজন মানুষ দরকার...
যে আমার জিবন ,আমার ঈমানকে পরিপুর্নতা এনে দেবে।
স্রোতের বিপরিতে চলতে আমার কি একজন সংগি দরকার?
প্রশ্নের বন্যা মনের মাঝে চলে নিরবে ...
নি:শব্দে...
বিষয়: বিবিধ
৯৪৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন