আমরা অন্যকে ছোট করছি। বিনিময়ে নিজেকে ছোট করছি।! কাজটা আমি নিজেও ব্যপকহারে করে থাকি। আমি দুঃখিত।

লিখেছেন লিখেছেন Dont Talk What You Dont Know ১৫ সেপ্টেম্বর, ২০১৪, ১০:১৪:১৩ সকাল

ব্যাপারটা অনেকদিন ধরেই খেয়াল করছি। ইদানীং আরো বেশি করছি-- পৃথিবীর প্রতিটা কৌতুক হচ্ছে, অন্যকে ছোট করার মিনি একটা গল্প। আর সেই ছোট করার প্রথম টার্গেট হচ্ছে মেয়েরা। পৃথিবীর ১০০টা কৌতুক বাছাই করা হলে তার মধ্যে ৭৫ টা কৌতুকই পাওয়া যাবে যা মেয়েদের ছোট করবার জন্য তৈরি করা হয়েছে। মানুষ মানুষকে ছোট করে আনন্দ পায়। পৈশাচিক আনন্দ।

অনেকেই হয়তো ব্যপারটাকে স্রেফ মজা হিসেবেই দেখতে চাইবেন। কিন্তু দিনের পর দিন চলে আসা এধরণের কৌতুক আমাদের সাব-কনসাশ মাইন্ডে কিছুটা হলেও প্রভাব বিস্তার করে। একটা সময় পর কিছুটা হলেও আমরা এসব বিশ্বাস করতে শুরু করি। নিজের অজান্তেই আমাদের মাঝে তৈরি হয় তাদের বুদ্ধি,বিবেচনাকে খাটো করার সুক্ষ একটি মনোভাব।

অথচ যার কল্যাণে আমরা এই পৃথিবীতে এসেছি, সেই মা একজন মেয়ে; যার আদরে জীবন হয় বর্ণিল, সেই বোন একজন মেয়ে; যার সঙ্গে আমাদের সকল বোধের আতিথ্য, সেই স্ত্রী একজন মেয়ে; যাকে না পেলে সমস্ত জীবনটাই মনে হতো পানসে, নিজের সেই কন্যা হচ্ছে একজন মেয়ে।

আমরা অন্যকে ছোট করছি। বিনিময়ে নিজেকে ছোট করছি।!

কাজটা আমি নিজেও ব্যপকহারে করে থাকি। আমি দুঃখিত।

বিষয়: বিবিধ

১৩২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File