চাকুরী নাকি বাচ্চা মানুষ?
লিখেছেন লিখেছেন সমাধান ১৪ ডিসেম্বর, ২০১৪, ০৩:২২:২৭ রাত
আজকাল মেয়েরা ভবিষ্যতের নামে বাচ্চাদের মানুষের মত মানুষ করার পরিবর্তে আয় রোজগারের দিকে ঝুঁকছে। আপনার মতামত কি? আয় রজগার নাকি বাচ্চা মানুষ? খুব জানতে ইসচা করছে।
বিষয়: বিবিধ
১৩০৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মেয়েদের ক্যারিয়ার/ চাকরি তার সংসারের ব্যস্তানুপাতিক । যারা ক্যারিয়ার বা চাকরি করতে চায় তাদের সংসার করার কোন মানে নেই এবং উচিতও । কারণ এর ফলে সে তার স্বামীর সংসারের হক তথা স্বামীর হক নষ্ট করছে ।
আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন ১০-৬ টা। শুক্র শনি বন্ধ । এখন আপনি যদি ঐ একই ওয়ার্কিং ডে তে একই সময়ে আরেকটি প্রতিষ্ঠানেও কাজ করেন বা করতে চান এবং এটা আপনার প্রতিষ্ঠানকে জানিয়েছেন বা কোনভাবে তারা জেনেছে।
কোন প্রতিষ্ঠান কি এরকম এলাউ করে ?
কোন চাকরিতে যেমন নিয়মনীতি আছে এবং সেটা মানতে চাকুরীদাতা ও চাকুরেরা যেমন বাধ্য, তেমনি ইসলাম ধর্ম অনুযায়ী বিয়ে করার ফলে স্বামী ও স্ত্রীর যেমন দ্বায়িত্ব ও কর্তব্য আছে তেমনি আছে পাবার অধিকার ।
এর ব্যাত্যায় ঘটলে বিয়েটা শরিয়ত মোতাবেক হলেও সংসারটা শরিয়ত মোতাবেক হয় না ।
মুসলিম মেয়েরা যেমন শরিয়ত মোতাবেক স্বামীর কাছে ভরণ পোষন পাবার দাবীদার তেমনি তাদেরও আছে স্বামীর প্রতি দ্বায়িত্ব ও কর্তব্য পালনের আদেশ।
ক্যারিয়ার বা পড়াশুনার অজুহাতে কর্তব্য এড়ানো মানে ইসলামী শরিয়তেরই খেলাফ করা ।
অধিকাংশ মেয়েই এই মানসিকতার ।
মন্তব্য করতে লগইন করুন