পত্রিকার সম্পাদকদের বলছি; আপনার অফিসের এই সকল ভাড়াটিয়াদের ব্যাপারে, একটু সজাগ হোন প্লিজ
লিখেছেন লিখেছেন Dont Talk What You Dont Know ১৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:২৬:৪৪ দুপুর
এই কয়েক বছর আগেও ফার্মগেটে, পরিমল নামের একজন একটা টিয়া পাখি আর কিছু ময়লা হয়ে যাওয়া সাদা খাম নিয়ে বসে থাকতো
হাঁটতে থাকা মানুষ মাঝে মাঝে তার পাশে যেয়ে উপুত হয়ে W এর মতো করে বসে, তার ভাগ্য নির্ধারণ করতো
টিয়া পাখি হয়তো হাঁটতে হাঁটতে একটা কাগজ উঠাতো; সেখানে হয়তো লেখা “আপনি অন্যের কষ্ট একদমই সহ্য করতে পারেন না... অন্যের কষ্ট দেখলেই আপনার ভিতরটা ডুকরে কেঁদে উঠে”
বান্দার চোখ ছলছল
আরও ৫ টাকা দিয়ে টিয়াকে হাঁটানো হলো; এবার টিয়া উঠিয়েছে ‘আপনি অনেক চাপা স্বভাবের... নিজের কষ্ট কাউকে বুঝতে দেন না’
বান্দা এবার চোখ মুছতে মুছতে হাঁটা দিলো
আরও ৫ টাকা দিলে, পরের বার টিয়ার উঠানো খামে হয়তো লেখা থাকত; “এই প্র্যাক্টিকাল দুনিয়ায়, আপনি বড়ই ইমোশনাল”
আমি নিজেও একবার এরকম উঠিয়েছিলাম; লেখা আসলো, “আপনার বিদেশ যাত্রায় কোনও রিস্ক নেই”
আমি পকেটে ৫ টাকা খুঁজতে খুঁজতে বললাম; “বস, বিদেশ যাত্রায় রিস্ক কি কি থাকতে পারে?
উড্ডয়নরত প্লেনে, বাথরুম করতে যেয়ে কমোডের নিচ দিয়ে চুই করে ভূমিতে পড়ে যাওয়া?”
... ভালো ব্যবসা ছিলো পরিমলদের
এখন আর পরিমলদের অফলাইনে দেখা যায় না... তারা এসে পড়েছে অনলাইনে
ইদানিং বেশ কিছু অনলাইন পত্রিকা দেখলাম প্রতিদিন একটা করে জরিপ নাযিল করছে;
-কোন ১০ জন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ঠিক নয়
-কোন ১০ জন নারীর সাথে ভ্রমন নিরাপদ
-কোন ১০ টি কারণে আপনার প্রেমিক আপনার প্রতি মুগ্ধতা প্রকাশ করবে
-কোন ১০ টি কারণে আপনি ধরে ফেলতে পারবেন যে আপনার প্রেমিকা আপনাকে ধোঁকা দিচ্ছে
... বলে শেষ করা যাবে না
তাও ঠিক ছিলো; কিন্তু ইদানিং তারা, বেডরুম –কিচেন- বাথরুমেও ঢুকে পড়ছে
সেদিন এক পত্রিকা দেখলাম লিখেছে; “১০ ধরনের মানুষ, যাদের দিয়ে পেঁয়াজ কাঁটালে চোখে সহজে পানি আসে না”
প্রথমেই লেখা, ‘মোটা পুরুষ মানুষ’
ওকে মানলাম... সমস্যা নেই
কিন্তু সেই পত্রিকাই পরের দিন নতুন জরীপ দিয়েছে; “১০ ধরনের মানুষ, যারা পরকীয়া আসক্ত হতে পারে”
সেখানে দ্বিতীয়তে লেখা, ‘মোটা পুরুষ মানুষ’
... আরে ব্যাটা, মোটা মানুষ্রে দিয়ে তুই পেঁয়াজ কাঁটাবি ... সে পরকীয়া করবে না তো কি ‘গাযী বিরয়ানীর’ দোকান খুলে বসবে?
শুধু চোখের পানি হিসাব করলেই হবে?
পরের সপ্তাহে আরেক পত্রিকা দেখলাম জরীপ রেজাল্ট দিয়েছে; “১০ ধরনের মানুষ, যাদের বিয়ের আসর থেকে ভেগে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে”
প্রথমেই লেখা; ‘যার হাতের বুড়া আঙ্গুলের আগায় তিল আছে’
আমাকে তুই বল... এই তিল ওয়ালা ব্যাক্তি ভাগবেই বা না কেন, যেখানে গত সপ্তাহেই তুই লিখেছিলি; যে “১০ ধরনের মানুষের বিয়ের পর স্ত্রীর হাতে লাঞ্ছিত হবার সম্ভাবনা আছে” তার মধ্যে অন্যতম হলো ‘যাদের হাতের বুড়া আঙ্গুলের ডগায় তিল আছে’
না ভেগে উপায় আছে???
কোন লৌহ পুরুষে এটা জেনেও বিয়ের আসরে টাইট করে বসে, তিলখানা আঙ্গুলের আগায় না ডগায় দেখবে??
... আগে, ধোঁকা দেয়ার জন্য ছিলো ‘টিয়া’ সাংবাদিক... ইদানিং দেখছি এই সব ‘ভাড়াটিয়া’ সাংবাদিক
ভাড়াটিয়া কারণ, এরা কোনও কাজ না পেয়েই সম্ভবত পত্রিকাগুলোতে কাজ নিয়েছে; ভালো অফার পেলে, কাল অন্য যেকোনো চাকরীতে উড়াল দিবে ফর শিওর
চোখ বন্ধ করে, একটা নাম বের করেই তার শেষে 24.com লাগিয়ে এসে পড়া পত্রিকার সম্পাদকদের বলছি; আপনার অফিসের এই সকল ভাড়াটিয়াদের ব্যাপারে, একটু সজাগ হোন প্লিজ
... এরকম চলতে থাকলে আপনারা com করে হলেও 2/4 দিনের বেশী টিকতে পারবেন না
আমরা পত্রিকা পড়ি, অন্যের খবর জানতে... আমার নিজের ন
বিষয়: বিবিধ
১০৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন